ভারতের প্রাচীনতম সভ্যতার নাম - কর্মদিশারী What is the name of the oldest civilization in India.


What is the name of the oldest civilization in India.

✒️ ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি ?

🔸 ভারতের প্রাচীনতম সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা।

>> মেহেরগড় সভ্যতা নতুন প্রস্তর যুগের সভ্যতা ছিল।

>> মেহেরগড় সভ্যতা আনুমানিক 7000 খ্রীষ্টপূর্বাব্দে বিকাশ ঘটেছিল।

>> মেহেরগড় সভ্যতার প্রথম সন্ধান করেন 1970 এর দশকে ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্রাঁসোয়া জারিজ ও তার সহকর্মীরা মেহেরগড় সভ্যতার সন্ধান পান।

>> 1980 খ্রিস্টাব্দে বিখ্যাত 'সায়েন্টিফিক আমেরিকান' পত্রিকায় এই সভ্যতার কথা প্রথম প্রকাশিত হয়।

✒️ মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত ?


>> মেহেরগড় সভ্যতার অবস্থান ছিল সিন্ধু ও বেলুচিস্তানের  মধ্যবর্তী স্থানে।

>> এই সভ্যতার আয়তন ছিল দৈর্ঘ্য 2 কিমি ও প্রস্থে 1 কিমি।


Post a Comment

0 Comments