1st August Bengali Current Affairs 2022
✍️ World Day Against Trafficking in Persons দিবস পালন করা হয় 30 জুলাই, (এই বছরের থিম Use and abuse of technology)।
✍️স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ISRO $279 মিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জন করেছে, (ISRO-এর প্রতিষ্ঠিত হয় - 15ই আগস্ট, 1969)।
✍️বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিযুক্ত হলেন প্রণয় কুমার ভার্মা, (এর আগে তিনি ভিয়েতনামে ছিলেন)।
✍️GIFT-City-এ আন্তর্জাতিক বুলিয়ন এক্সচেঞ্জ IIBX চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, (GIFT-City গুজরাটের গান্ধীনগর অবস্থিত)।
✍️ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী মহিলাদের অধিকার সচেতনতার জন্য ‘মাহতারি ন্যায় রথ’ চালু করলেন, (ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী - ভূপেশ বাঘেল)।
✍️300 বছরের মধ্যে সবচেয়ে বড় গোলাপী হীরা "লুলো রোজ" অ্যাঙ্গোলায় পাওয়া গেছে, (এটি একটি 170-ক্যারেট গোলাপী হীরা, এটির ওজন 34 গ্রাম)।
✍️ভারতের প্রথম শিক্ষাদানকারী রোবট চালু করা হলো ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুলে।
✍️2022-27 সেমিকন্ডাক্টর নীতি চালু করার জন্য প্রথম ভারতীয় রাজ্য হয়ে উঠলো গুজরাট।
✍️কমনওয়েলথ গেমস 2022: মীরাবাই চানু ভারতের প্রথম স্বর্ণপদক জিতলেন, (49 কেজি বিভাগে)।
No comments:
Post a Comment