Ads Area

19th July Bengali Current Affairs / 19ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স 2022- Karmadishari



19th July Bengali Current Affairs 2022


♦️সিঙ্গাপুর ওপেন 2022: পিভি সিন্ধু প্রথম সুপার 500 খেতাব জিতলেন, (ফাইনালে হারিয়েছেন চীনের (Wang Zhi Yi)


♦️52 তম BGB-BSF DG পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকায় ।


♦️স্পেসএক্স: ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জন্য কার্গো ড্রাগন সরবরাহ মিশন চালু করলো।


♦️K-Fon নামে কেরালা প্রথম রাজ্য যার নিজস্ব ইন্টারনেট পরিষেবা চালু করলো, (কেরালার রাজ্যপাল - আরিফ মোহাম্মদ খান, রাজধানী - তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী -  পিনারাই বিজয়ন)।



♦️RBI এবং ব্যাঙ্ক ইন্দোনেশিয়ার মধ্যে তাদের ভাগ করা সহযোগিতা আরও এগিয়ে নিতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো, (ব্যাঙ্ক ইন্দোনেশিয়ার গভর্নর - পেরি ওয়ারজিও)।


♦️প্রজেক্ট 17A স্টিলথ ফ্রিগেট 'দুনাগিরি' চালু করলেন রাজনাথ সিং।


♦️ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কমনওয়েলথ গেমসের জন্য 322 সদস্যের ভারতীয় দলের নাম দিলো, (কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের বার্মিংহামে)


♦️ 'জাগৃতি' নামে নতুন মাসকট চালু করলো ভোক্তা বিষয়ক বিভাগ।


♦️ Bharti Airtel এর 1.2% ইক্যুইটি শেয়ার কিনলো Google (USD 1 বিলিয়ন এর বিনিময়ে, ভারতী এয়ারটেল প্রতিষ্ঠিত: 1995, ভারতী এয়ারটেলের প্রতিষ্ঠাতা - সুনীল ভারতী মিত্তল)।


আরো পড়ুন:
 
18 ই জুলাই ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স 
 17 ই জুলাই ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স
Tags
Current affairs

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad