Weekly current affairs -15 January to 21 January 2022 - Karmadishari
✒️ ভারতের প্রথম প্যারা-ব্যাডমিন্টন একাডেমি চালু হলো লখনউতে, (2024 প্যারালিম্পিক অনুষ্ঠিত হবে প্যারিস, ফ্রান্সে
✒️ তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে সফলভাবে বিকাশ ইঞ্জিন পরীক্ষা করলো ISRO, (Gaganyaan human space mission এ ব্যবহার করা হবে বিকাশ ইঞ্জিন)
✒️ কেন্দ্রীয় সরকার কৃষিতে ড্রোনকে জনপ্রিয় করতে 40-100 শতাংশ ভর্তুকি ঘোষণা করলো, (কেন্দ্রীয় কৃষিমন্ত্রী - নরেন্দ্র সিং তোমর)।
✒️ সৈয়দ মোদী আন্তর্জাতিক টুর্নামেন্টে জয়ী হলো পিভি সিন্ধু, (ভারতীয় সতীর্থ মালভিকা বনসোদকে হারিয়েছেন সিন্ধু, খেলাটি হয়েছে লখনৌতে)।
✒️ ভারতের প্রথম রাজ্য হিসেবে AVGC সেন্টার অফ এক্সিলেন্স চালু করলো কর্ণাটক, (AVGC -Animation , Visual Effects, Gaming, and Comics ) ।
✒️ GoodDot এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন নীরজ চোপড়া, (Plant-based meat company GoodDot)।
✒️ ভারতের প্রথম UNDP Youth Climate Champion হয়েছেন ইউটিউবার Prajakta Koli, এছাড়াও তিনি YouTube-এর 'Creators for Change' উদ্যোগের বিশ্ব দূত)।
✒️ Apna Kangra নামে মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করল হিমাচল প্রদেশ, (লক্ষ্য পর্যটকদের ঝামেলামুক্ত অভিজ্ঞতা প্রদান করা এবং স্থানীয় হস্তশিল্পের বিক্রয় বৃদ্ধি করা)।
✒️ 6G গবেষণা ত্বরান্বিত করতে ফিনল্যান্ডের ওলু ইউনিভার্সিটির সাথে চুক্তি করলো Jio।
✒️ Banking on Electric Vehicles in India রিপোর্ট লঞ্চ করল নীতি আয়োগ ও RMI India একত্রে।
✒️ পরাক্রম দিবস পালন করা হলো 23 জানুয়ারি, (নেতাজি সুভাষ চন্দ্র বসুর 125 তম জন্মবার্ষিকী, নেতাজি 23 জানুয়ারী, 1897 সালে জন্মগ্রহণ করেছিলেন)।
✒️ হায়দ্রাবাদে সাধক রামানুজাচার্যের 216 ফুট মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, (মূর্তিটিকে বলা হবে Statue of Equality )
✒️ কয়লা দর্পণ নামে একটি পোর্টাল লঞ্চ করলেন কয়লা মন্ত্রকের সচিব ড. অনিল কুমার জৈন, (কয়লা/লিগনাইট উৎপাদন, প্রধান কয়লা খনির পর্যবেক্ষণ রাখা হবে)।
✒️ এক্স-রে ব্যবহার করে খুব দ্রুত কোভিড-19 পরীক্ষা যাবে এমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করল স্কটল্যান্ডর বিজ্ঞানীরা।
✒️ প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিক মারা গেলেন, 1970 সালে এশিয়ান কাপে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় দলে তিনি ছিলেন, (মোহন বাগানের হয়ে 18 টি ট্রফি জিতেছেন)।
✒️ 11 হাজার ফুট উচ্চতায় ফুটবল স্টেডিয়াম তৈরি হতে চলেছে লাদাখে, (মোট খরচ 10.68 কোটি টাকা)।
✒️ Adopt an animal ইনিশিয়েটিভ লঞ্চ করল আমেদাবাদের সুন্দরবন মিনি জু(চিড়িয়াখানা), (এটি তৈরি হয়েছিল 1978 সালে উদ্বোধন করেছিলেন ড.সেলিম আলী)।
✒️ এই প্রথমবার জম্মু-কাশ্মীরে ডিস্ট্রিক গুড গভর্নেন্স ইন্ডেক্স লঞ্চ করলেন অমিত শাহ, (প্রথম স্থানে জম্মু ও পঞ্চম স্থানে রাজধানী শ্রীনগর)।
✒️ বার্বাডোজের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হলেন Mia Mottley ( তার দলের নাম বার্বাডোজ লেবার পার্টি, রাজধানী ব্রিজটাউন, মুদ্রা বার্বাডোজ ডলার)
✒️ Operation Khatma নামে বইটি লিখলেন RC Ganjoo ও Ashwini Bhatnagar একত্রে।
✒️ 2022 সালের BRICS শেরপা বৈঠক প্রতিনিধিত্ব করবে চীন, (BRICS হল পাঁচটি উদীয়মান অর্থনীতির একটি গ্রুপ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা)।
✒️ NHIDCL এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হলেন চঞ্চল কুমার, (National Highways & Infrastructure Development Corporation Ltd স্থাপনকাল - 2014)।
✒️ জাহ্নবী দাঙ্গেটি নাসার ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম (IASP) সম্পন্ন করলেন, (তিনি অন্ধ্র প্রদেশের এক তরুণী)।
✒️ International Association of Working Women Award পেলেন অভিনেত্রী সুস্মিতা সেন, (Aarya 2 টিভি সিরিজে অসামান্য অভিনয়ের জন্য)।
✒️ The Legend of Birsa Munda নামে বইটি লিখলেন তুহিন এ সিনহা (এবং সহ-লেখক অঙ্কিতা ভার্মা)।
✒️ ডুবন্ত জাকার্তার বদলে ইন্দোনেশিয়া নতুন রাজধানী হতে চলেছে নুসান্তরা, (মুদ্রা - ইন্দোনেশিয়ান রুপিয়া, জোকো উইডোডো ইন্দোনেশিয়ার 7তম এবং বর্তমান রাষ্ট্রপতি)।
✒️ পানামার জঙ্গলে ব্যাঙের প্রজাতির নামকরণ করা হলো সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের নামে, (বিজ্ঞানসম্মত নাম Pristimantis gretathunbergae)।
✒️ ‘আজাদি কে অমৃত মহোৎসব সে স্বর্ণিম ভারত কি ওরে প্রোগ্রাম’ লঞ্চ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
✒️ গত 19 জানুয়ারি 44 তম কোকবোরোক দিবস পালন করা হলো ত্রিপুরায়, (1979 সালে কোকবোরোক সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়)।
✒️ জেরি হ্যামলেটকে জম্মু ও কাশ্মীরের এর প্রথম ‘মিল্ক ভিলেজ' হিসেবে ঘোষণা করা হলো, (গ্রামটিতে 370টি গরু সহ 73টি পৃথক দুগ্ধ ইউনিট রয়েছে)।
✒️. National Voters’ Day পালন করা হয় 25 জানুয়ারি, এইবছরের থিম Making Elections Inclusive, Accessible and Participative
✒️ জাতীয় পর্যটন দিবস National Tourism Day পালন করা হয় 25 জানুয়ারি,
✒️আদি বদ্রি বাঁধ নির্মাণের জন্য হিমাচল প্রদেশ ও হরিয়ানা সরকার চুক্তি স্বাক্ষর করলো, (প্রস্তাবিত বাঁধের লক্ষ্য সরস্বতী নদীর পুনরুজ্জীবন)
✒️ভারতীয় মুভি হিসাবে জয় ভীম' এবং মারাক্কার অস্কার 2022-এর জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হলো, (অস্কার 2021 জয়ী মুভি Nomadland)
✒️Platina Fixed Deposit স্কিম লঞ্চ করল Ujjivan Small Finance Bank, (Ujjivan Small Finance Bank এর সদর দপ্তর: বেঙ্গালুরু, MD & CEO: ইত্তিরা ডেভিস)
✒️Platina Fixed Deposit স্কিম লঞ্চ করল Ujjivan Small Finance Bank, (Ujjivan Small Finance Bank এর সদর দপ্তর: বেঙ্গালুরু, MD & CEO: ইত্তিরা ডেভিস)
✒️ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ভারতের Koozhangal, (Koozhangal মুভি ডিরেক্টর P S Vinothraj)
✒️Rachael Heyhoe Flint Trophy for ICC ওমেন ক্রিকেটার অফ দা ইয়ার হলেন ভারতের স্মৃতি মান্ধানা, (Sir Garfield Sobers Trophy for ICC মেন ক্রিকেটার অফ দা ইয়ার পাকিস্তানের শাহীন আফ্রীদি)
✒️“OM” নামে ওমিক্রণ কোভিড ভেরিয়েন্ট টেস্টিং কিট তৈরি করল CSIR-Central Drug Research Institute (CDRI), (জিনোম সিকোয়েন্সিংয়ের উপর ওমিক্রনকে দ্রুত সনাক্তকরণ সক্ষম করবে)
✒️ 9ম মহিলা জাতীয় আইস হকি চ্যাম্পিয়নশিপ 2022 জিতল লাদাখ দল, (খেলাটি অনুষ্ঠিত হয়েছে হিমাচল প্রদেশে)
✒️A. পদ্মবিভূষণ পেলেন শ্রীমতি প্রভা আত্রে, (আর্ট) মহারাষ্ট্র, B. শ্রী রাধেশ্যাম খেমকা (মরণোত্তর) সাহিত্য ও শিক্ষা, উত্তর প্রদেশ ,C. জেনারেল বিপিন রাওয়াত (মরণোত্তর) সিভিল সার্ভিস, উত্তরাখণ্ড, D. শ্রী কল্যাণ সিং (মরণোত্তর) জনবিষয়ক, উত্তরপ্রদেশ
✒️Param Vishisht Seva Medal পেলেন অলিম্পিয়ান নীরজ চোপড়া, (2018 সালে তিনি অর্জুন পুরস্কারে ভূষিত হন)
✒️ভারত 26 জানুয়ারী 2022-এ 73তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করলো, (প্রজাতন্ত্র দিবস সেই তারিখটিকে চিহ্নিত করে যে তারিখে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 26 জানুয়ারী 1950 সালে)
✒️রাশিয়া সমস্ত চুক্তিবদ্ধ 70,000 AK-203 অ্যাসল্ট রাইফেল ভারতকে দিলো, (চুক্তির মোট খরচ প্রায় 5,124 কোটি টাকা)
✒️(International Holocaust Remembrance Day) আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস পালন করা হয় 27 জানুয়ারি, (এই বছরের থিম Memory, Dignity and Justice)
✒️CHIRU-2Q22 নামে নৌসেনা অনুশীলন করলো রাশিয়া, চীন ও ইরান একত্রে, (অনুশীলনটি হয়েছে Gulf of Oman এ)
✒️ওয়েস্টার্ন নাভাল কমান্ড যৌথ সামুদ্রিক মহড়া পশ্চিম লেহার (XPL-2022) পরিচালনা করলো
✒️Asom Baibhav Award পেলেন রতন টাটা, (অ্যাওয়ার্ডটি দিয়েছে আসাম সরকার, আসামের রাজ্যপাল: জগদীশ মুখী, মুখ্যমন্ত্রী: হেমন্ত বিশ্ব শর্মা)
✒️সিটি ইউনিয়ন ব্যাংক GOQii-এর সাথে চুক্তিতে ফিটনেস ওয়াচ ডেবিট কার্ড চালু করলো, (সিটি ইউনিয়ন ব্যাংকের সদর দপ্তর: কুম্বাকোনম, সিইও: ড. এন. কামাকোডি)
✒️. IMF এর রিপোর্ট অনুযায়ী 2022 সালে ভারতের জিডিপি গ্রোথ রেট হতে চলেছে 9.5%, (গ্লোবাল জিডিপি গ্রোথ রেট হতে চলেছে 4.4%)
✒️ world’s valuable brand in Brand Finance 2022 এ শীর্ষে Apple, (দ্বিতীয় স্থানে Amazon, তৃতীয় স্থানে Google)
✒️ Corruption Perceptions Index (CPI) 2021 এ ভারতের স্থান 85, (আগের বছর ছিল 86, প্রথম স্থানে ডেনমার্ক)
✒️ রামগড় বন্যপ্রাণী অভয়ারণ্য রাজস্থানের 4র্থ বাঘ সংরক্ষণাগার হিসাবে ঘোষণা হলো, (রাজস্থানের মুখ্যমন্ত্রী: অশোক গেহলট, রাজ্যপাল: কালরাজ মিশ্র)
✒️ আন্তর্জাতিক শুল্ক দিবস(International Customs Day), পালন করা হয় 26 জানুয়ারি, (এই বছরের থিম Scaling up Customs Digital Transformation by Embracing a Data Culture and Building a Data Ecosystem)
✒️ Lucknow IPL দল এর নাম Lucknow Super Giants, (লখনউ দলের প্রতিনিধিত্ব করবেন কে.এল. রাহুল)
✒️কেরালা তার প্রথম বৈজ্ঞানিক পাখি অ্যাটলাস তৈরি করল, (সমস্ত প্রধান আবাসস্থল জুড়ে পাখির প্রজাতির বন্টন এবং প্রাচুর্য সম্পর্কে দৃঢ় ভিত্তিলাইন ডেটা তৈরি করা হয়েছে, যা ভবিষ্যত গবেষণায় প্রেরণা দেবে)
✒️J&K পুলিশ বীরত্বের জন্য (gallantry award) সর্বোচ্চ 115টি পুলিশ পদক পেল, (30 টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে CRPF)
✒️2022 সালের জন্য জাতিসংঘের নিয়মিত বাজেট মূল্যায়নের জন্য 29.9 মিলিয়ন ডলার প্রদান করলো ভারত, (ভারত বর্তমানে 15-দেশীয় নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য)
✒️প্রখ্যাত কথাকলি নৃত্যশিল্পী এবং পদ্মশ্রী প্রাপক মিলেনা সালভিনি মারা গেলেন,
✒️তামিলনাড়ুর সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ TX2 পুরস্কার পেল, (পুরষ্কারটি রাজ্য সরকার এবং স্থানীয় সম্প্রদায়গুলির প্রচেষ্টাকে স্বীকৃতি দেয় যারা তুলনামূলকভাবে নতুন বাঘ সংরক্ষণকে ভারতে বাঘের জনসংখ্যা বৃদ্ধি করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে)
✒️মারা গেলেন ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক চরণজিৎ সিং, (তিনি ভারতীয় হকি দলের অধিনায়ক ছিলেন যিনি 1964 সালের টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন)
✒️এয়ার ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে টাটা গ্রুপের কাছে হস্তান্তর করলো, (চুক্তির মোট মূল্য 18,000 কোটি টাকা)
✒️ ভারতের প্রথম গ্রাফিন উদ্ভাবন কেন্দ্র প্রতিষ্ঠিত হলো কেরালায়, (গ্রাফিন তার অসাধারণ বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত)
✒️মীনাকাশী লেখি সচিত্র কমিক বই 'ইন্ডিয়াস উইমেন আনসাং হিরোস' লঞ্চ করলেন
✒️ টিন-ফোকাসড ডেবিট এবং ট্রাভেল কার্ড লঞ্চ করল ভারতীয় ফিনটেক স্টার্টআপ Pencilton
✒️ প্রবীণ মারাঠি লেখক এবং সমাজকর্মী অনিল আওচাট মারা গেলেন, (মারাঠি বই যেমন “মনসা”, স্বতবিশায়ী, “গার্ড”, “কার্যারাত”, “কার্যমগ্না” এবং “কুতুহালাপোতি” লিখেছেন)
✒️ Hindustan Petroleum Corporation Ltd (HPCL) এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন পুষ্প কুমার জোশী, (দেশের তৃতীয় বৃহত্তম তেল পরিশোধন এবং জ্বালানি বিপণন সংস্থা)
✒️ ‘A Little Book of India: Celebrating 75 years of Independence’ নামে বইটি লিখলেন রাস্কিন বন্ড
✒️ WGC রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী সোনার চাহিদা 10% বেড়ে 4,021 টন হয়েছে, (ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সিইও -ডেভিড টেইট, সদর দপ্তর - লন্ডন, যুক্তরাজ্য)
✒️ Data Privacy Day পালন করা হয় 28 জানুয়ারী।
✒️ বিশ্বের বৃহত্তম Canal Lock উন্মোচন করা হলো নেদারল্যান্ডসে, (নেদারল্যান্ডের রাজধানী - আমস্টারডাম, মুদ্রা - ইউরো, প্রধানমন্ত্রী - মার্ক রুটে)
✒️ভারতের বৃহত্তম ইভি চার্জিং স্টেশন তৈরি হলো গুরগাঁওয়ে, (গুরুগ্রামের দিল্লি-জয়পুর জাতীয় সড়কে খোলা হয়েছে)
✒️প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ভারত-মধ্য এশিয়া ভার্চুয়াল সামিট হোস্ট করলো, (অংশগ্রহণকারী দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান)
✒️ভারতী এয়ারটেলে 1 বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল, (ভারতের ডিজিটাল ইকোসিস্টেমের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে)
✒️ডিজিটাল সংসদ অ্যাপ লঞ্চ করল লোকসভা, (লোকসভার স্পিকার - ওম বিড়লা)
✒️The $10 Trillion Dream নামে বইটি লিখলেন ভারতের প্রাক্তন অর্থ সচিব সুভাষ চন্দ্র গর্গ
✒️ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন ভি. অনন্ত নাগেশ্বরন
✒️74 তম শহীদ দিবস পালন করা হলো 30 জানুয়ারি, (মহাত্মা গান্ধীর স্মৃতি, 1948 সালে নাথুরাম গডসে কর্তৃক বিড়লা হাউসে গান্ধীকে হত্যা করা হয়েছিল)
✒️বিশ্ব কুষ্ঠ দিবস (world leprosy day) পালন করা হয় 30 জানুয়ারী, (এই বছরের থিম United for Dignity)
✒️World Neglected Tropical Diseases Day পালন করা হয় 30 শে জানুয়ারি, (এই বছরের থিম Achieving health equity to end the neglect of poverty-related diseases)
✒️অস্ট্রেলিয়ান ওপেন 2022 জিতলেন রাফায়েল নাদাল, (ফাইনালে হারিয়েছেন ড্যানিল মেদভেদেভকে) (ওমেন সিঙ্গেলস অ্যাশলে বার্টি)
✒️মহিলা এশিয়া কাপ হকি 2022 ভারত চীনকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো, (সোনাজয়ী জাপান, রুপার পদক পেল দক্ষিণ কোরিয়া)
✒️ভারতের মধ্যে সবথেকে বড় AVGC সেন্টার তৈরি হলো কর্নাটকের বেঙ্গালুরুতে, (AVGC - অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, গেমিং এন্ড কমিকস)
✒️পণ্ডিত যসরাজ সাংস্কৃতিক ফাউন্ডেশন চালু করলেন প্রধানমন্ত্রী মোদি, (ভারতের শিল্প ও সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণের জন্য)
✒️ NeoCov নামে নতুন কোভিড শ্রেণীর ভাইরাস ধরা পরল সাউথ আফ্রিকার বাদুরের দেহে