গরমকাল থেকে শীতকালে ভিজে কাপড় তাড়াতাড়ি শুকোয় কেন? Why do wet clothes dry quickly from summer to winter?



গরমকাল থেকে শীতকালে ভিজে কাপড় তাড়াতাড়ি শুকোয় কেন?



🔸  তরলের বাষ্পায়নের হার তাপমাত্রা ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণের উপর নির্ভর করে। তাপমাত্রা বাড়লে বাষ্পায়নের হার বাড়ে, কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে বাষ্পায়নের হার কম হয়। অপরপক্ষে, বাতাস শুষ্ক থাকলে বাষ্পায়নের হার বেশি হয়। গরমকালে যদিও দিনের তাপমাত্রা বেশি থাকে, তবুও বাতাসের আর্দ্রতা শীতকালের তুলনায় অনেক বেশি হয়। 

         এই কারণে শীতকালে ভিজে কাপড় গরমকাল অপেক্ষা তাড়াতাড়ি শুকোয়।


Tags
জেনারেল সাইন্স ভৌত বিজ্ঞান
  • Newer

  • Older

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad