16,500 শিক্ষক নিয়োগ ডিসেম্বরে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 ই নভেম্বর নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান প্রায় 20,000 টেট সফলদের আগামী দু'মাসের মধ্যেই নিয়োগ করা হবে প্রথম পর্যায়ে প্রায় সাড়ে 16 হাজার শিক্ষক নিয়োগ করা হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে বাকি প্রার্থীদের নিয়োগ করা হবে। ডিসেম্বর থেকে প্রথম পর্যায়ের নিয়োগের কাজ শুরু হবে।
পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল বা উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা পদের টেটের জন্য 2014 সালে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেয়। কিন্তু লোকসভা ভোটের জন্য তা স্থগিত রাখা হয়। তারপর ঐ পরীক্ষা নেওয়া হয় 2015 সালের 16 ই আগস্ট। তখন শূন্য পদ ছিল 14,339 টি। ফল বের হয় 2016 সালের সেপ্টেম্বর মাস নাগাদ।
For Mock Test Click Here>>
এই পরীক্ষার উপর প্রচুর মামলা হওয়ায় সময়মতো পরীক্ষা নেওয়া হয় যায়নি। শেষমেষ 2019 সালের জুলাই মাস নাগাদ ইন্টারভিউ নেওয়া হয়। মেধা তালিকা প্রকাশিত হয় অক্টোবর মাস নাগাদ। ওই তালিকায় প্রায় সাড়ে 24 হাজার প্রার্থীর নাম ছিল।কিন্তু একাধিক মামলার ছেড়ে ওই মেধা তালিকা থেকে নিয়োগ করা সম্ভব হয়নি।হাইকোর্ট একাধিক মামলা চলাই ওই শূন্য পদ পূরণ করা হবে কি না তা নিয়ে প্রার্থীরা সংশয় ছিলেন। আদালত ওই পরীক্ষা এর নিয়োগের পক্ষে রায় দিয়ে ওই মেধা তালিকা থেকে প্রার্থী দের কাউন্সেলিং এর জন্য ডাকা হবে। আদালতের রায়ের উপর নির্ভর করছে ডিসেম্বর থেকে নিয়োগের কাজ হবে কিনা।
More Jobs Click Here>>
অন্যদিকে মুখ্যমন্ত্রী আরো জানান প্রাথমিক স্কুলের টেটের পরীক্ষা অফলাইনে নেওয়া হবে। কোভিদ সংক্রান্ত কারণের জন্য এতদিন পরীক্ষা নেওয়া যায় নি পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক স্কুলের ওই টেটের জন্য প্রায় আড়াই লাখ প্রার্থী দরখাস্ত করেছিলেন 2017 সালে। কিন্তু এখনো পরীক্ষা হয়নি। অফলাইনে এই পরীক্ষা খুব শিগগিরই নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এছাড়াও পশ্চিমবঙ্গে নতুন তিনটি পুলিশ ব্যাটেলিয়ান যেমন নারায়নী ব্যাটেলিয়ান, জঙ্গলমহল ব্যাটেলিয়ান ও গোরখা ব্যাটেলিয়ন এর জন্য প্রায় রাজ্য পুলিশ 3000 শূন্য পদ পূরণ করা হবে। ওই সব পদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এছাড়া পশ্চিমবঙ্গ পুলিশে আরো কয়েক হাজার শূন্যপদ খুব শীঘ্রই পূরণ করা হবে'।
Official Website Click here>>
Railway previous Exam Paper Download
Daily Current Affiars
Railway Mock Test
No comments:
Post a Comment