Ads Area

Weekly current affairs - 01 February to 08 February 2022 - Karmadishari /সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স 202


✒️ ভারতীয় কোস্ট গার্ড এর 46 তম উত্থাপন দিবস পালন করা হলো 1 ফেব্রুয়ারি, (ভারতীয় কোস্ট গার্ড স্থাপনকাল – 1 ফেব্রুয়ারি, 1977)।


✒️ Fearless Governance নামে বইটি লিখলেন কিরণ বেদী, (তিনি পুদুচেরির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর এবং আইপিএস)।


✒️ শিক্ষাবিদ/সামাজিক নেতা বাবা ইকবাল সিং জি মারা গেলেন, (সামাজিক কাজের ক্ষেত্রে অবদানের জন্য তিনি 2022 সালে পদ্মশ্রীতে ভূষিত হন)।


✒️ ভারত 150টি গ্রামকে Villages of Excellence রূপান্তর করতে ইসরায়েলের সাথে চুক্তি করলো, (রাজধানী- জেরুজালেম, প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, মুদ্রা – শেকেল)। -


✒️ SC entrepreneurs এর তালিকায় দেশের মধ্যে শীর্ষে মহারাষ্ট্র,(দ্বিতীয় স্থানে তামিলনাড়ু ও তৃতীয় স্থানে রাজস্থান)।


✒️ ষষ্ঠ প্যান অ্যাম উইমেন কাপ হকি চ্যাম্পিয়নশিপ জিতল আর্জেন্টিনা,(ফাইনালে 4-2 গোলে হারালো চিলিকে)।


✒️ India-ASEAN Digital Work Plan 2022 এর সম্মতি দিল ভারত ও আসিয়ান দেশ, (চুরি করা এবং নকল মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার এবং দেশব্যাপী পাবলিক | ইন্টারনেটের জন্য একটি ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেসের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি সিস্টেম তৈরি করবে) ।


✒️ Operation Khatma নামে বইটি লিখল আর সি গাঞ্জু ও অশ্বিনী ভাটনগর একত্রে।


✒️ NCPI দ্বারা UPI Safety and Awareness Week পালন করা হলো 1-7 ফেব্রুয়ারি (ফেব্রুয়ারি মাসকে UPI Safety and Awareness Month হিসেবে ঘোষণা করা হলো) 


✒️ প্রতিরক্ষা মন্ত্রক ‘SeHAT’ প্রকল্পের অধীনে ওষুধের হোম ডেলিভারি শুরু করলো।


✒️ 'Swarajability' নামে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভারতের প্রথম AI-ভিত্তিক চাকরির প্ল্যাটফর্ম তৈরি করল IIT-Hyderabad , (ইনস্টিটিউটের সাথে যৌথভাবে প্লাটফর্মটি তৈরি করেছে Youth4Jobs, Visual Quest ও Kotak Mahindra Bank Ltd)।


✒️ NCERT এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন দীনেশ প্রসাদ সাকলানি, (National Council of Educational Research and Training (NCERT) হেডকোয়ার্টার - নিউ দিল্লি)।


✒️ International Day of Zero Tolerance for Female পালন করা হয় 6 ফেব্রুয়ারি, (এই বছরের থিম Accelerating Investment to End Female Genital Mutilation)।


✒️ মধ্যপ্রদেশের তিনটি জায়গার নাম হোশাঙ্গাবাদ নগরের পরিবর্তে নর্মদাপুরম, শিবপুরীর পরিবর্তে কুন্দেশ্বর ধাম ও বাবাই এর পরিবর্তে মাখন নগর রাখা হয়েছে, (মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান)।


✒️ পশ্চিমবঙ্গ উন্মুক্ত শ্রেণীকক্ষ প্রোগ্রাম ‘পাড়ায় শিক্ষালয়' চালু করলো,(ক্লাস 1-5 এর শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান করবে)।


✒️ রাজস্থানে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সৌরভ গাঙ্গুলি, (স্টেডিয়ামে 75,000 দর্শকের বসার ক্ষমতা থাকবে)।


✒️ হায়দ্রাবাদ-ভিত্তিক ICRISAT-এর 50 তম বার্ষিকী উদযাপনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, (International Crops Research Institute for the Semi- Arid Tropics (ICRISAT) স্থাপনকাল – 1972)।


✒️ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 2021 সালে ভারতকে রেকর্ড USD 4.6 বিলিয়ন ঋণ দিয়েছে, (ADB প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া)। -


✒️ জীবন বীমার ডিজিটাল বিতরণের জন্য Policybazaar এর সাথে LIC টাই আপ করলো, (LIC চেয়ারপার্সন MR Kumar) ।


✒️ IMF রিপোর্ট অনুযায়ী 2022 সালে ভারতের জিডিপি গ্রোথ রেট হতে চলেছে 9.5%।


✒️ বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় 2 ফেব্রুয়ারি, (এই বছরের থিম ‘Wetlands Action for People and Nature)।


✒️ হন্ডুরাসের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জিওমারা কাস্ত্রো, (হন্ডুরাসের রাজধানী – টেগুসিগালপা, মুদ্রা - Honduran lempira)।


✒️ চেন্নাই সুপার কিংস ভারতের প্রথম ইউনিকর্ন স্পোর্টস এন্টারপ্রাই হয়ে উঠলো, (মার্কেট ক্যাপ সর্বোচ্চ 7,600 কোটি টাকা ছুঁয়েছে)।


✒️ 2021 সালে বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর কোম্পানি হিসেবে প্রথম স্থানে উঠে এলো Samsung, (দ্বিতীয় স্থানে Intel ও তৃতীয় স্থানে SK Hynix)।


✒️ টাটা গ্রুপ 12,100 কোটি টাকায় নীলাচল ইস্পাত নিগম লিমিটেডকে অধিগ্রহণ করলো, (টাটা স্টিল সিইও – T. V. Narendran)।


✒️ Tata Steel Chess 2022 এ জয়ী হলো ম্যাগনাস কার্লসেন, (ফাইনালে হারালেন Fabiano Caruana কে)।


✒️ World Games Athlete of the Year award 2021 জিতলেন ভারতীয় হকি খেলোয়াড় PR Sreejesh, (2020 সালে জিতেছিলেন ভারতীয় মহিলা হকি খেলোয়াড় রানী রামপাল)।


✒️ সৌর প্রকল্পে অর্থায়নের জন্য টাটা পাওয়ারের সাথে চুক্তি স্বাক্ষর করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, (Tata Power Solar Systems Ltd. সদর দপ্তর - মুম্বাই)।


9) HappyShop নামে Non-Fuel Retail Store লঞ্চ করল  Hindustan Petroleum Corporation Ltd, (সিইও মুকেশ কুমার সুরানা)


✒️ Operation Khatma নামে বইটি লিখল আর সি গাঞ্জু ও অশ্বিনী ভাটনগর একত্রে।


✒️ভারত চীনে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান কূটনৈতিক বয়কটের ঘোষণা করলো, (শ্লোগান Together for a Shared Future)।


 ✒️CMIE রিপোর্ট অনুযায়ী 2022 সালের জানুয়ারিতে ভারতের বেকারত্বের হার দাঁড়িয়েছে 6.57%, (তেলেঙ্গানা জানুয়ারিতে সর্বনিম্ন বেকারত্বের হার 0.7% রেকর্ড করেছে)  


✒️ University Grants Commission (UGC) এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন M Jagadesh Kumar, (হেডকোয়ার্টার - নিউ দিল্লি স্থাপনকাল - 1956)।


✒️ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ নরওয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসাবে নিযুক্ত হলেন, (NATO সদর দপ্তর - ব্রাসেলস, বেলজিয়াম)।


✒️তেলেঙ্গানার হায়দ্রাবাদে Statue of Equality এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, (11 শতকের ভক্তি সাধক রামানুজাচার্যের 216 ফুট উঁচু মূর্তি)।


✒️ 2022 সালের প্রজাতন্ত্র দিবসে সেরা রাজ্য মূকনাট্য (tableau) জিতলো উত্তরপ্রদেশ, (উত্তরপ্রদেশের থিম ছিল One District One Product and Kashi Vishwanath)।


✒️প্রয়াত হলেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর,(1969 সালে পদ্মভূষণ এবং 2001 সালে ভারতরত্ন পেয়েছেন)।


✒️U19 বিশ্বকাপ 2022 ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে জয়ী হলো ভারত (এখনো পর্যন্ত সর্বমোট 5তম শিরোপা জিতলো ভারত, ক্যাপ্টেন - Yash Dhull)।


✒️প্রয়াত হলেন অভিনেতা ও প্রযোজক রমেশ দেও, (বহুমুখী চলচ্চিত্র ব্যক্তিত্ব 450 টিরও বেশি হিন্দি এবং মারাঠিতে অভিনয় করেছেন)।


✒️ Laureus World Breakthrough of the Year Award এ নমিনেশন পেল জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।


✒️ সবচেয়ে শক্তিশালী Hwasong-12 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর সফল টেস্ট সম্পন্নন করলে উত্তর কোরিয়া, (এটির রেঞ্জ 4500 কিমি)।


✒️ পাঞ্জাবের মুখ্য নির্বাচনী আধিকারিক ‘শেরা' নামে এর মাসকট উন্মোচন করলেন, (পাঞ্জাবের মুখ্যমন্ত্রী – চরণজিৎ সিং চান্নি, গভর্নর – বানোয়ারিলাল পুরোহিত)।


✒️ ভারতের প্রথম জিওলজিক্যাল পার্ক তৈরি হবে মধ্যপ্রদেশের জবলপুরে, মোট খরচ 35 কোটি টাকা, (মধ্যপ্রদেশের রাজধানী- ভোপাল, রাজ্যপাল- মাঙ্গুভাই সি প্যাটেল)।


✒️ পতঞ্জলির সাথে কো-ব্র্যান্ডেড কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ড চালু করলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, (পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এমডি ও সিইও তুল কুমার গোয়েল)।


✒️ স্পিটুক গুস্টোর উৎসব পালন করা হলো লাদাখে,(লাদাখের লেফটেন্যান্ট গভর্নর - রাধাকৃষ্ণ মাথুর)।


✒️ World Interfaith Harmony Week পালন করা হলো 1 থেকে 7 ফেব্রুয়ারি।


✒️ Gandhi Mandiram Smruthi Vanam তৈরি করা হলো অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলামে, (অন্ধ্রপ্রদেশের রাজধানী - বিশাখাপত্তনম (নির্বাহী রাজধানী), কুরনুল (বিচারিক রাজধানী), অমরাবতী (বিধানসভা রাজধানী)।


✒️নতুন Defence Intelligence Agency Head হিসাবে নিযুক্ত হলেন Lt Gen GAV Reddy |


✒️ পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হলেন আন্তোনিও কস্তা, (পর্তুগাল প্রেসিডেন্ট - মার্সেলো রেবেলো ডি সুসা, রাজধানী লিসবন, মুদ্রা-ইউরো)। -


✒️ Tata Sky এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হলো Tata Play |


✒️নতুন রামসার সাইট হলো গুজরাটে জামনগরের খিজাদিয়া পাখির অভয়ারণ্য এবং উত্তরপ্রদেশের বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য, (বর্তমানে ভারতের রামসার সাইট সংখ্যা 49)


✒️ খেলো ইন্ডিয়া 2022 স্কিমের বরাদ্দ বাজেটে 48% বৃদ্ধি পেয়েছে, (যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী - অনুরাগ সিং ঠাকুর)।


✒️ ICC Spirit of Cricket Award 2021 জিতলেন নিউজিল্যান্ডের Mitchell, (আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে)। - কেটার Daryl


✒️ শ্রীলঙ্কার উপর $500 মিলিয়ন পর্যন্ত ক্রেডিট লোন বৃদ্ধি করলো এক্সিম ব্যাংক, (এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপনকাল 1982 )।


✒️ NHRC-এর শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড কম্পিটিশন জিতলো তেলেগু শর্ট ফিল্ম 'স্ট্রিট স্টুডেন্ট, (ডিরেক্টর - Akula Sandeep ) ।


✒️ India, That is Bharat: Coloniality, Civilisation, Constitution নামে বইটি লিখলেন J Sai Deepak.


✒️ গুরুগ্রাম, হরিয়ানার আরাবল্লী জীববৈচিত্র্য পার্ককে ভারতের প্রথম ‘অন্যান্য কার্যকর এলাকা-ভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা (OECM)' হিসেবে ঘোষণা করলো IUCN, (IUCN - হেডকোয়ার্টার গ্ল্যান্ড সুইজারল্যান্ড)।


✒️ IISc. ভারতের অন্যতম শক্তিশালী সুপার কম্পিউটার ‘পরম প্রভেগা' কমিশন করলো, (পরম প্রভেগা-এর মোট সুপারকম্পিউটিং ক্ষমতা রয়েছে 3.3 পেটাফ্লপ)।


✒️ Defence Research and Development Laboratory ( DRDL) এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন GA Srinivasa Murthy 10) 


✒️ ডেসটিনির গেম ডেভেলপার বাঙ্গিকে 3.6 বিলিয়নে কিনে নিল Sony Group Corp.


✒️ পঞ্চম স্করপিন সাবমেরিন ‘ভগির’-এর সি ট্রায়াল শুরু হলো, (ডুবোজাহাজটি তৈরি করেছে Mazagon Dock Shipbuilders Limited (MDL)।


✒️ আত্মনির্ভর ভারত সেন্টার ফর ডিজাইনের উন্নয়নের জন্য সংস্কৃতি মন্ত্রকের সাথে চুক্তি করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, (এটি তৈরি হবে দিল্লিতে)।


✒️ Insolvency and Bankruptcy Board of India এর নতুন নিযুক্ত হলেন রবি মিত্তল, (হেডকোয়ার্টার নিউ দিল্লি) ।


✒️ World Cancer Day পালন করা হয় 4 ফেব্রুয়ারি, (এই বছরের থিম Close the Care Gap ) ।


✒️ আন্তর্জাতিক মানব ভ্রাতৃত্ব দিবস (Interna nal Day of Human Fraternity) পালন করা হয় 4 ফেব্রুয়ারী ।


✒️ শীতকালীন অলিম্পিকের আয়োজক চীন এই বছরকে ‘Year of the Tiger' হিসেবে স্বাগত জানিয়েছে, (চীনের রাজ বেইজিং, মুদ্রা – রেনমিনবি, প্রেসিডেন্ট - শি - জিনপিং) ।


✒️ 2021 সালে ভারতের বাণিজ্য অংশীদার হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষস্থান পুনরুদ্ধার করলো, (দ্বিতীয় স্থানে চীন তৃতীয় স্থানে UAE) ।


✒️ IndiGo-এর সহ-প্রতিষ্ঠাতা রাহুল ভাটিয়াকে কোম্পানির প্রথম এমডি হিসেবে নিযুক্ত হলেন, (IndiGo প্রতিষ্ঠিত - 2005, সদর দপ্তর - গুরুগ্রাম) ।


✒️ Atharva – The Origin গ্রাফিক নভেল এ অভিনয় করতে চলেছেন মহেন্দ্র সিং - ধোনি, (MIDAS Deals Pvt Ltd ও Virzu Studios একত্রে পোস্টার লঞ্চ করল)। 


✒️ Golden Boy Neeraj Chopra নামে বইটি লিখলেন Navdeep Singh।

Tags
Current affairs সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area