পর্যায় সারণি 150 MCQ Part 1

3000+ জেনারেল সাইন্স mcq Part 3 (50-100)


1.আধুনিক পর্যায় সূত্রের ধারণা দেন ?


📝ডোবারিনার  

📝নিউল্যান্ড 

📝মেন্ডেলিফ 

📝মোসলে☑️


Ans- D

(1869 সালে বিজ্ঞানী মোসলে আধুনিক পর্যায় সূত্র ধারণা দেন)


2. আধুনিক পর্যায় সূত্রটি দাঁড়িয়ে আছে ?


📝পারমাণবিক সংখ্যার ওপর ☑️

📝পারমাণবিক আকারের উপর 

📝পারমানবিক আয়তনের উপর 

📝পারমাণবিক গুরুত্বের উপর


Ans- A

(মেন্ডেলিফের পর্যায় সূত্র পারমাণবিক ভরের উপর ভিত্তি করে গঠিত।)


 3. আধুনিক পর্যায় সারণিতে মৌল গুলোর শ্রেণীবিভাগ যে সূত্রের উপর ভিত্তি করে করা হয়েছে?


📝বোরের মডেল 

📝ডি ব্রগলি সূত্র ☑️

📝 নিউ ল্যান্ড সূত্র 

📝রাদারফোর্ড মডেল


Ans- B


4. মেন্ডেলিফের পর্যায় সারণির আধুনিক সংরক্ষণে পর্যায় ও শ্রেণি সংখ্যা হল যথাক্রমে ?


📝6 ও 9 

📝7 ও 9 ☑️

📝7 ও 18

📝6 ও 7


Ans- B


5. 1913 সালে বিজ্ঞানী মোসলে গবেষণার ফলে জানা যায় যে একটি মৌলের -


📝পারমাণবিক ভরের চেয়ে পারমাণবিক সংখ্যা বেশি গুরুত্বপূর্ণ ☑️

📝পারমাণবিক সংখ্যা চেয়ে পারমাণবিক ভর বেশি গুরুত্বপূর্ণ

📝পারমাণবিক ভর ও পারমাণবিক সংখ্যা সমান গুরুত্বপূর্ণ

📝নিউট্রন সংখ্যার চেয়ে পারমাণবিক ভর বেশি গুরুত্বপূর্ণ


Ans- A


6. ক্ষারীয় মৃত্তিকা ধাতু গুলির কোন ধর্ম পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায় ?


📝আয়নন বিভব 

📝তাদের হাইড্রাইড যৌগের দ্রাব্যতা 

📝তাদের সালফেট যৌগের দ্রাব্যতা 

📝তড়িৎ ঋণাত্মকতা☑️


Ans-D


7. প্রথম সন্ধিগত সন্ধিগত মৌলগুলি আধুনিক পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত ?


📝তৃতীয় পর্যায় 

📝চতুর্থ পর্যায় ☑️

📝ষষ্ঠ পর্যায় 

📝সপ্তম পর্যায়ে


Ans- B


8. নাইট্রোজেন যে পর্যায়ের মৌল তাহলো ?


📝প্রথম পর্যায়ে 

📝দ্বিতীয় পর্যায়ে ☑️

📝তৃতীয় পর্যায়ে 

📝চতুর্থ পর্যায়


Ans- B


9. কোনটির ব্যাসার্ধ বড় -


📝K+

📝Cl-☑️

📝Al

📝Ca+²


Ans- B


10. মেন্ডেলিফের পর্যায় সূত্রে গুরুত্ব দেয়া হয়েছে ?


📝পারমাণবিক সংখ্যার উপর 

📝পারমাণবিক গুরুত্বের উপর ☑️

📝প্রোটন সংখ্যার উপর 

📝নিউট্রন সংখ্যার উপর


Ans- B


11. ত্রয়ী সূত্র এর প্রবর্তক হলেন ?


📝ডোবারিনার ☑️

📝নিউল্যান্ড 

📝মেন্ডেলিফ 

📝মোজলে


Ans- A


12. নিম্নলিখিত কোনটি ইলেকট্রন বিন্যাস 2s²2p⁵ হবে ?


📝ক্ষার ধাতু 

📝অক্সিজেন পরিবার 

📝নাইট্রোজেন পরিবার

📝হ্যালোজেন পরিবার☑️


Ans- D


13. দীর্ঘ পর্যায় সারণী রচিত হয়েছে কিসের ভিত্তিতে ?


📝 পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে

📝 পরমাণুর ইলেকট্রন বিন্যাস এর ভিত্তিতে☑️

📝 পরমাণু তে উপস্থিত প্রোটন সংখ্যার ভিত্তিতে

📝 পরমাণু উপস্থিত নিউট্রন সংখ্যার ভিত্তিতে


Ans- B


14. সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি ?


📝Na

📝Fe

📝Hg

📝Cs☑️


Ans-D

[Cs( সিজিয়াম) সবচেয়ে সক্রিয় ধাতু গাঢ় পারমাণবিক সংখ্যা- 55]


15. কোন দুটি শ্রেণীর উপশ্রেণী নেই ?


📝 শ্রেণি 1 & 2

📝 শ্রেণি 3 & 4

📝 শ্রেণি 5 & 6

📝 শ্রেণি 7 & 0☑️


Ans- D


16. প্রথম পর্যায়ে মাত্র দুটি মৌল জায়গা পেয়েছে। মৌল দুটি গ্যাসীয় এই পর্যায়কে বলে -


📝প্রথম হ্রস্ব পর্যায় 

📝প্রথম দীর্ঘ পর্যায় 

📝দ্বিতীয় দীর্ঘ পর্যায় 

📝অতি হ্রস্ব পর্যায়☑️


Ans- D


17. মৌল গুলিকে পর্যায়ক্রমে সাজাতে গিয়ে অষ্টক সূত্র প্রবর্তন করেন ?


📝 মেন্ডেলিফ

📝 ডোবারিনার

📝 নিউল্যান্ড☑️

📝 লোথারমেয়ার


Ans- C


18. তথ্য গুলির মধ্যে কোনটি মেন্ডেলিফের পর্যায় সূত্রের ব্যতিক্রম নির্দেশ করে ?


📝Na এর পূর্বে Ne এর অবস্থান

📝Zn এর পূর্বে Cu এর অবস্থান

📝Ni এর পূর্বে Co এর অবস্থান☑️

📝Ar এর পূর্বে Cl এর অবস্থান


Ans- C


19. মুদ্রা ধাতু গুলি কোন গ্রুপে অবস্থিত ?


📝গ্রুপ l A

📝গ্রুপ ll A 

📝গ্রুপ l B☑️

📝গ্রুপ ll B


Ans- C


20. ক্ষার ধাতু গুলি পর্যায় সারণির যে গ্রুপে অবস্থিত তা হল ?


📝 গ্রুপ llB

📝 গ্রুপ llA 

📝 গ্রুপ l A☑️

📝 গ্রুপ B


Ans- C


21. ল্যান্থানাইড ও এক্টিনাইটস মৌল গুলি আধুনিক পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থিত ?


📝 3

📝 4 ☑️

📝 5

📝 6


Ans- B


22. Cu, Ag, Au এই মৌল গুলিকে বলা হয় ?


📝ক্ষার ধাতুর 

📝মুদ্রা ধাতু ☑️

📝ক্ষারীয় মৃত্তিকা ধাতু 

📝সংকর ধাতু


Ans- B


23. দ্বিতীয় পর্যায়ের মৌল গুলির মধ্যে ধাতু হলো ?


📝Li☑️

📝B

📝C

📝N


Ans- A


24. প্রতিনিধি মৌল বলতে বোঝায় ?


📝S ব্লক মৌল কে 

📝P ব্লক মৌল কে 

📝S অথবা P ব্লক মৌল কে 

📝S ও P ব্লক মৌল কে☑️


Ans- D


25. সেতু মৌল বা (Bridge element) বলতে বুঝায় ?


📝প্রথম পর্যায়ের মৌল গুলিকে 

📝প্রথম শ্রেণীর মৌলগুলোকে 

📝দ্বিতীয় পর্যায়ের মৌল গুলিকে ☑️

📝দ্বিতীয় শ্রেণীর মৌলগুলোকে


Ans- C

দ্বিতীয় পর্যায়ের মৌল গুলিকে সেতু মৌল বলে ,কারণ এদের ধর্ম পরের পর্যায়ে কোনাকুনিভাবে অবস্থিত মৌল গুলির ধর্মের সঙ্গে সাদৃশ্য হয় ।


26. সবচেয়ে ভারী ধাতুটি অবস্থান করে পর্যায় সারণির ?


📝ষষ্ঠ পর্যায় গ্রুপ VllA☑️

📝পঞ্চম পর্যায় গ্রুপ llA

📝চতুর্থ পর্যায় গ্রুপ VllA

📝পঞ্চম পর্যায় গ্রুপ llA


Ans- A


27. সবচেয়ে হালকা ধাতু টি অবস্থান করে পর্যায় সারণি ?


📝চতুর্থ পর্যায় গ্রুপ VlA

📝দ্বিতীয় পর্যায় গ্রুপ lA☑️

📝 চতুর্থ পর্যায়ে গ্রুপ VllA

📝ষষ্ঠ পর্যায় গ্রুপ llA


Ans- B


28. দ্বিতীয় পর্যায় কি বলে ?


📝প্রথম হ্রস্ব পর্যায় ☑️

📝দ্বিতীয় হ্রস্ব পর্যায় 

📝অতি হ্রস্ব পর্যায় 

📝এদের কোনটাই নয়


Ans- A


29. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 1s²2s²2p⁶3s²3p¹ পর্যায় সারণিতে মৌলটির টর অবস্থান কী হবে ?


📝তৃতীয় পর্যায় শ্রেণি lll☑️

📝 তৃতীয় পর্যায় শ্রেণী lV

📝 চতুর্থ পর্যায় শ্রেণি lll

📝 তৃতীয় পর্যায় শ্রেণী ll


Ans- A


30. যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 24 সেই মৌলের পর্যায় সংখ্যা শ্রেণি সংখ্যা যথাক্রমে ?


📝4,1

📝4,5

📝4,6☑️

📝3,1


Ans- C

[ 24 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস -

1s²2s²2p⁶3s²3p⁶4s¹3d⁵

সুতরাং মৌলটি p ব্লকের মৌল । শ্রেণি সংখ্যা যথাক্রমে 3d ও 4s উপকক্ষ এর মোট ইলেকট্রন সংখ্যা =[ 5+1] = 6 , পর্যায় সংখ্যা = পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষে মুখ্য কোয়ান্টাম সংখ্যা = 4 ]


31. পর্যায় সারণির কোন গ্রুপে কঠিন, তরল ও গ্যাসীয় তিন ধরনের মৌল দেখা যায় ?


📝lllA

📝VllA

📝VlB

📝VllB☑️


Ans- D


32. কোন জোড়াটি এক‌ই পর্যায়ভুক্ত ?


📝Na, Ca☑️

📝Li, Na

📝Na, Si

📝এর কোনটাই না


Ans- A


33. তৃতীয় পর্যায়ের আটটি মৌলের মধ্যে অধাতু হল ?


📝Na

📝Mg

📝Al

📝Si☑️


Ans- D


34. P, Q , R , S এই 4 টি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 12, 19, 29 ও 36 হলে কোনটি অসঙ্গতিপূর্ণ ?


📝P - s ব্লকের মৌল

📝Q - s ব্লকের মৌল

📝R - d ব্লকের মৌল

📝S - f ব্লকের মৌল☑️


Ans- D



35. যদি কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক 33 হয় তবে মৌলটির পর্যায় সারণীতে অবস্থান করে তা হল ?


📝প্রথম শ্রেণি 

📝তৃতীয় শ্রেণি 

📝পঞ্চম শ্রেণি ☑️

📝সপ্তম শ্রেণি


Ans- C

[ পরমাণু ক্রমাঙ্ক 33 হলে ইলেকট্রন বিন্যাস হবে - 1s²2s²2p⁶3s¹3p⁶3d¹⁰4s²4p³

সুতরাং পর্যায় সারণিতে অবস্থান, পর্যায় -4, শ্রেণি-5 ]


36. A মৌলটি পর্যায় সারণির তৃতীয় পর্যায়ের অবস্থিত । এর সবচেয়ে বাইরের কক্ষে পাঁচটি ইলেকশন আছে মৌলটি হল ?


📝অক্সিজেন 

📝সিলিকন 

📝ফসফরাস ☑️

📝সালফার


Ans- C


37. পারমাণবিক ক্রমাঙ্কের কোন জোড়াটি s ব্লক মৌল দের সাথে সম্পর্কিত ?


📝7 ,15

📝6,12

📝9, 17

📝3, 12☑️


Ans- D


38. দুটি আদর্শ মৌলের নাম হল ?


📝Mg, Al

📝Li, Na☑️

📝Na, Si

📝এদের কোনোটিই নয়


Ans- B

দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌল গুলিকে আদর্শ মৌল বলা হয়। কারণ এই পর্যায়ের মৌল গুলি একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে নবম তম মৌলের বৈশিষ্ট্য এক হয়।


39. দুটি মৌল A ও C এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 17 ও 20, A ও C দ্বারা গঠিত যৌগের আণবিক সংকেত হবে ?


📝AC²

📝A²C

📝CA²☑️

📝C²A


Ans- C


40. A,B,C চিহ্নিত তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-2, Z, Z+1 এদের মধ্যে B একটি নিষ্ক্রিয় গ্যাস হলে তথ্য গুলির মধ্যে কোনটি ঠিক হবে না ?


📝A এর তড়িৎ ঋণাত্মকতা সবথেকে বেশি 

📝B এর আয়নীভবন সবচেয়ে বেশি 

📝A , C দ্বারা গঠিত যৌগের সংকেত হবে AC²☑️

📝C যৌগটি তড়িৎযোজী হবে


Ans- C


41. রঙিন জটিল যৌগ গঠন করে কোন ব্লকের মৌল ?


📝s

📝p

📝d☑️

📝f


Ans- C


42. কোন শ্রেণীর মৌল গুলি তেজস্ক্রিয় ?


📝 ল্যান্থানাইড শ্রেণি

📝 অ্যাক্টিনাইড শ্রেণি ☑️

📝 সন্ধিগত মৌল

📝 অভ্যন্তরীণ সন্ধিগত মৌল


Ans- B


43. 10,18 ,36, 54 ও 86 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল গুলি হল ?


📝 মুদ্রা ধাতু 

📝 ক্ষারীয় মৃত্তিকা ধাতু

📝 হ্যালোজেন 

📝 নিষ্ক্রিয় গ্যাস☑️


Ans- D


44. মৌল গুলির মধ্যে কোনটি তরল অবস্থায় থাকে না ?


📝Hg

📝Li☑️

📝Ga

📝Br


Ans- B

[ Hg- পারদ, পারমাণবিক সংখ্যা 80,

Li- সোডিয়াম, পরমাণুর সংখ্যা 11 ,

Ga- গ্যালিয়াম, পারমাণবিক সংখ্যা 31,

Br- ব্রোমিন, পারমাণবিক সংখ্যা 35 ]

পারদ তরল ধাতু, ব্রোমিন তরল অধাতু


45. যে দুটি মৌলের মধ্যে কোনাকুনি সম্পর্ক আছে তারা হল ?


📝Li, Na

📝B, Al

📝Be, Mg

📝B, Si☑️


Ans- D


46. Li , Na এর রাসায়নিক ধর্ম একই হয় কারণ ?


📝 এরা একই শ্রেণিতে অবস্থান করে

📝 উভয়ই আয়নীভবন মান সমান

📝 এদের পরস্পরের কোনাকুনি সম্পর্ক রয়েছে☑️

📝 উভয়ের ইলেকট্রন আসক্তির মান সমান


Ans- C


47. পর্যায় সারণিতে কতগুলো বিরল মৃত্তিকা মৌল আছে ?


📝8

📝14☑️

📝16

📝18


Ans- B

বিরল মৃত্তিকা মৌল ল্যান্থানাইড (58-71)- ষষ্ঠ পর্যায়ের মৌল ।


48. ধর্ম গুলির মধ্যে কোনটি পর্যায় সারণির শ্রেণী বরাবর পরিবর্তিত হয় না ?


📝ইলেক্ট্রোনেগেটিভিটি 

📝পরমাণুর আকার 

📝ইলেকট্রন আসক্তি 

📝যোজক ইলেকট্রন☑️


Ans- D


49. Na, Mg ,Al এর পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম হল -


📝Al > Mg > Na

📝Mg > Na > Al

📝Al > Na > Mg

📝Na > Mg > Al


Ans- D


50. ক্ষার ধাতু গুলির আয়নায়ন শক্তি কম হয় এরা ?


📝 দুর্বল জারক দ্রব্য

📝 শক্তিশালী বিজারক☑️

📝 শক্তিশালী জারক 

📝 দুর্বল বিজারক


Ans- B

Next>>

Tags
3000+ জেনারেল সাইন্স প্রশ্নোত্তর পর্ব পর্যায় সারণি 150 MCQ

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. DseqDecember 9, 2022 at 12:10 AM

    Download free General Knowledge Questions and Answers free.

    ReplyDelete

Top Post Ad

Below Post Ad