ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য Key features of the Indian Constitution


ডারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যসমূহ


🔶 মূল সংবিধানের প্রস্তাবনা (Preamble)-তে ভারত ছিল একটি—‘সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র'।



🔶 1976 সালে 42তম সংশোধনীতে ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ' শব্দ দুটি যোগ করার পর রাষ্ট্র হিসেবে ভারতের বর্ণনা হল— সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র' (Sovereign, Socialist, Secular, Democratic Republic)।ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মাত্র একবারই সংশোধিত হয়েছে।



🔶 সার্বভৌম হওয়ার অর্থ অভ্যন্তরীণ এবং বিদেশি বিষয়ে ভারত অন্যের ওপর কোনোভাবে নির্ভরশীল নয়। ভারত সম্পূর্ণ স্বাধীন। 




🔶 ভারতে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রয়াসের ফলে ‘সমাজতান্ত্রিক’ শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছে। তবে এই শব্দটি যুক্ত হওয়ায় ভারতে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, একথা মনে করার কোনো কারণ নেই।



🔶 ধর্মনিরপেক্ষ হওয়ার অর্থ রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় উপাসনা ও ধর্মপ্রচারের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। 



🔶 কাঠামোগত দিক থেকে ভারতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে সমস্ত নাগরিক সমানভাবে অংশগ্রহণ করতে পারে।



🔶 প্রজাতান্ত্রিক রাষ্ট্র হওয়ার অর্থ ভারতে রাজতন্ত্র নেই এবং উত্তরাধিকার সূত্রে রাষ্ট্র প্রধানের পদ এখানে লাভ করা যায় না। সর্বোচ্চ ক্ষমতা রয়েছে নাগরিকদের হাতে। জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে যে-কোনো নাগরিক রাষ্ট্রপতি থেকে শুরু করে যে-কোনো নিম্নতন পদের দাবিদার হতে পারেন।



🔶 ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত এটি মূলনীতি হল—'ন্যায় (Justice), স্বাধীনতা (Liberty), সাম্য (Equality) ও সৌভ্রাতৃত্ব (Fraternity)'।



🔶 ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, এটি আংশিক নমনীয় ও আংশিক অনমনীয় সংসদীয় শাসনব্যবস্থা ও যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা লক্ষ করা যায়। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য, ধর্মনিরপেক্ষতা, স্বাধীন বিচারব্যবস্থা, ক্ষমতার উৎসরূপে জনগণ, দুই কক্ষবিশিষ্ট সংসদ, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, একক নাগরিকত্ব, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক প্রজাতন্ত্র, পঞ্চায়েতিরাজ ইত্যাদি বিষয়ে বিস্তৃত ব্যাখ্যা রয়েছে।




🔶 বর্তমানে ভারতীয় সংবিধানে প্রায় 25 টি অংশে 448টি ধারা (Article), অসংখ্য উপধারা, 12টি তফশিল (Schedule)



🔶 সংবিধানের দ্বিতীয় অংশের (Part II) 5-11 নং ধারায় ভারতীয় প্রজাতন্ত্রে নাগরিকত্বের প্রকৃতি বর্ণিত আছে। 



🔶 ভারতীয় সংবিধানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, সংবিধানের 370 নং ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল।

 কিন্তু বর্তমানে 370 নম্বর ধারা তুলে নেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments