মহারানির ঘোষণাপত্র
🔶 ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর মহারানি ভিক্টোরিয়া আনুষ্ঠানিকভাবে ভারতের শাসনভার গ্রহণ করলেন। এই দিন এলাহাবাদে তৎকালীন বড়োেলাট ও প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং মহারানির একটি ঘোষণাপত্র পাঠ তথা প্রকাশ করেন। মহারানির ঘোষণাপত্রে বলা হয়—
(১) স্বত্ববিলোপ নীতি প্রত্যাহার করা হবে। নতুন করে কোনো দেশীয় রাজ্য অধিকার করা হবে না।
(২) ভারতবাসীর পুরাতন রীতিনীতি ও ঐতিহ্যকে রক্ষা করা হবে।
(৩) জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ করা হবে।
(৪) দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শিল্প উন্নতি ও জনগণের মঙ্গল সাধনের জন্য যথাযথ চেষ্টা করা হবে।
মহারানির ঘোষণাপত্রের মাধ্যমে ভারতবাসীর মনে যে আশার সঞ্চার হয়েছিল তা কয়েক বছরের মধ্যেই নিরাশায় পরিণত হয়েছিল।
Vlo
ReplyDelete