রাষ্ট্রসঙ্ঘের গঠন , উদ্দেশ্য ও সদস্য দেশ structure, principal of United nations organisation


United nation organisation

রাষ্ট্রসংঘ


🔶 প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তির লক্ষ্য নিয়ে গঠিত ‘লিগ অব্ নেশনস’-এর ব্যর্থতার দরুন শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাই নতুন করে বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 'রাষ্ট্রসংঘ’ গঠনের উদ্যোগ নেওয়া হয়।


🔶 ‘রাষ্ট্রসংঘ’ গঠনের জন্য একটি চার্টার-এর খসড়া প্রস্তুতির লক্ষ্য নিয়ে 1945 সালের 25 এপ্রিল থেকে 26 জুন পর্যন্ত সানফ্রান্সিসকো শহরে বিশ্বের 50টি দেশের প্রতিনিধিরা এক অধিবেশনে মিলিত হন।

🔶 'United Nations' নামটি দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট

🔶 অধিবেশনে অংশগ্রহণকারী 50টি দেশ 1945 সালের 26 জুন তারিখে স্বাক্ষর করে। পোল্যান্ড এই অধিবেশনে উপস্থিত না থেকেও পরে স্বাক্ষর করে প্রতিষ্ঠাতা সদস্যের মর্যাদা পায়।

🔶 আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রসংঘ কার্যকর হয় 1945 সালের 24 অক্টোবর। তারপর থেকে ওই দিনটি প্রতিবছর ‘রাষ্ট্রসংঘ দিবস’ (UN Day) হিসেবে পালিত হয়।

🔶 দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1942 সালের 1 জানুয়ারি United Nations (রাষ্ট্রপুঞ্জ) শব্দটি প্রথম ব্যবহৃত হয়। ‘রাষ্ট্রপুঞ্জ’-কে বিশ্বের বিবেক বলা হয়।

🔶 ‘রাষ্ট্রপুঞ্জ’ সার্বভৌম রাষ্ট্রসমূহের একটি সংগঠন। বর্তমানে 193টি দেশ এর সদস্য। রাষ্ট্রপুঞ্জের আওতায় 18টি স্বাধীন সংস্থা ও 14টি বিশেষ কার্যক্রম রয়েছে। সর্বশেষ বা 193তম সদস্য দেশ হিসেবে সাউথ সুদান 2011 সালের 14 জুলাই রাষ্ট্রপুঞ্জের সদস্য হয়।



রাষ্ট্রসঙ্ঘের মূল উদ্দেশ্য গুলি কি কি -


1. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা।

2. রাষ্ট্রগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।

3. আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্বের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সমস্যাসমূহের সমাধান তথা মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা রক্ষা।

4.উল্লিখিত লক্ষ্যগুলি পুরণে বিভিন্ন রাষ্ট্রের উদ্যোগে ঐক্যসূত্র আনতে একটি মণ্য হিসেবে কাজ করা।


রাষ্ট্রসংঘের সদস্য দেশ কোনগুলি



🔶 রাষ্ট্রসংঘের পাঁচ স্থায়ী সদস্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চিন। 

🔸1971 সালে চিন রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্যের মর্যাদা লাভ করে। 

🔸1971 সালেই তাইওয়ানের সদস্যপদ খারিজ হয়। রাষ্ট্রপুঞ্জের প্রতিষ্ঠাতা সদস্য চেকোস্লোভাকিয়া ও যুগোস্লাভিয়ার দেশ হিসেবে এখন আর অস্তিত্ব নেই।


🔸এগুলি ভেঙে নতুন রাষ্ট্র গড়ে উঠেছে। 1945 সালের 30 অক্টোবর ভারত রাষ্ট্রসংঘের সদস্যপদ লাভ করে।

🔸ভ্যাটিকান সিটি রাষ্ট্রসংঘের সদস্য নয়।



রাষ্ট্রসঙ্ঘের সরকারি ভাষা গুলি কি কি


🔸রাষ্ট্রসংঘের সরকারি ভাষার সংখ্যা 6 টি–চিনা (Chinese), ইংরেজি (English), ফরাসি (French), রুশ (Russian), স্পেনীয় (Spanish) এবং আরবি (Arabic)। 

👉 এর মধ্যে প্রথম 5টি ভাষা রাষ্ট্রসংঘের সূচনা থেকেই স্বীকৃতি পেয়েছে, তবে আরবি ভাষাটি 1973 সালে সাধারণ সভা এবং 1982 সালে নিরাপত্তা পরিষদ দ্বারা গৃহীত হয়। 

🔸রাষ্ট্রসংঘের কাজকর্মের ভাষা ইংরেজিফরাসি



রাষ্ট্রসঙ্ঘের পতাকা


🔸হালকা নীলের ওপর কেন্দ্রস্থলে সাদা রঙে রাষ্ট্রসংঘের প্রতীক অঙ্কিত। বিশ্ব মানচিত্রকে বেষ্টন করে দুটি জলপাই গাছের শাখা (শান্তির প্রতীক)—এই হল রাষ্ট্রসংঘের প্রতীক। 
🔸1947 সালের 20 অক্টোবর সাধারণ সভা এই পতাকা গ্রহণ করে।


রাষ্ট্রসঙ্ঘের গঠন


🔶 রাষ্ট্রসঙ্ঘের প্রধান অঙ্গ গুলি কি কি-


1. সাধারণ সভা (The General Assembly)

2. সচিবালয় (The Secretariat)

3. নিরাপত্তা পরিষদ (The Security Council) 

4. অছি পরিষদ (The Trusteeship Council)

5. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (The Economic and Social Council) 

6. আন্তর্জাতিক বিচারালয় (The International Court of Justice)

Tags
ভারতীয় সংবিধান Notes

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. UnknownSeptember 16, 2021 at 7:40 PM

    Nice

    ReplyDelete

Top Post Ad

Below Post Ad