প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স
1. Global Peace Index 2021-এ ভারতের স্থান কত?
🔸১৩৫ প্রথমস্থানে আছে আইসল্যান্ড
2.সম্প্রতি Puma India-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পুনরায় নিযুক্ত হলেন কে?
🔸ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং
3.World Competitiveness Index 2021-এ শীর্ষস্থানে আছে কোন দেশে ?
🔸সুইজারল্যান্ড; ভারতের স্থান ৪৩
4.দক্ষিণ কোরিয়ার সহয়তায় ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউট তৈরি করবে কোন দেশ?
🔸বাংলাদেশ
5.ভারতের WTO Mission-এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?
🔸আশীষ চন্দর্কার
6.International Criminal Court (ICC)-এর চিফ প্রসিকিউটর হিসাবে শপথ গ্রহণ করলেন কে?
🔸ব্রিটিশ আইনজীবী করিম খান
7.বিদেশ ভ্রমণের জন্য ভ্যাকসিন পাসপোর্ট ইস্যু করার ঘোষণা করলো কোন দেশ?
🔸 জাপান
৪.সম্প্রতি ৯১ বয়সে মারা গেলেন পদ্মশ্রীপ্রাপ্ত দৌড়বিদ
🔸মিলখা সিং
9.সম্প্রতি জি. আই ট্যাগ প্রাপ্ত জালগাঁও জাতের কলা দুবাইয়ে রপ্তানি করলো কোন দেশ?
🔸ভারত
10.মহারাষ্ট্রের করোনা ভ্যাকসিনেশন প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
🔸 মুকুন্দ গোসাবি