WBP CONSTABLE PRACTICE SET
1.দীন-ই-ইলাহী ধর্মে ধর্মান্তরিত হতে এদের মধ্যে কে অস্বীকার করেছিলেন
a.মানসিংহ
b.টোডরমল
c.বীরবল
d.ভগবান
2. গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয়
a.1913
b.1917
c.1921
d.1925
3. হাইড্রোলিক প্রেস যন্ত্রে কোন নীতির সঙ্গে যুক্ত
a.আর্কিমিডিসের সূত্র
b.পাস্কাল এর সূত্র
c.রেনল্ড এর সূত্র
d.বার্নোলির সূত্র
4.2014 সালে কমনওয়েলথ গেমস ভারতে মোট কয়টি পদক প্রাপ্ত হয়েছিল
a.54
b.56
c.60
d.64
5. নিচের কোনটি কালিদাসের রচনা নয়
a.কুমারসম্ভবম
b.রঘুবংশম্
c.মেঘ প্রিয়
d.ঋতুর সমাহার
6.সাতবাহন রা কোন মুদ্রা বেশি ব্যবহার করত
a.ব্রোঞ্জ
b.তামা
c.সোনা
d.সিসা
7. পাচিত খাদ্য শোষণ কোথায় হয়
a.পাকস্থলী
b.ক্ষুদ্রান্ত্র
c.বৃহদন্ত্রের
d.কলোনে
8. এল নিনো আসলে কি
a.বায়ুমণ্ডলীয় ঘটনাবলী
b.পরিবেশগত ঘটনাবলী
c.সামুদ্রিক ঘটনাবলী
d.জলবায়ুগত ঘটনা
9. মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম গুলি V,J,L ও I আকৃতির হয়ে থাকে
a.প্রোফেজ
b.মেটাফেজ
c.এনাফেজ
d.টেলোফেজ
10. ভিটামিন E এর অভাবে কোন রোগ হয়
a.রিকেট রোগ
b.অ্যানিমিয়া
c.বন্ধ্যাত্ব
d.বেরিবেরি
11. রাজ্য আকস্মিক তহবিল কার তত্ত্বাবধানে থাকে
a.মুখ্যমন্ত্রী
b.রাজ্যপাল
c.মুখ্য সচিব
d.বিধানসভার স্পিকার
12. স্বত্ববিলোপ নীতি কে প্রচলন করেন
a.লর্ড ওয়েলেসলি
b.উইলিয়াম বেন্টিং
c.লর্ড ক্যানিং
d.লর্ড ডালহৌসি
13.পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে
a.মেদিনীপুর
b.মুর্শিদাবাদ
c.পুরুলিয়া
d.বর্ধমান
14. একটি আইসোটোপের অর্ধায়ু 2 ঘন্টা। 6 ঘন্টা পর আইসোটোপের কত শতাংশ অবশিষ্ট থাকবে ?
a.1/6
b.1/3
c.1/8
d.1/4
15. প্রাচীন ভারতের বিশিষ্ট আইন প্রণেতা কে ছিলেন
a.মনু
b.পাণিনি
c.কৌটিল্য
d.কোনোটিই না
16. কাচের পাত্রে বিক্রিয়া করে বলে নিচের কোন পদার্থটি কে কাঁচের পাত্রে রাখা যায় না
a.HNO3
b.HCL
c.HF
d.HBr
17. হিরাকুদ বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে
a.ব্রহ্মপুত্র
b.কৃষ্ণা
c.মহানদী
d.কাবেরী
18.পেশীর ক্লান্তি কিসের জন্য হয়
a.পাইরুভিক এসিড
b.ল্যাকটিক অ্যাসিড
c.ইউরিক অ্যাসিড
d.অ্যাসিটিক অ্যাসিড
19.অলিভার স্টোন কে ছিলেন
a.চলচ্চিত্র নির্মাতা
b.অভিনেতা
c.গীতিকার
d.উপন্যাসিক
20. নিচের মধ্যে ঋকবেদে উল্লেখিত প্রধান শস্য কোনটি
a.ভুট্টা
b.বার্লি
c.ধান
d.গম
21. ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত
a.দিল্লি
b.ভোপাল
c.দেরাদুন
d.লক্ষ্নৌ
22.মেন্ডেলিফের দ্বিসংকর জননের বহিরঙ্গের অনুপাত কি
a.9:3:3:1
b.1:1:1:1
c.9:3:4:1
d.9:4:3:2
23. ভূমি সংস্কার মূলত কাদের অর্থনৈতিক উন্নতি সাধন হয় করেছে
a.কৃষি শ্রমিক
b.বর্গাদার
c.ক্ষুদ্র চাষী
d.সমবায় চাষী
24. হেক্টর প্রতি চা উৎপাদনে কোন রাজ্য প্রথম
a.তামিলনাড়ু
b.অন্ধপ্রদেশ
c.আসাম
d.কর্ণাটক
25.ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন
a.জনগণের দ্বারা
b.লোকসভার সদস্যদের দ্বারা
c.রাজ্যসভার সদস্যদের দ্বারা
d.পার্লামেন্ট ও রাজ্য আইনসভার সদস্যদের নিয়ে
26. কার আমলে "জবত" ভূমি ব্যবস্থার প্রচলন হয়
a.আলাউদ্দিন খলজী
b.শেরশাহ
c.আকবর
d.শাহজাহান
27. যে কৃষ্ণ লাভা মৃত্তিকা সর্বাধিক উন্নত তুলা চাষ হয়
a.রেগুর
b.ল্যাটেরাইট
c.রাঙ্গামাটি
d.কোনোটিই নয়
28. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি আছে
a.হরিয়ানা
b.মধ্যপ্রদেশ
c.আসাম
d.অরুণাচল প্রদেশ
29. নিচের কোনটি জৈব সার
a.মিথেন
d.ফেনোল
c.ইউরিয়া
d.বেনজিন
30.বৌদ্ধ সংগীতি গুলির মধ্যে কনিষ্কের আমলে আয়োজিত হয়েছিল কোনটি
a.প্রথম
b.দ্বিতীয়
c.তৃতীয়
d.চতুর্থ
31.SI পদ্ধতিতে তাপমাত্রার একক কী
a.কেলভিন
b.সেলসিয়াস
c.ফারেনহাইট
d.কোনোটিই না
32. কতজন সদস্য দ্বারা স্বাক্ষরিত ভারতের জন্য খসড়া সংবিধান গৃহীত হয়
a.280 জন
b.283 জন
c.284 জন
d.285 জন
33. সাগরশশা এক ধরনের
a.উদ্ভিদ
b.অণুজীব
c.প্রাণী
d.মাছ ধরার নৌকা
34.কুতুবশাহী বংশ কোথায় শাসনকার্য চালানো
a.আহমেদনগর
b.গোলকুণ্ডা
c.বেরার
d.বিজাপুর
35. নিম্নলিখিত কোনটি বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত
a.কৃষ্ণা
b.মহানদী
c.গোদাবরী
d.কাবেরী
36. জামাকাপড় বিরঞ্জন এর সময় রংগুলি
a.জারিত হয়
b.বিজারিত হয়
c.উভয়ই হয়
d.বিয়োজিত হয়
37. নিচের কোনটি অনিয়তাকার পদার্থ
a.তুঁতে
b.কাচ
c.লবণ
d.বরফ
38. অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ কি ছিল
a.খিলাফত অন্যায়
b.রাওলাট আইন
c.জালিওনাবাগ এর হত্যাকান্ড
d.ভারত শাসন বিষয়ে নিয়ে অসন্তোষ
39. থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়
a.জিংক
b.কপার
c.লেড
d.লোহা
40.রাজস্থানের ক্ষেত্রী প্রকল্প কি উৎপাদনের জন্য বিখ্যাত
a.অ্যালুমিনিয়াম
b.তামা
c.জিংক
d.ইস্পাত
41. নিচের কোন রশ্মি টি সবথেকে বেশি বিপদজনক
a.আলফা
b.বিটা
c.গামা রশ্মি
d.রঞ্জন রশ্মি
42. IR 20 ও রত্না হল উচ্চ ফলনশীল
a.ধান
b.জোয়ার
c.বাজরা
d.গম
43. জাপানের পার্লামেন্ট কে কি বলে
a.ডায়েট
b.মেজিম
c.ভেইল
d.কটেজ
44.New lamps of old প্রবন্ধটি কে লিখেছিলেন
a.শ্রী অরবিন্দ ঘোষ
b.বালগঙ্গাধর তিলক
c.সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
d.জে এন ব্যানার্জি
45.পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের নির্ধারিত আসন সংখ্যা কত
a.20 শতাংশ
b.33 শতাংশ
c.30 শতাংশ
d.50 শতাংশ
46. গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন
a.অবর্তনে
b.কৌনজ
c.পাবা নগরী
d.কুশিনগর
47. কোন দেশে সর্বাধিক প্রবাল প্রাচীর দেখা যায়
a.পশ্চিম অস্ট্রেলিয়া
b.আফ্রিকা
c.ভারত
d.আমেরিকা
48. মেঘলা দিনে শিশির কম পরে কেন
a.মেঘ আদ্রতা ছড়ায়
b.জলের ব্যতিক্রমী প্রসারণ
c.মেঘ শিশির শোষণ করে
d.মেঘলা রাতে ভূপৃষ্ঠে তাপ বিকিরণ ধীরে ধীরে হয়
49. ভারতের কোন অভয়ারণ্য সর্বাধিক হাতি পাওয়া যায়
a.নন্দাদেবী
b.মানস
c.কাজিরাঙ্গা
d.দুধা
50. সর্বভারতীয় মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়
a.1906
b.1910
c.1908
d.1905
Download PDF & Answer paper Click Here >>>
.......................................................................................