Breaking






Aug 16, 2022

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ। Sports authority of India recruitment/ আবেদন চলবে, ৫ই সেপ্টেম্বর পর্যন্ত - Karmadishari


Recruitment of sports authority of India



দেশের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তরফে ফিজিওথেরাপিস্ট, ফিজিওলজিস্ট সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশ তথা পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।


পদের নাম- 

Physiotherapist, Strength & Conditioning Expert, Physiologist, Psychologist, Biomechanics, Nutritionist, Biochemist.


মোট শূন্যপদ- 

১৩৮ টি। (UR- 58 OBC- 37, SC- 20 , ST- 10 EWS- 13)


শিক্ষাগত যোগ্যতা- 

যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্যপদ অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে ব্যাচেলর ডিগ্রী করা থাকতে হবে। সঙ্গে অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন- প্রতিমাসে বেতন ১,০৫,০০০/- টাকা।


আবেদন পদ্ধতি- 

ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।


আবেদনের শেষ তারিখ- 

৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।


🔸কোন পদে কত শূন্য পদ ,তা নিচে বিস্তারিত জানানো হলো

Physiotherapist- 42, 

Strength & Conditioning Expert-42, 

Physiologist-13, 

Psychologist-13, 

Biomechanics-13, 

Nutritionist-13, 

Biochemist-2


নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।


Download Notification Click here>>

Apply now Click here>>


No comments:

Post a Comment

Older Post Home