✒️ International Epilepsy Day 2022 পালন করা হলো 14 ফেব্রুয়ারি, (মৃগী রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং উন্নত চিকিৎসা, উন্নত যত্নের জন্য দিনটি পালন হয়)।
✒️ FICCI CASCADE দ্বারা ‘চোরাচালান বিরোধী দিবস anti smuggling day 2022 চালু হলো 11 ফেব্রুয়ারি, (FICCI সভাপতি সঞ্জীব মেহতা)।
✒️ ট্রান্সজেন্ডার সম্প্রদায় এবং ভিক্ষুকদের জন্য SMILE প্রকল্প চালু করলো কেন্দ্র সরকার (Support for Marginalized Individuals for Livelihood and Enterprise)
✒️ ESPNcricinfo ‘Test Batting Award জিতলেন ভারতের ঋষভ পন্ত, ( Captain of the Year হলেন কেন উইলিয়ামসন)।
✒️ ICAI এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন দেবাশিস মিত্র।
✒️ কৃষি নেটওয়ার্ক অ্যাপ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন পঙ্কজ ত্রিপাঠী।
✒️‘সৈন্য রণক্ষেত্রম' নামে হ্যাকাথন পরিচালনা করল ভারতীয় সেনা।
✒️সিঙ্গাপুর এয়ার শো 2022 এ ভারতীয় বায়ুসেনা লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস প্রদর্শন করবে, (এয়ার শো অনুষ্ঠিত হবে 15 থেকে 18 ফেব্রুয়ারি)।
✒️ বুরকিনা ফাসোর অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করা হয়েছে পল-হেনরি সান্দাওগো দামিবাকে, (বুরকিনা ফাসো রাজধানী - ওয়াগাদুগউ)।
✒️17 তম মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে মে মাসে, (থিম India@75)।
✒️ AFC Women's Asian Cup 2022 এ জয়ী দেশ চীন, (রানার্স হয়েছে দক্ষিন কোরিয়া, খেলাটি অনুষ্ঠিত হয়েছে মুম্বাইতে)।
✒️ নাসার তথ্য অনুযায়ী 2031 সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) অবসর নেবে, (নাসার প্রশাসক বিল নেলসন, সদর দপ্তর ওয়াশিংটন ডিসি)।
✒️ ভারতের প্রেস ফ্রিডম 2021 রিপোর্টে শীর্ষে রয়েছে জম্মু ও কাশ্মীর (দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ ও তৃতীয় স্থানে মধ্যপ্রদেশ)।
✒️ Global Digital Skills Index 2022 এ 100 টি দেে মধ্যে ভারতের স্থান 63, (রিপোর্টটি তৈরি করে Salesforce)।
✒️ আর. রাজামোহন, যিনি স্বাধীন ভারতে প্রথম গ্রহাণু আবিষ্কারের নেতৃত্ব দিয়েছেন, তিনি মারা গেলেন, (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স বেঙ্গালুরু-এর জ্যোতির্বিজ্ঞানী)।
✒️পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ও সমাজকর্মী ইব্রাহিম সুতার মারা গেলেন, (তিনি Kabir of Karnataka নামেও পরিচিত)।
✒️রানী দ্বিতীয় এলিজাবেথ তার শাসনের 70 তম বার্ষিকী পালন করলেন, (যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী - বরিস জনসন, রাজধানী - লন্ডন)।
✒️Chairman and Managing Director (CMD) of Power System Operation Corporation Limited (POSOCO) এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন S. R Narasimhan, (POSOCO স্থাপনকাল 2010)
✒️ বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC) এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন Dr Unnikrishnan Nair, (বিক্রম সারাভাই স্পেস সেন্টার - তিরুবনন্তপুরম, কেরালা)।
✒️ শ্রীলঙ্কার ফাস্ট বোলার সুরাঙ্গা লাকমল অবসরের ঘোষণা করলেন।
World Radio Day পালন করা হয় 13 ফেব্রুয়ারি, (এই বছরের থিম Trust in radio journalism: Produce independent and high-quality content)
✒️ ভারতের জাতীয় নারী দিবস 2022 পালন করা হলো 13 ফেব্রুয়ারি, (সরোজিনী নাইডুর জন্মবার্ষিকী উপলক্ষে, ‘ভারতের নাইটিঙ্গেল’ বা ‘ভারত কোকিলা' বলা হয়)।
✒️উচ্চশিক্ষার প্রসারের জন্য ব্রিটিশ কাউন্সিলের সাথে তেলেঙ্গানা সরকার চুক্তি করলো, (তেলেঙ্গানার রাজধানী - হায়দ্রাবাদ, গভর্নর- তামিলিসাই সুন্দররাজন)।
✒️ভারতের গোয়া শিপইয়ার্ড লিমিটেড 5ম জাহাজ ICGS ‘সাক্ষম' তৈরি করল, (উপকূলরক্ষী বাহিনীর সাথে পরিষেবাতে সবচেয়ে উন্নত টহল জাহাজ)।
✒️ India-Africa Relations: Changing zons নামে বইটি লিখলেন রাজীব কুমার ভাটিয়া।
✒️ লুক মন্টাগনিয়ার একজন ফরাসি ভাইরোলজিস্ট মারা গেলেন, (যিনি 2008 সালে এইডস সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার বিজয়ী)।
✒️ শ্রীলঙ্কাতে আধার সংস্করণ চালু করতে সাহায্য করতে চলেছে ভারত, (শ্রীলঙ্কার রাষ্ট্রপতি - গোতাবায়া রাজাপাকসে)।
✒️ প্রাকৃতিক চাষের প্রচারের জন্য 'জিভা প্রোগ্রাম' চালু করলো NABARD, (নাবার্ড সদর দপ্তর - মুম্বাই, চেয়ারম্যান গোবিন্দ রাজুলু চিন্তলা)।
✒️ ভারতের প্রথম জিওলজিক্যাল পার্ক তৈরি হবে মধ্যপ্রদেশের জব পুরে, মোট খরচ 35 কোটি টাকা, (মধ্যপ্রদেশের রাজধানী- ভোপাল, রাজ্যপাল- মাঙ্গুভাই সি প্যাটেল)।
✒️ Tata Sons এর চেয়ারম্যান হিসেবে পুনরায় নিযুক্ত হলেন এন. চন্দ্রশেখরন।
✒️ Africa Cup Of Nations জয়ী হলো সেনেগাল (ফাইনালে পেনাল্টি শুটআউটে 42 গোলে হারালো ইজিপ্টকে)।
✒️ AAHT operation শুরু করলো ভারতীয় রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF), (মানব পাচার রোধ করতে এমন অপারেশন শুরু করেছে)।
✒️ Cyber Insurance এর জন্য ICICI lombard ও এয়ারটেল পেমেন্ট ব্যাংক পার্টনারশিপ করল, (এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের এমডি - অনুব্রত বিশ্বাস)।
✒️ COVID-19-এর বিরুদ্ধে ডিএনএ ভ্যাকসিন দেওয়ার জন্য বিশ্বের প্রথম দেশ হয়ে উঠলো ভারত, (ZyCoV-D বিশ্বের প্রথম DNA ভ্যাকসিন তৈরি করেছে Zydus Cadila)
✒️ Pfizer India এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন বিশ্বব্যাংকের প্রাক্তন পরামর্শক প্রদীপ শাহ।
✒️ উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন অভিনেতা অক্ষয় কুমার, (এর আগে ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন ক্রিকেটার ঋষভ পন্ত)।
✒️ Bata India এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন অভিনেত্রী দিশা পাটনি, (বাটা ইন্ডিয়া লিমিটেডের সিইও- গুঞ্জন শাহ)।
✒️ Karnataka State Rural Livelihood Promotion Society (KSRLPS) এর জন্য কর্নাটকের সঙ্গে পার্টনারশিপ করল আমাজন, (অ্যামাজন সিইও - অ্যান্ড্রু জ্যাসি)।
✒️ জহরলাল নেহেরু ইউনিভার্সিটি (JNU) এর প্রথম মহিলা উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন সন্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত।
✒️Safer Internet Day পালন করা হয় ৪ ফেব্রুয়ারি, (এই বছরের থিম Together for a better internet)।
✒️ডারউইন দিবস পালন করা হয় 12 ফেব্রুয়ারি, (ডারউইন দিবস হল 12 ফেব্রুয়ারী 1809 তারিখে চার্লস ডারউইনের জন্মদিনের স্মরণে)।
✒️National Productivity Day পালন করা হয় 12 ফেব্রুয়ারি, (জাতীয় উৎপাদনশীলতা কাউন্সিলের ডিরেক্টর - অরুণ কুমার ঝা)।
✒️সুরাট 2024 সালের ডিসেম্বরের মধ্যে ভারতের প্রথম বুলেট ট্রেন স্টেশন হবে, (মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পটি হবে ভারতের প্রথম বুলেট ট্রেন রুট)।
✒️প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে National Single Window System (NSWS ) তৈরি হলো জম্মু-কাশ্মীরে, (J&K লেফটেন্যান্ট গভর্নর - মনোজ সিনহা)।
✒️টমটম ট্রাফিক ইনডেক্স র্যাঙ্কিং 2021 এ সারা পৃথিবীর মধ্যে মুম্বাইয়ের স্থান পঞ্চম, (বেঙ্গালুরুর স্থান দশম ও প্রথম স্থানে তুর্কির ইস্টানবুল)।
✒️কেন্দ্রীয় সরকার আরও 5 বছরের জন্য RYSK ( Rashtriya Yuva Sashaktikaran Karyakram) স্কিম চালু রাখবে 1, (মোট খরচ 2,710.65 কোটি টাকা)।
✒️28 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 45 তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, (এবারের ফোকাল থিম কান্ট্রি হল বাংলাদেশ)।
✒️One Ocean Summit এর প্রতিনিধিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, (অংশগ্রহণকারী দেশ জার্মানি, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান এবং কানাডা)।
✒️Democracy Index's global ranking এ ভারতের স্থান 46, (প্রথম স্থানে নরওয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড ও তৃতীয় স্থানে ফিনল্যান্ড)।
✒️মাদ্রাজ হাইকোর্টের নতুন চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত হলেন মুনীশ্বর নাথ ভান্ডারী।
✒️World Pulses Day পালন করা হয় 10 ফেব্রুয়ারি, (এই বছরের থিম Pulses to empower youth in achieving sustainable agrifood systems)
✒️ অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগে সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন সঞ্জয় মালহোত্রা, (এতদিন এই পদে নিযুক্ত ছিলেন Debashish Panda)
✒️ Take a Break ইনিশিয়েটিভ লঞ্চ করল ইনস্টাগ্রাম, (তারা যেভাবে তাদের সময় ব্যয় করছে সে সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নেওয়ার জন্য)।
✒️ Razorpay মালয়েশিয়ান স্টার্টআপ "Curlec"-এর গরভাগ অংশীদারিত্ব কিনলো, (রেজারপে সিইও – হর্ষিল মাথুর)।
✒️RBI দ্বারা Financial Literacy week 2022 পালন করা হবে 14 থেকে 18 ফেব্রুয়ারি, (এই বছরের থিম “Go Digital, Go Secure")।
✒️কেরালা ক্লিন এনার্জি প্রযুক্তি বিকাশের জন্য Social Alpha's Energy Lab এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করলো, (রাজ্যপাল - আরিফ মোহাম্মদ খান)।
✒️ কাঁচোথ উৎসব অনুষ্ঠিত হলো জম্মু ও কাশ্মীরে, (J&K গঠন (কেন্দ্রশাসিত অঞ্চল) - 31 অক্টোবর 2019, লেফটেন্যান্ট গভর্নর - মনোজ সিনহা)।
✒️ Microsoft Cloud for Retail লঞ্চ করল Sonata Software ও মাইক্রোসফট একত্রে, (Sonata Software সিইও - P. Srikar Reddy)।
✒️মধ্যপ্রদেশে ভারতের প্রথম বায়োমাস-ভিত্তিক হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি হবে, (তৈরি করবে Watomo Energies Ltd ও Biezel Green Energy একত্রে)।
✒️ MediBuddy এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন অমিতাভ বচ্চন।
✒️International Day of Women and Girls in Science পালন করা হয় 11 ফেব্রুয়ারি, (থিম Equity, Diversity, and Inclusion : Water Unites U)।
✒️ World Unani Day পালন করা হয় 11 ফেব্রুয়ারি, (প্রখ্যাত ভারতীয় ইউনানী চিকিৎসক ‘হাকিম আজমল খান' এর জন্মবার্ষিকী উপলক্ষে)।
✒️ Reimagining Museums Global Summit 2022 অনুষ্ঠিত হতে চলেছে 15-16 ফেব্রুয়ারি, (ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন G. Kishan Reddy)।
✒️ ‘মাঝি বসুন্ধরা’ অভিযানকে সমর্থন করার জন্য UNEP মহারাষ্ট্রের সাথে টাই-আপ করলো, (‘মাঝি বসুন্ধরা'- এর আভিধানিক অর্থ হল ‘আমার পৃথিবী’)।
✒️ আইপিএল 2022 এর নতুন দল Gujarat Titans, (অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া, Lucknow Super Giants এর অধিনায়কত্ব করবেন KI Rahul)।
✒️ ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে মুকেশ আম্বানি কে ছাপিয়ে গেলেন গৌতম আদানি, (তার মোট অর্থের পরিমাণ $88.5 বিলিয়ন)।
✒️ 2021 সালে সোনার দ্বিতীয় বৃহত্তম ক্রেতা RBI, (প্রথম স্থানে Central Bank of Thailand)।
✒️ University Grants Commission (UGC) এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন M Jagadesh Kumar, (হেডকোয়ার্টার - নিউ দিল্লি স্থাপনকাল - 1956 ) ।
✒️ গুরুগ্রাম, হরিয়ানার আরাবল্লী জীববৈচিত্র্য পার্ককে ভারতের প্রথম ‘অন্যান্য কার্যকর এলাকা-ভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা' (OECM) হিসেবে ঘোষণা করলো IUCN, (IUCN - হেডকোয়ার্টার গ্ল্যান্ড সুইজারল্যান্ড)।
✒️ Powerthon-2022 লঞ্চ করলেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং।