দ্রুতি, দ্রুতির একক ও মাত্রা, বিভিন্ন এককের সঙ্গে সম্পর্ক Speed Units Relations Between Others Units


 দ্রুতি (Speed)



⏩ সংজ্ঞা:

✴️ সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে দ্রুতি বলে।


⏩ দূরত্ব সবসময় বস্তু দ্বারা অতিক্রান্ত পথ বরাবর পরিমাপ করা হয়। অর্থাৎ দুরত্ব পরিমাপ করার জন্য বস্তুটি সরল অথবা বক্রপথে যতটা পথ অতিক্রম করে তার দৈর্ঘ্য নির্ণয় করতে হয়। সুতরাং,


✴️ দ্রুতি (v) = মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য / মোট সময় 


দ্রুতি একটি স্কেলার রাশি

👉 কোনো বস্তু কর্তৃক অতিক্রান্ত পথের কোনো নির্দিষ্ট দিক নেই। যেমন ‘একটি ট্রেন 2 ঘণ্টায় 50 কিমি পথ অতিক্রম করেছে'—এই উক্তিটি গতির কোনো নির্দিষ্ট দিক নির্দেশ করে না। সাধারণভাবে ট্রেনটির গতিপথ কখনও সোজা, আবার কখনও আঁকাবাঁকা। তাই দ্রুতিরও কোনো নির্দিষ্ট দিক নেই। যে ভৌতরাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই তাকে স্কেলার রাশি বলে। সুতরাং, দ্রুতি একটি স্কেলার রাশি।


দ্রুতির একক:

✴️ অতিক্রান্ত পথের দৈর্ঘ্যের একক / সময়ের একক


⏩ বিভিন্ন একক পদ্ধতিতে এই এককগুলি হল,


🔸সি জি এস পদ্ধতিঃ সেমি/সে (cm/s), 

🔸এফ পি এস পদ্ধতি: ফুট / সে (ft/s).

🔸এম কে এস পদ্ধতি বা এস আই: মি/সে (m/s)


⏩ বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক:

🔸1 মি/সে = 3.28 ফুট/সে = 100 সেমি/সে


এছাড়া মাইল/ঘণ্টা (mile/hr বা mph) এবং কিমি/ঘণ্টা (km/hr বা kmph) একক দুটিও বহুল প্রচলিত।


⏩ মাত্রা দ্রুতির মাত্রা =L/T

🔸অতিক্রান্ত পথের দৈর্ঘ্যের মাত্রা / সময়ের মাত্রা


Tags
জেনারেল সাইন্স ভৌত বিজ্ঞান
  • Newer

  • Older

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad