শব্দদূষণ ও শব্দ দূষণের উৎস কী, শব্দের একক কি - কর্মদিশারী What are the sources of noise pollution and noise pollution


What are the sources of noise pollution and noise pollution.



✒️ শব্দদূষণ কাকে বলে ?

শব্দদূষণ: কোনো আনাকাঙ্খিত শব্দ যদি আমাদের কাছে অস্বস্তিকর হয়, বিরক্তি সৃষ্টি করে, আমাদের পারস্পরিক যোগযোগে বিঘ্ন ঘটায়, শারীরিক ও মানসিকভাবে স্বাস্থ্যহানিকর হয়, তবে শব্দদূষণ হয়েছে বলা হয়। 


✒️ শব্দের তীব্রতা কোন এককে প্রকাশ করা হয় ?

বেল বা ডেসিবেল এককে শব্দের তীব্রতা প্রকাশ করা হয়।

>>>> 1 বেল = 10 ডেসিবেল। 


✒️  শব্দ দূষণের বিভিন্ন উৎসগুলি কী কী ?

শব্দদূষণের উৎস: আজকাল পরিবেশ দূষণের একটি বিশেষ দিক হল শব্দদূষণ। 

শব্দদূষণের কয়েকটি উৎস হল: 

(i) বাজি, পটকা, ফাটানোর তীব্র শব্দ। জোরে মাইক বাজানোর শব্দ, মোটর গাড়ির এয়ার হর্ণের তীব্র আওয়াজ,

(ii) যানবাহন চলাচলের শব্দ, বিমান ওঠা-নামার শব্দ, একটানা জেনারেটর চালানোর শব্দ, কলকারখানার মেশিন চলার শব্দ, 

(iii) বাড়ি ঘরে ব্যবহৃত জলের পাম্প, টি. ডি.. রেডিও, ডি. সি. আর, টেপ রেকর্ডার, ভ্যাকুয়াম ক্লিনার ইত্যাদি জোরে চালাবার শব্দ শব্দদূষণ সৃষ্টি করে।



Post a Comment

0 Comments