🔶 ২৫,২৭১ জন কনস্টেবল ও রাইফেলম্যান নেবে চার কেন্দ্রীয় বাহিনী, সেক্রেটারিয়েট সিকিউরিটিফোর্স ও অসম রাইফেলস। কনস্টেবল নিয়োগ করা হবে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সশস্ত্র সীমা বল, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ এবং সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্সে।
রাইফেলম্যান নিয়োগ করা হবে অসম রাইফেলসে। মহিলারাও আবেদনের যোগ্য। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন এস), এন আই এ, এস এস এফ অ্যান্ড‘ কনস্টেবলস (জিডি) ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সি এ পি এফ রাইফেলম্যান (জি ডি) ইন অসম রাইফেলস এক্সামিনেশন, ২০২১'-এর হবে। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষাকেন্দ্র মাধ্যমে। প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা হবে। পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা আছে।
🔶 শূন্যপদের বিবরণ:
কনস্টেবল:বর্ডার সিকিউরিটি ফোর্স:
🔸পুরুষ:
৬৪১৩টি (সাধারণ ২৬৯০, তফসিলি ,জাতি ১০২৬, তসিলি উপজাতি ৬০৩, ও বি সি ১৪৫৩, আর্থিক ভাবে *. অনগ্রসর ৬৪১)।
🔸মহিলা: ১১৩২টি (সাধারণ ৪৭৮, তফসিলি জাতি ১৭৬, তফসিলি উপজাতি ১১০, ও বি সি ২৫৫, আর্থিক ভাবে অনগ্রসর ১১৩)।
🔶সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফার্স
🔸পুরুষ:
৭৬১০টি (সাধারণ ৩২১৭, তফসিলি জাতি ১১৩৩, তফসিলি উপজাতি ৭৮৬, ও বি সি ১৭১৪, আর্থিক ভাবে অনগ্রসর ৭৬০)।
🔸মহিলা:
৮৫৪টি (সাধারণ ৩৫৯, তফসিলি জাতি ১২৮, তফসিলি উপজাতি ৮৬, ও বি সি ১৯৩, আর্থিক ভাবে অনগ্রসর ৮৮)।
🔶 সশস্ত্র সীমা বল:
🔸পুরুষ: ৩৮০৬টি (সাধারণ ১৬১৬, তফসিলি জাতি ৬০৪, তফসিলি উপজাতি ৩১৪, ও বি সি ৮৯২, আর্থিক ভাবে অনগ্রসর ৩৮০)। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ পুরুষ: ১২১৬টি (সাধারণ ৫৬৩, তফসিলি জাতি ১৭৭, তাফসিলি উপজাতি ১৩১, ও বি সি ২৫০, আর্থিক ভাবে অনগ্রসর ৯৫)।
🔸মহিলা: ২১৫টি (সাধারণ ১১৭, তফসিলি জাতি ২৮, তফসিলি উপজাতি ২০, ও বি সি ৪২, আর্থিক ভাবে অনগ্রসর ৮)।
🔶সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স:
🔸পুরুষ: ১৯৪টি (সাধারণ ৮৪, তফসিলি জাতি ২৮, তফসিলি উপজাতি ১০, ও বি সি ৪৯, আর্থিক ভাবে অনগ্রসর ১৯)।
🔸মহিলা: ৪৬টি (সাধারণ ২১, তফসিলি জাতি ৭, তফসিলি উপজাতি ৩, ও বি সি ১১, আর্থিক ভাবে অনগ্রসর ৪) ।
🔶রাইফেলম্যান: অসম রাইফেলস:
🔸পুরুষ: ৩১৮৫টি (সাধারণ ১৩৫৪, তফসিলি জাতি ৩৯১, তফসিলি উপজাতি ৫০৮, ও বি সি ৬১৫, আর্থিক ভাবে অনগ্রসর ৩১৭)।
🔸মহিলা: ৬০০টি (সাধারণ ২৫৫, তফসিলি জাতি ৭১, তফসিলি উপজাতি ৯৯, ও বি সি ১১৫, আর্থিক ভাবে অনগ্রসর ৬০)।
👉 মোট শূন্যপদের ১০ শতাংশ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।
🔶 শিক্ষাগত যোগ্যতা: সব ক্ষেত্রেই মাধ্যমিক।
বয়স: সব ক্ষেত্রেই ১-৮-২০২১ তারিখে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২-৮-১৯৯৮ থেকে ১-৮-২০০৩-এর মধ্যে। বয়সে তফসিলিরা ৫, ও বি সিরা ৩ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
🔶 দৈহিক মাপজোক: পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৭০ সেমি (গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে ১৫৭ সেমি, তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ১৬২.৫ সেমি, নকশাল-অধ্যুষিত জেলাগুলির তফসিপি উপজাতিসের ক্ষেত্রে ১৬০ সেমি), গর্তি না-ও ফুলিয়া যথাক্রমে ৮০ ও ৮৫ সেমি (তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে যথাক্রমে ৭৬ ও ৮১ সেমি, গোর্গ প্রার্থীর ক্ষেত্রে যথাক্রনে ৭ ৮১ (স)। ক্ষেত্রে উচ্চতা ১৫৭ সেমি (গোর্খা প্রার্থীর ক্ষেত্রে ১৫২.৫ স, উপজাতিদের ক্ষেত্রে ১৫০ (সম, নল-অধ্যুসিত জেলাগুলির উপজাতিসের ক্ষেত্রে ১৪৭.৫ সেমি)। সব ক্ষেত্রেই উচ্চতা অনুযায়ী ওজন পা হবে। দৃষ্টিশক্তি: সব ক্ষেত্রেই চশনা ছাড়া দূরের ক্ষেত্রে ভালো চোপে ৬/৬, পারাপ চোশে ৬/৯ হতে হবে। রং চেনার ক্ষনতা উচ্চ মানের হতে হবে। ভাঙা হাঁট, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, তিশর্ক চাহমি থাকলে চলবে না।
🔶বেতন ক্রম: সব ক্ষেত্রেই ২১,৭০০-৬১, ১০০ টাকা।
🔸প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা, দৈহিক সক্ষমতার পরীক্ষা, দৈহিক মাপজোক যাচাই ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে।
🔸কম্পিউটার-বেসড পরীক্ষায় ১০০টি অবজেক্টিভ ধরনের প্রশ্ন হবে এই সব বিষয়ে জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং, জেনারেল না ও অ্যাওয়্যারনেস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, ইংরিজি বা হিন্দি। প্রতিটি বিষয়ে ২৫টি করে প্রশ্ন হবে, প্রতি প্রশ্নের মান ১। সময় দেড় ঘণ্টা।
🔸পশ্চিমবঙ্গে পরীক্ষার কেন্দ্রগুলি হল (বন্ধনীতে সেন্টার কোড): কলকাতা (৪৪১০), হুগলি (৪৪১৮), শিলিগুড়ি (৪৪১৫)।
🔸দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে—
পুরুষদের ক্ষেত্রে: ২৪ মিনিটে ৫ কিলোমিটার দৌড় মহিলাদের ক্ষেত্রে সাড়ে ৮ মিনিটে ১.৬ কিলোমিটার দৌড়)। প্রাক্তন সমরকর্মীদের দৈহিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে না।
🔸অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: www.ssc.nic.in প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন দরখাস্তের শেষ তারিখ ৩১ আগস্ট 2021।
🔸দরখাস্ত করার আগে রেজিস্ট্রেশন করাতে হবে। মনে রাখবেন, অনলাইন আবেদনের সময় প্রার্থীর জে পি জি ফর্ম্যাটে স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) এবং সই (১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে রেজিস্ট্রেশন আই ডি ও পাসওয়ার্ড পাবেন । এগুলি ব্যবহার করে অনলাইন দরখাস্ত করতে হবে। রেজিস্ট্রেশন ব্যবস্থাটি এককালীন। যাঁরা আগেই রেজিস্ট্রেশন করেছেন তাঁদের আর নতুন করে রেজিস্ট্রেশনের দরকার নেই। পুরনো রেজিস্ট্রেশন আই ডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন দরখাস্ত করা যাবে।
🔸ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি জমা দেওয়া যাবে অনলাইন-অফলাইন উভয় পদ্ধতিতেই। অনলাইনে ফি জমা দেওয়া যাবে নেট ব্যাঙ্কিং বা ভিসা বা মাস্টার কার্ড বা মায়েস্ত্রো বা রুপে ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা ভিম ইউ পি আই-এর মাধ্যমে। অফলাইনে ফি জম্য দিতে পারেন চালানের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কোনও শাখায়। ২ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে এবং ৭ সেপ্টেম্বর পর্যন্ত অফলাইনে ফি জমা দেওয়া যাবে। তবে, অফলাইনের ক্ষেত্রে ৪ সেপ্টেম্বরের মধ্যে চালান ডাউনলোড করবেন। অনলাইনে ফি জমা দিলে ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি নিজের কাছে রেখে দেবেন। পরে কাজে লাগবে। মহিলা প্রার্থী, তফসিলি জাতি ও উপজাতি এবং প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না।
🔸খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট। অথবা যোগাযোগ করতে পারেন স্টাফ সিলেকশন কমিশনের পূর্বাঞ্চলীয় অফিসের এই ঠিকানায়:
Regional Director (ER), Staff Selection Commission, 1st MSO Building, (8th Floor), 234/4, Acharya Jagadish Chandra Bose Road, Kolkata, West Bengal 700020.
🔸আগ্রহীরা দেখতে পারেন এই ওয়েবসাইটটিও : www.sscer.org
0 Comments