বহু প্রতিক্ষার অবসান হলো। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে কনস্টেবল লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব প্রার্থীরা পুলিশ বিভাগের কাজ করতে আগ্রহী তাদের জন্য বিরাট সুযোগ। বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 7,740 জন কনস্টেবল ও 1192 জন লেডি কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি নং- 01/2021/WBPRB
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- 20/01/2021
শূন্য পদ :--
কনস্টেবল পদে শূন্যপদ পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের শূন্যপদ হল 7740 জন
UR- 2640
UR- EC 1280
SC- 1120
SC EC-560
ST- 320
ST EC-160
OBC A-560
OBC A- EC240
OBC B- 400
OBC B EC- 160
পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পদের শূন্যপদ হলো 1192 জন
UR- 423
UR EC- 205
SC- 179
SC EC- 90
ST- 51
ST EC- 26
OBC A- 90
OBC A EC-38
OBC B- 64
OBC B EC- 26
বয়স কত লাগবে :--
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি 2021 হিসাবে। ST/SC রা পাঁচ বছরের ছাড় পাবেন এবং OBC তিন বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা :--
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক পাস অথবা তার সমতুল্য।
উল্লেখ্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এবং বাংলা ভাষা পড়তে ও লিখতে জানতে হবে। দার্জিলিং কালিম্পং জেলার আবেদনকারীর বাংলা ভাষা না জানলেও আবেদন করতে পারবেন।
শারীরিক যোগ্যতা :--
কনস্টেবল পদের বেলায় গোর্খা ,রাজবংশী ST বাদে সব ক্ষেত্রে উচ্চতা হতে হবে 167 সেমি। ওজন 57 কেজি। বুকের ছাতি 76 সেমি এবং 5 সেমি পর্যন্ত প্রসারণ এর ক্ষমতা থাকতে হবে।
লেডি কনস্টেবল পদের বেলায় গোর্খা, রাজবংশী ও ST বাদে সবার ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেমি। ওজন হতে হবে 49 কেজি।
কনস্টেবল পদের বেলায় 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার।
লেডি কনস্টেবল পদের বেলায় 4 মিনিটে 800 মিটার দৌড় সম্পন্ন করতে হবে।
পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর আবেদন পদ্ধতি :--
আবেদন করতে হবে অনলাইনে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন 22 শে জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত।
আবেদন ফি :--
জেনারেল ওবিসি আবেদনকারীদের ক্ষেত্রে 170 টাকা ও SC ও ST দের ক্ষেত্রে 20 টাকা প্রসেসিং ফি হিসেবে জমা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি :--
1. প্রিলিমিনারি পরীক্ষা 100 নম্বরের
2. Physical measurement test
3. Physical efficiency Test
4. Main exam 85 নম্বরের
5. পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ 15 নম্বর
পরীক্ষার সিলেবাস :--
প্রিলিমিনারি পরীক্ষায় মোট তিনটি বিষয় থেকে প্রশ্ন থাকবে---
1. জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ ( 50 নম্বর )
2. অ্যারিথমেটিক ( 30 নম্বর )
3. রিজনিং ( 20 নম্বর )
কনস্টেবল পদের মেন পরীক্ষার সিলেবাস :--
যেসব প্রার্থীরা প্রিলিমিনারি ও শারীরিক সমীক্ষায় উত্তীর্ণ হবেন তারাই একমাত্র মেন পরীক্ষা দিতে পারবেন। মেন পরীক্ষা হবে 85 নম্বরের। চারটি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে।
মেন পরীক্ষা যেসব বিষয় গুলি থেকে প্রশ্ন থাকবে---
1. জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ ( 25 নম্বর )
2. ইংরেজি ( 25 নম্বর )
3. অ্যারিথমেটিক ( 20 নম্বর )
4. রিজনিং এন্ড লজিক ( 15 নম্বর )
APPLY ONLINE CLICK HERE >>
OFFICIAL WEBSITE
OFFICIAL NOTICE Click here >>
NTPC QUESTION PAPER 2020-2021 >> Click here