🔶 কুয়াশা
⏩ বায়ুপ্রবাহহীন রাত্রে ভূপৃষ্ঠের কাছাকাছি বিস্তীর্ণ অঞ্চলের বায়ুর উষ্মতা কোনো কারণে কমে গেলে ঐ স্থানের বায়ু ওর জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়।
বায়ুর উষ্মতা শিশিরাঙ্কের নীচে নেমে গেলে ওই বায়ুর কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভাসমান ধূলিকণা, কয়লার গুঁড়ো প্রভৃতির উপর জলকণার আকারে জমে বায়ুতে ভাসতে থাকে। একেই কুয়াশা বলে।
🔶 শহরাঞ্চল এবং শিল্পাঞ্চলে প্রায়ই কুয়াশা দেখা যায় কেন?
⏩ শহরাঞ্চল ও শিল্পাঞ্চলের বায়ুতে প্রচুর পরিমাণে ধূলিকণা ও কয়লার গুঁড়ো ভেসে থাকে। ঐ ধূলিকণা ও কয়লার গুঁড়োর ওপর বায়ুর জলীয় বাষ্প জমে কুয়াশার সৃষ্টি করে।
এই কারণে আসানসোল, দুর্গাপুর, কলকাতা প্রভৃতি শিল্পাঞ্চলে প্রায়ই ঘন কুয়াশা জমতে দেখা যায়।
এই সব অঞ্চলে ধোঁয়া ও কুয়াশা মিলে যে-ঘন আবরণ গড়ে তোলে তাকে ধোঁয়াশা বলে।
0 Comments