KARMADISHARI

It is a Educational blog website. daily current affairs, Mock Test, jobs news,

Breaking






Aug 7, 2022

রূপান্তরিত শিলা/রূপান্তরিত শিলার উৎপত্তি ও শ্রেণীবিভাগ/Metamorphic Rock /Origin of Metamorphic Rock - Karmadishari


♦️রূপান্তরিত শিলা (Metamorphic Rock)



♦️রূপান্তরিত শিলার সংজ্ঞা (Definition) : 

✍️গ্রিক শব্দ 'মেটামোরফি (Metamorphy)-র বাংলা অর্থ 'রূপান্তর'। রূপান্তরিত শিলা পরিবর্তনশীল জগতের একটি প্রকৃষ্ট উদাহরণ। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানারকম প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের শিলাস্তর কোনো কোনো অঞ্চলে আগেকার বৈশিষ্ট্য হারিয়ে নতুন রূপ ধারণ করে। এভাবে যেসব শিলার উদ্ভব ঘটে, তাদের বলা হয় রূপান্তরিত শিলা (Metamorphic Rock) ।


♦️রূপান্তরিত শিলার উৎপত্তি (Origin of Metamorphic Rock) :

✍️প্রবল ভূ-আন্দোলনে ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাসমূহ ভূগর্ভে চাপা পড়ে যায়। যুগ যুগ ধরে চাপা পড়ে থাকার দরুন ভূগর্ভের চাপে ও তাপে, আবার কখনও বা রাসায়নিক বিক্রিয়ার ফলে ওইসব শিলা আগের চেয়ে অনেক বেশি শক্ত ও কেলাসিত (Crystalline) হয়। অর্থাৎ তখন তারা এক নতুন রূপ ধারণ করে। এভাবে পুরোনো শিলা নতুন রূপে আত্মপ্রকাশ করলে -তাকে বলা হয় রূপান্তরিত শিলা (Metamorphic Rock)


উদাহরণ (Example) : গ্রানাইট থেকে গ্রানাইট নিস, ব্যাসাল্ট থেকে অ্যাম্ফিবোলাইট,অগাইট থেকে হর্নব্লেন্ড, বেলেপাথর থেকে কোয়ার্টজাইট, কাদাপাথর বা শেল থেকে প্লেট, চুনাপাথর থেকে মার্বেল এবং অঙ্গারময় পিট কয়লার গ্রাফাইটে পরিণত হওয়া রূপান্তরিত শিলার উদাহরণ।


♦️রূপান্তরিত শিলার শ্রেণিবিভাগ (Classification of Metamorphic Rock) :

✍️আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত—তিন রকম শিলাই ভূ-আন্দোলনে ভূগর্ভে চাপা পড়ে গিয়ে প্রচণ্ড চাপ ও তাপের প্রভাবে রূপান্তরিত হয়। যেহেতু তিনরকম শিলারই রূপান্তর ঘটে, তাই উৎপত্তি অনুসারে রূপান্তরিত শিলাও তিন ভাগে বিভক্ত। যথা---- 

(ক) আগ্নেয় শিলা থেকে সৃষ্ট রূপান্তরিত শিলাসমূহ (Metamorphic Rocks created from Igneous Rock) : 

👉এরা হল- (i) গ্রানাইট থেকে নিস বা নাইস (Neiss), (ii) ব্যাসাল্ট থেকে অ্যাম্ফিবোলাইট, (iii) অগাইট থেকে হর্নব্লেন্ড ইত্যাদি।


(খ) পাললিক শিলা থেকে সৃষ্ট ৰূপান্তরিত শিলাসমূহ (Metamorphic Rocks created from Sedimentary Rock) : 

👉এরা হল- (i) বেলেপাথর থেকে কোয়ার্টজাইট, (ii) চুনাপাথর থেকে মার্বেল, (iii) কাদাপাথর বা শেল থেকে স্লেট ইত্যাদি।


(গ) রূপান্তরিত শিলা থেকে সৃষ্ট ৰূপান্তরিত শিলাসমূহ (Metamorphic Rocks created from Metamorphic Rock) : 

👉রূপান্তরিত বলতে নিস বা নাইসের ফিলাইটে  পরিণত হওয়া এবং ফিফ্লাইটের সিস্টে (Schist) পরিণত হওয়াকে বোঝায়।


✍️মানব জীবনে শিলার প্রভাব (Influence of Rock on the life of Human being) : 

চাষ-আবাদ, গৃহনির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, নলকূপ বসানো, খাল কাটা ইত্যাদি প্রতিটি কাজের জন্যে মানুষকে শিলার প্রকৃতির ওপর নির্ভর করতে হয় বলে মানুষের জীবনে শিলার গুরুত্ব অপরিসীম।


No comments:

Post a Comment