রেলওয়ে গ্রুপ ডি প্রাকটিস সেট
Railway group d practice set 2
1.যে সত্যাগ্রহ আন্দোলন নাগপুরে শুরু হয়েছিল 1930 সালে সেটি
A.লবণ সত্যাগ্রহ
B.ব্যক্তিগত সত্যাগ্রহ
C.রায়াত সত্যাগ্রহ
D.পতাকা সত্যাগ্রহ
4
2.নিচে দেওয়া কোনটি বৌদ্ধ ধর্মের একটি শাখা নয়
A.মহাযান
B.হীনযান
C.দিগম্বর
D.থেরাভদ
3
3.দিল্লি যখন ভারতের রাজধানী হয়েছিল তখন ভাইসরয় কে ছিলেন
A.লর্ড কার্জন
B.লর্ড মিন্টো
C.লর্ড হার্ডিঞ্জ
D.লর্ড ওয়েভলি
3
4.কে স্থাপন করেছিলেন ইন্ডিয়ান সিভিল লিবারটিজ ইউনিয়ন 1936 সালে
A.সুভাষচন্দ্র বসু
B.বালগঙ্গাধর তিলক
C.জহরলাল নেহেরু
D.রাজেন্দ্র প্রসাদ
3
5.কোন বিশেষ সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কম করা হয়
Aজরুরি অবস্থার সময়
B.স্টেট ইমার্জেন্সি
C.আর্থিক জরুরি অবস্থার সময়
D.ওপরের কোনোটিই নয়
3
6.রাজস্থান ভারতের প্রথম রাজ্য হল
A.স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার চালু করার বিষয়ে
B.মন্ডল ব্যবস্থা চালু করার জন্য
C.চেয়ারপারসনের সরাসরি নির্বাচন বিষয়ে
D.চেয়ারপারসন নির্বাচন অপ্রত্যক্ষভাবে করার বিষয়ে
1
7.রাজ্যে মূল প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করেন
A.মুখ্যমন্ত্রী
B.মন্ত্রিপরিষদ
C.রাজ্যপাল
D.হাইকোর্টের প্রধান বিচারপতি
1
8.Suffrage এর অর্থ কি
A.এমন আইন প্রণয়ন করা যা দুর্দশা বাড়ায়
B.ভোট দানের ক্ষমতা
C.নিজেদের ভোট কোন ধনী ব্যক্তিকে দেওয়ার ক্ষমতা
Dকেবলমাত্র গরিবদের ভোট দেবার ক্ষমতা
2
9.হাইকোর্টের বিচারপতিদের মেয়াদ ফুরানোর আগেই অযোগ্যতার কারণে অপসারিত করতে পারেন
A.ভারতের প্রধান বিচারপতি
B.হাইকোর্টের প্রধান বিচারপতি
C.রাষ্ট্রপতি সংসদের দুই পক্ষের সুপারিশ পেলে
F.সংসদের দুই কক্ষ বিশেষে সংখ্যাগরিষ্ঠতার ধারা
3
10.সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সংবিধানের ধারা টি হল
A.14
B.19
C.29
D.32
3
11.ভারতে ক্যাবিনেট মিশন কে পাঠানো হয়েছিল
A.জাতীয় সরকার তৈরীর জন্য
B.ক্ষমতা হস্তান্তরের জন্য সাংবিধানিক ব্যবস্থা করার কারণে
C.আলী জিন্নাহর পাকিস্তানের দাবি মেনে নেওয়ার জন্য
D.ভারতকে স্বাধীনতার না দেওয়ার জন্য
2
12.সবচেয়ে বেশি বয়সে কে ব্রিটিনের সিংহাসনে বসে ছিলেন
A.রানী ভিক্টোরিয়া
B.দ্বিতীয় রানী এলিজাবেথ
C.রানী মেরী টুডর
D.রানি অ্যানে
2
13.খিলাফত আন্দোলন শুরু হয়েছিল যার অবমাননার প্রতিবাদে
A.তুর্কির খলিফা
B.আগা খান
C.মোহাম্মদ আলী জিন্নাহ
D.আবুল কালাম আজাদ
1
14.নিচের কোন ব্যক্তি অল ইন্ডিয়া মুসলিম লীগ স্থাপন করেছিলেন
A.সৈয়দ আহমেদ খান
B.মোহাম্মদ আলী
C.আগা খান
D.হামিদ আলী খান
3
15.গান্ধীজী যে স্থানে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন তা হল
A.চম্পারন
B.চৌরিচৌরা
C.বারদৌলি
D.সবরমতী
1
16.ডোলড্রামস বেল্ট কোথায় অবস্থিত
A.ইকুয়েডরের কাছে
B.মিলন ছেলের কাছে
C.ট্রপিক অফ ক্যান্সার
D.ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন
1
17.সাতপুরা ও বিন্দা পর্বত এর মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত
A.গোদাবরী
B.গণ্ডক
C.তাপ্তি
D.নর্মদা
4
18.মুম্বাই হাই ওয়েল ফিল্ড অবস্থিত
A.আরব সাগরের শৈল পার্বত্য অঞ্চলে
B.পশ্চিমের উপকূলীয় সমভূমি তে
C.পশ্চিম ঘাটে
D.দাক্ষিণাত্য অভ্যন্তর অংশ
1
19.পলঘাট যে দুটি রাজ্য কে সংযুক্ত করে
A.সিকিম ও পশ্চিমবঙ্গ
B.মহারাষ্ট্র ও গুজরাট
C.কেরালা ও তামিলনাড়ু
D.অরুণাচল প্রদেশ ও সিকিম
3
20.সমুদ্রে যত গভীরতা পর্যন্ত উদ্ভিদ দেখতে পাওয়া যায়
A.20 মিটার
B.200 মিটার
C.1000 মিটার
D.2000 মিটার
2
WBP PRACTICE SET >
21.ঠান্ডা অঞ্চলে পশুদের গায়ে লোম থাকে কারণ
A.জলের হাত থেকে বাঁচাতে
B.বাতাস আটকে শরীর গরম রাখতে
C.শত্রুর হাত থেকে বাঁচাতে
D.সুন্দর দেখানোর জন্য
2
22.হিউমাস কি
A.পাথরে দেখতে পাওয়া যায় জীবাশ্ম
B.সমস্ত যৌগিক পদার্থ মাটির সঙ্গে মিশে গিয়েছে
C.মাটিতে যে সার দেওয়া হয়
D.উদ্ভিদের যে বিশেষ ব্যক্তি দেখতে পাওয়া যায়
2
23.Lockjaw হচ্ছে একটি pathological অবস্থা
A.ডিপথেরিয়া
B.পোলিও
C.প্যারালাইসিস
D.টিটেনাস
4
24.নিচে দেওয়া কোন উভচর প্রাণীর জিব্বা নেই
A.স্ফেনোডন
B.স্যালাম্যান্ডার
C.ইচথিওফিস
D.নেকটার্ন
3
25.নিচে দেওয়া কোন অঙ্গটি গ্লাইকোজেন কে গ্লুকোজে পরিণত করেন ও রক্ত পরিশুদ্ধ করে
A.যকৃত
B.কিডনি
C.ফুসফুস
D.প্লীহা
1
26.তারের resistance সম্বন্ধীয় যে ভুল তথ্যটি দেওয়া রয়েছে তা চিহ্নিত করো
A.এটি তারের উপাদানের উপর নির্ভর করে
B.এটি সরাসরি আনুপাতিক তারের দৈর্ঘ্য সঙ্গে
C.এটি সরাসরি আনুপাতিক তারের cross sectional area এর উপর
D.ধাতুর তারের resistance বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধি পেলে
3
27.কোন electromagnetic radiation ব্যবহার করা হয় উপগ্রহের সঙ্গে যোগাযোগ রাখার জন্য
A.আল্ট্রাভায়োলেট
B.ইনফ্রারেড
C.মাইক্রোওয়েভ
D.মিলিমিটার ওয়েভ
3
28.সৌর কোষ গুলি যে নীতির ভিত্তিতে কাজ করে
A.ফটোভোলাটিক ইফেক্ট
B.ফটো ইলেকট্রিক ইফেক্ট
C.ফটোকন্ডাক্টিভ এফেক্ট
D.সালোকসংশ্লেষ
1
29.ROM যে প্রোগ্রাম রাখে তাকে বলে
A.সফটওয়্যার
B.ফ্রী ফায়ার
C.ফার্মওয়্যার
D.কোনোটিই নয়
3
30.A bug in a program হচ্ছে একটি
A.স্টেটমেন্ট
B.এরর
C.সিনট্যাক্স
D.ওপরের কোনোটিই নয়
2
31.নিচের কোন উপাদানটি প্রকৃতিতে পাওয়া যায় না অথচ কৃত্তিম ভাবে উৎপাদন করা যায়
A.থোরিয়াম
B.রেডিয়াম
C.প্লুটোনিয়াম
D.ইউরেনিয়াম
3
32.Chloroform ব্যবহার করা যায়
A.অ্যানালজেসিক
B.অ্যানাস্হেটিক
C.অন্টিমালারিয়াল
D.এন্টিবায়োটিক
2
33.লৌহ আকরিক থেকে লোহা যে পদ্ধতিতে তৈরি করা হয়
A.অক্সিডেশন
B.রিডাকশন
C.ফ্রাকশনাল ডিস্টিলেশন
D.ইলেকট্রোলাইসিস
2
34.বেশি মাত্রায় নাইট্রোজেন ও ফসফরাস থাকলে যা ঘটে
A.ইউট্রোফিকেশন
B.হার্টলেস
C.আলকালিনিটি
D.অ্যাসিডিটি
1
35.বায়ুমন্ডলে যত খানি পর্যন্ত গ্যাস পাওয়া যায়
A.100 কিমি
B.150 কিমি
C.200 কিমি
D.300 কিমি
3
36.নদীতে মাছ না থাকা কিসের ইঙ্গিত
A.ডিগ্রেডেশন জোন
Bঅ্যাক্টিভ জোন
C.রিকভারি জোন
D.কোনোটিই নয়
1
37.মিনামাটা অসুখ হওয়ার কারণ
A.লেড
B.সায়ানাইড
C.মার্কারি
D.মিথাইল আইসোসায়ানাইড
3
38.বরাহমিহির ছিলেন একজন
A.জ্যোতির্বিদ
B.মহাকাশচারী
C.স্পেস শাটল
D.পাওয়ার স্টেশন
1
39.সমুদ্রপথে ভারতে আসার রাস্তা আবিষ্কার করেছিলেন
A.ভাস্কো ডা গামা
কলম্বাস
ম্যাগেলান
হেরনি
1
40.বিখ্যাত গ্রন্থ A better India: A better world এর লেখক কে
A.আজিম প্রেমজি
B.রাজিব সিক্রি
C.নারায়ণ মূর্তি
D.প্রেমা মহাজন'
3
41.কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিশুদের মধ্যে নারী পুরুষের অনুপাত সবচেয়ে কম
A.দাদরা ও নগর হাভেলি
B.চন্ডিগড়
C.আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
D.দমন ও দিউ
2
42.বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মুখ্য কার্যালয় কোথায়
A.হেগ
B.নিউ ওয়ার্ক
C.জেনেভা
D.ওয়াশিংটন
3
43.নিচে দেওয়া অট্টালিকা ও সৌদ গুলির মধ্যে কোনটি সবচেয়ে উঁচু
A.আইফেল টাওয়ার
B.বুর্জ খালিফা
C.স্ট্যাচু অফ লিবার্টি
D.কুতুব মিনার
2
44.দৌড় প্রতিযোগিতায় ব্যবহৃত হয়
A.দেওয়াল ঘড়ি
B.স্টপ ওয়াচ
C.রিস্ট ওয়াচ
D.হাত ঘড়ি
2
45.অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন
A.অ্যাভোগাড্রো
B.মিলিকান
C.চার্লস বয়েল
D.উপরের কোনোটিই নয়
2
46.শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন
A.অশোক
B.সমুদ্র গুপ্ত
C.হর্ষবর্ধন
D.স্কন্দগুপ্ত
3
47.আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে
A.রামতনু লাহিড়ী
B.দয়া নন্দ সরস্বতী
C.রাজা রামমোহন রায়
D.নারায়ণ গুরু
2
48.আলীগড় আন্দোলনের জনক কে ছিল
A.রাজা রামমোহন রায়
B.স্যার সৈয়দ আহমেদ খান
C.রামগোপাল ঘোষ
D.রামতনু লাহিড়ী
2
49.ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোনটি
A.পিনচ
B.মানস
C.নাগার্জুন
D.করবেট
3
50.নিচের কোন ব্যক্তি রাজনীতিক ছিলেন না
A.আই কে গুজরাল
B.সুন্দরলাল বহুগুণা
C.জয়ললিতা
D.হেমবতী
2
Download PDF Click Here >>>
.......................................................................................
0 Comments