🖋️কর্মদিশারী 📚
🔸নমস্কার বন্ধুরা,
🔸 আজকাল রেলের পরীক্ষায় বেশিরভাগ জেনারেল সাইন্স কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন থাকছে। তাই আমাদের এই ওয়েবসাইট থেকে জেনারেল সাইন্স এবং জেনারেল নলেজ নিয়ে প্রায় 3000+প্রশ্ন উত্তর থাকছে। আশা করি তোমাদের রেলের পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায় কাজে লাগবে।
1. প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন?
ⓐ কপিল দেব
ⓑ অনিল কুম্বলে
ⓒ রবি শাস্ত্রী
ⓓ হরভজন সিং
2. প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমী পুরস্কার পান?
ⓐ মহাশ্বেতা দেবী
ⓑ মহাদেবী বর্মা
ⓒ অমৃতা প্রীতম
ⓓ ইন্দিরা গোসল
3. কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বনিম্ন?
ⓐ পুদুচেরি
ⓑ দমন ও দিউ
ⓒ লাক্ষাদ্বীপ
ⓓ আন্দামন নিকোবর
4. প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন?
ⓐ অরুনিমা সিনহা
ⓑ বাচেন্দ্রী পাল
ⓒ সমিনা বেগ
ⓓ উপরের কেউ না
5. মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে বলে?
ⓐ archaeology
ⓑ histeriogeography
ⓒ Numismatics
ⓓ Epigraphy
6. PAN শব্দটির পুরো নাম কি?
ⓐ permanent account number
ⓑ payment account number
ⓒ passbook account number
ⓓ present account number
7. গ্রেট ব্যারিয়ার রিফ হল?
ⓐ পর্বতশ্রেণী
ⓑ প্রবাল সংগঠন
ⓒ মানুষ নির্মিত দেওয়াল
ⓓ সুনামি
8. বাংলাদেশের প্রচলিত মুদ্রা হলো?
ⓐ রুপি
ⓑ রুপিয়া
ⓒ টাকা
ⓓ কিয়াত
9. ব্রাজিলের রাজধানী হল?
ⓐ ব্রাসিলিয়া
ⓑ সালভাদর
ⓒ রিও ডি জেনিরো
ⓓ হাভানা
10. কোন রাষ্ট্রের জনসংখ্যা সর্বাধিক?
ⓐ ইন্দোনেশিয়া
ⓑ রাশিয়া
ⓒ চীন
ⓓ ভারত
11. কোনটি ভারতের সবচেয়ে পুরনো পত্রিকা?
ⓐ ক্যালকাটা রিভিউ
ⓑ ইন্ডিয়া টুডে
ⓒ কাদম্বিনী
ⓓ দৈনিক সমাচার
12. কোন রাষ্ট্রে বৃহত্তম তৈল ক্ষেত্র রয়েছে?
ⓐ ভেনেজুয়েলা
ⓑ ইরান
ⓒ সৌদি আরব
ⓓ রাশিয়া
13. প্রথম কোন ভারতীয় অলিম্পিকে একক প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপদক পান?
ⓐ কেভি যাদব
ⓑ পি টি ঊষা
ⓒ অভিনব বিন্দ্রা
ⓓ সি কে নাইডু
14. প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিটে প্রকাশ পায়?
ⓐ ইন্দিরা গান্ধী
ⓑ সরোজিনী নাইডু
ⓒ মীরাবাঈ
ⓓ রানী লক্ষ্মীবাঈ
15. মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে বলে?
ⓐ Ophiology
ⓑ etiology
ⓒ herpetology
ⓓ Pisciculture
16. পৃথিবীর বৃহত্তম হ্রদ হল?
ⓐ সুপিরিয়র হ্রদ
ⓑ ভিক্টোরিয়া হ্রদ
ⓒ কৃষ্ণ সাগর
ⓓ কাস্পিয়ান সাগর
17. ফ্রান্সের রাজধানীর নাম?
ⓐ প্যারিস
ⓑ জাকার্তা
ⓒ স্টকহোম
ⓓ স্ট্রাসবার্গ
18. ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে?
ⓐ সরোজিনী নাইডু
ⓑ বিজয় লক্ষী পন্ডিতবিজয় লক্ষী পন্ডিত
ⓒ সুচেতা কৃপালনি
ⓓ শ্যামা দেবী
19. হেলসিংকি কোন দেশের রাজধানী?
ⓐ নরওয়ে
ⓑ সুইডেন
ⓒ ডেনমার্ক
ⓓ ফিনল্যান্ড
20. প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হন?
ⓐ আরতী সাহা
ⓑ সন্তোষ যাদব
ⓒ বুলা চৌধুরী
ⓓ বাচেন্দ্রী পাল