পশ্চিম মধ্য রেল 2226 ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ apprentice recruitment Western railway apply online


Apprentice recruitment Western railway apply online



তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইস্ট সেন্ট্রাল রেল। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ অনুসারে এই প্রশিক্ষণ দেওয়া হবে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, কার্পেন্টার সহ আই টি আইয়ের বিভিন্ন ট্রেডে দানাপুর, ধানবাদ, মোগলসরাই-সহ বিভিন্ন ডিভিশন এবং ওয়ার্কশপে। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে।

 এই প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নম্বর: RRC/ECR/HRD / Act. App/ 2021-22.


আসনসংখ্যার বিবরণ: 


🔸দানাপুর ডিভিশন Danapur division

ফিটার: ২০১টি। ওয়েল্ডার: ৮টি। মেকানিক (ডিজেল): ৩৭টি। রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক:৭৫টি। ফর্জার অ্যান্ড হিট ট্রিটার: ২৪টি। কার্পেন্টার: ৯টি। ইলেক্ট্রনিক মেকানিক: ১৪২টি। পেইন্টার (জেনারেল): ৭টি। ইলেক্ট্রিশিয়ান: ১৪৬টি। ওয়্যারম্যান: ২৬টি।


🔸ধানবাদ ডিভিশন Dhanbad division

ফিটার: ৪১টি। টার্নার: ২৩টি। মেশিনিস্ট: ৭টি। কার্পেন্টার: ৪টি। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ৪৪টি। মেকানিক ডিজেল (ফিটার): ১৫টি। ওয়্যারম্যান: ২২টি।


🔸পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্লান্ট ডিপো pandit dindayal Upadhyay plant depot

ফিটার: ৫৮টি। মেশিনিস্ট: ১৩টি। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ১৩টি। ইলেক্ট্রিশিয়ান: ৫টি। মেশিনিস্ট/গ্রাইন্ডার: ১৫টি। টার্নার: ১৩টি। মেকানিক মোটর ভেহিক্যল: ৯টি। মেকানিক (ডিজেল): ৯টি।



🔸সমস্তিপুর ডিভিশন Samastipur division

ফিটার: ১৬টি। টার্নার: ৫টি। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড হাইজি ইলেক্ট্রিক): ৫টি। ইলেক্ট্রিশিয়ান: ১২টি। দিয়ে ি ইলেক্ট্রনিক্স/মেকানিক্যাল: ১২টি। পেইন্টার/জেনারেল: ২টি। কার্পেন্টার: ২টি। মেকানিক (ডিজেল): ২২টি। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: ৫টি।



🔸পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডিভিশন pandit dindayal Upadhyay division

ফিটার: ৪৯১টি। মেশিনিস্ট: ৪টি। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ২৪টি। ইলেক্ট্রিশিয়ান: ৩৯টি। মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স: ২টি। টার্নার: ৬টি। ওয়্যারম্যান: ৬৯টি। মেকানিক ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান: ২টি। মেটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট মেকানিক-কাম-অপারেটর: ৫টি।


🔸ভোপাল ডিভিশন Bhopal division

এ সি মেকানিক: ৯টি। ব্ল্যাকস্মিথ: ১৬টি। কম্পিউটার অপারেটর-কাম-প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ৬০টি। কেবল জয়েন্টার: ৩টি। কার্পেন্টার: ২৫টি। ডিজেল মেকানিক: ৪২টি। ড্রাফটসম্যান (সিভিল): ১০টি। ইলেক্ট্রিশিয়ান ১৯৪টি। ইলেক্ট্রনিক মেকানিক: ৯টি। ফিটার: ১২৬টি। মেশিনিস্ট: ১০টি। ম্যাসন: ২৩টি। পেইন্টার: ১৮টি। স্টেনোগ্রাফার (হিন্দি): ৭টি। স্টেনোগ্রাফার (ইংলিশ): ৭টি। সার্ভেয়র: ১টি। ওয়েল্ডার: ৫৬টি। ওয়্যারম্যান: ২৪টি।


🔸কোটা ডিভিশন Kota division

 ইলেক্ট্রিশিয়ান: ১০৭টি। ফিটার: ১১০টি। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ৩৩টি। পেইন্টার জেনারেল: ৫৮টি। ম্যাসন: ৫৮টি। কার্পেন্টার: ৬২টি ইলেক্ট্রনিক্স: ৪৬টি। প্লাম্বারঃ ৫৮টি। ব্ল্যাকস্মিথ: ৫৮টি। ওয়্যারম্যান: ২৮টি। কম্পিউটার অপারেটর-কাম-প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ২০টি। মেশিনিস্ট: ১০টি। টার্নার: ২টি। ড্রাফটসম্যান: ৩টি। স্টেনোগ্রাফার (হিন্দি) ৫টি। স্টেনোগ্রাফার (ইংলিশ): ৫টি।


🔸কোটা ওয়ার্কশপ Kota workshop

ফিটার: ৭০টি। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ৬৬টি। কম্পিউটার অপারেটর-কাম-প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ৩টি। পেইন্টার: ১১টি। মেশিনিস্ট: ১০টি।


🔸ভোপাল ওয়ার্কশপ Bhopal workshop

ফিটার: ৪৫টি। কম্পিউটার অপারেটর-কাম-প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ৮টি। ড্রাফটসম্যান মেকানিক্যাল: ১টি। ড্রাফটসম্যান সিভিল: ১টি। কার্পেন্টার: ২০টি। সিউয়িং টেকনোলজি (কাটিং অ্যান্ড টেলরিং): ৫টি। প্লাম্বার: ৮টি। ওয়েল্ডার: ২৮টি। পেইন্টার (জেনারেল): ৬টি। ইন্ডাস্ট্রিয়াল পেইন্টার: ৪টি। মেকানিক (মোটর ভেহিক্যল): ৪টি। মেকানিক (ডিজেল): ৫টি। মেকানিক (ট্রাক্টর): ২টি। মেশিনিস্ট: ২টি। টার্নার: ৩টি। স্টেনোগ্রাফার-কাম-সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট (হিন্দি): ৩টি। স্টেনোগ্রাফার-কাম-সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট (ইংলিশ): ৩টি।


🔸জব্বলপুর ডিভিশন Jabalpur division

কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট:১৪টি। স্টেনোগ্রাফার (হিন্দি): ৬টি।


সরকারি নিয়মানুসারে তফসিলি, ও বি সি, আর্থিকভাবে অনগ্রসর, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের জন্য আসন সংরক্ষিত থাকবে।


শিক্ষাগত যোগ্যতা: মোট অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক। সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট কোর্স পাশ।


বয়স: ১-১-২০২২ তারিখে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। তফসিলিরা ৫, ও বি সিরা ৩, দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে।


অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https:// wer.indianrailways.gov.in. প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন আবেদনের শেষ তারিখ ১০ নভেম্বর।


অনলাইন আবেদনের সময় আপলোড করতে হবে এই সব নথিপত্র √ প্রার্থীর জে পি জি বা জোগপ ফর্ম্যাটে স্ক্যান করা রঙিন ফটো ও সই (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), বয়স এবং শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র, /টেড সার্টিফিকেট, / প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট এবং ও বি সি সার্টিফিকেট, দৈহিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট, / প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ডিসচার্জ বা সার্ভিং সার্টিফিকেট, আর্থিক ভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট (প্রতিটি ৫০ থেকে ২০০ কেবি সাইজের মধ্যে)।


ফি বাবদ অনলাইনে দিতে হবে ১০০ টাকা। ফি জমা দিতে পারবেন ই-ওয়ালেট বা ডেবিট বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ফি জমা দিয়ে পাওয়া ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। মহিলা, তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের কোনও ফি লাগবে না।


অনলাইনে আবেদনপত্র যথাযথ ভাবে সাবমিটের পর পূরণ করা আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটিও কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রেখে দেবেন। পরে কাজে লাগবে।


খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।


Apply onlineClick hare >>

Official website Click hare >>

Post a Comment

0 Comments