19th March Bengali current affairs
🔶International Day of Happiness পালন করা হয় 20 মার্চ, (এই বছরের থিম Build Back Happier) ।
🔶কর্ণাটক সরকার জমির রেকর্ডে সহজে অ্যাক্সেস নিশ্চিত করতে দিশাঙ্ক অ্যাপ তৈরি করলো, (কর্ণাটকের মুখ্যমন্ত্রী – বাসভরাজ এস বোমাই, রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট
🔶আমেরিকান জ্যোতিপদার্থবিদ ইউজিন পার্কার মারা গেলেন, (2018 সালে নাসার পার্কার সোলার প্রোব চালু করেছিলেন)।
🔶SBI ইনোভেশন, ইনকিউবেশন এবং অ্যাক্সিলারেশন সেন্টার স্থাপন করবে হায়দ্রাবাদে, (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান দীনেশ কুমার খারা)।
🔶বেঙ্গালুরুতে প্রতিরক্ষা মন্ত্রী ফ্লাইট কন্ট্রোল সিস্টেম ইন্টিগ্রেশন কমপ্লেক্সের উদ্বোধন করলেন, (কমব্যাট এয়ারক্রাফটের পাইলট কমপ্লেক্সে সিমুলেটর ট্রেনিং করতে পারবে)
🔶Central Record keeping Agency সার্ভিসেস লিমিটেড (CAMS)। লঞ্চ করল কম্পিউটার এজ ম্যানেজমেন্ট।
🔶 NCRTC দিল্লি-মিরাট করিডোরের জন্য ভারতের দ্রুত রেলের প্রথম কোচ উপস্থাপন করলো, (180 কিমি গতিতে 55 মিনিটে দিল্লি ও মিরাটের মধ্যে দূরত্ব অতিক্রম করবে)।
🔶হুরুন গ্লোবাল রিচ লিস্ট 2022 এ শীর্ষে এলন মাস্ক, (দ্বিতীয় স্থানে জেফ বেজোস)।
🔶ছাত্র-ছাত্রীদের জন্য YUVIKA প্রোগ্রাম লঞ্চ করল ইসরো, (ISRO-এর চেয়ারম্যান ও মহাকাশ সচিব – ডাঃ এস সোমানাথ, সদর দপ্তর বেঙ্গালুরু, প্রতিষ্ঠিত - 15 আগস্ট 1969)
🔶 International Geological Congress 36 তম সংস্করণ অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে।