একটি ভালো তুলাযন্ত্রের কী কী গুণ থাকা আবশ্যক?
Ans. ভালো তুলাযন্ত্রের প্রয়োজনীয় গুণাবলী :
🔸তুলাদণ্ডের দুই বাহুর দৈর্ঘ্য এবং তুলাপাত্র দুটির ভর সমান হবে।
🔸তুলাযন্ত্রটি সুবেদী (Sensitive) হবে। যে তুলা যন্ত্র ভরের সামান্য পার্থক্য মাপতে পারে, সেই তুলাযন্ত্রকে সুবেদী তুলা যন্ত্রের বলে।
👉তুলাদণ্ডটি হালকা এবং ওর বাহুর দৈর্ঘ্য বেশি হলে তুলাযন্ত্রটি সুবেদী হয়।
👉যে ধর্মের জন্য সাধারণ তুলা যন্ত্র সামান্যতম ভরের পার্থক্য নির্দেশ করে, তাকে তুলা যন্ত্রের সুবেদিতা বলে।
🔸তুলাযন্ত্রটি সুস্থিত (Stable) হবে। অর্থাৎ, তুলাদণ্ডটির আন্দোলন যেন বেশিক্ষণ স্থায়ী না হয়।
🔸তুলাযন্ত্রটি দৃঢ় (Rigid) হবে। অর্থাৎ, তুলা যন্ত্রের বিভিন্ন অংশগুলি মজবুত হবে।
🔸 তুলাযন্ত্রটি নির্ভুল (True) হবে। অর্থাৎ, তুলাপাত্র দুটি খালি রেখে চাবি ঘুরিয়ে তুলাদণ্ডকে ওপরে তুললে সূচকটি স্কেলের শূন্য (0) দাগের সঙ্গে মিলে থাকবে অথবা শূন্য (0) দাগের দু'পাশে সমান ঘর পর্যন্ত দোল খাবে।