ভারতীয় সংবিধানের উৎস :
-
ভারতীয় সংবিধানের প্রায় 75% গভারমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট( ভারত শাসন আইন), 1935 থেকে গৃহীত হয়েছে
-
ব্রিটেন-
আইন তৈরির পদ্ধতি, রুল অফ ল ,একক নাগরিকত্ব ,সংসদীয় শাসন ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ,শক্তিশালী নিম্ন কক্ষ, CAG এর কার্যালয় ।
-
আমেরিকা যুক্তরাষ্ট্র -
লিখিত সংবিধান ,প্রস্তাবনা, মৌলিক অধিকারসমূহ, সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা, স্বাধীন বিচার ব্যবস্থার সংস্কার, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ।
-
রাশিয়া -
মৌলিক কর্তব্য সমূহ, অর্থনৈতিক পরিকল্পনা।
-
অস্ট্রেলিয়া -
যৌথ তালিকা, ব্যবসা-বাণিজ্যের প্রতিবিধান ,প্রস্তাবনার ভাষা।
-
আয়ারল্যান্ড -
নির্দেশমূলক নীতি সমূহ ,রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ,রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার সদস্য মনোনয়ন।
-
কানাডা -
যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা ভাগ এবং অবশিষ্ট ক্ষমতা।
-
জার্মানি-
জরুরি অবস্থা এবং জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারের সাময়িক মুলতুবি।
-
ফ্রান্স-
প্রজাতন্ত্র এবং স্বাধীনতা সাম্য ও সৌভ্রাতৃত্বের ধারণা
-
জাপান-
সুপ্রিম কোর্টের কাজের আইনগত পদ্ধতি
-
দক্ষিণ আফ্রিকা-
সংবিধান সংশোধনের পদ্ধতি
Download pdf
Next video: সংবিধানের অধ্যায়, অনুচ্ছেদ, তপশিল এবং বিভিন্ন ধারা
ভারতের সংবিধান SPACIAL COURSE
More pdf- karmadisharihome.in
YouTube- TARGET BANGLA STUDY
No comments:
Post a Comment