Ads Area

23th July Current Affairs In Bengali 2022।। 23শে জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স - Karmadishari



23th July Bengali Current Affairs 2022


✍️ ONGC Videsh এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন রাজর্ষি গুপ্তা


✍️ ইন্ডিয়া ইনোভেশন ইনডেক্স 2021 এ শীর্ষে কর্ণাটক, মণিপুর এবং চণ্ডীগড়, (রিপোর্টটি তৈরি করে নীতি আয়োগ)।


✍️13 তম পিটার্সবার্গ জলবায়ু সংলাপ শুরু হলো জার্মানির বার্লিনে।


✍️ ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি পদত্যাগ করলেন, (ইতালির রাজধানী - রোম, মুদ্রা - ইউরো)


✍️pay as you drive নামে মোটর ইন্সুরেন্স লঞ্চ করল Digit Insurance।


✍️বিশ্বব্যাংক থেকে 1 বিলিয়ন ডলার ঋণ মঞ্জুর করা হয়েছে PM ABHIM-এর জন্য, (PM Ayushman Bharat Health Infrastructure Mission (PM-ABHIM)।


✍️ভারতের 15 তম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু, (64 বছর বয়সী দ্রৌপদী মুর্মু ওডিশার ময়ূরভঞ্জ জেলায় সাঁওতাল উপজাতির একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন)।


✍️World Brain Day পালন করা হয় 22 জুলাই, এই বছরের থিম Brain Health for all.


✍️ ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স জুন 2022: ভারত 118 নম্বরে রয়েছে, (শীর্ষে নরওয়ে)।


✍️ IBBI-এর সার্বক্ষণিক সদস্য হিসাবে নামকরণ করা হলো জয়ন্তী প্রসাদকে, (Insolvency and Bankruptcy Board of India (IBBI) হেডকোয়ার্টার - নিউ দিল্লি, IBBI চেয়ারপার্সন - রবি মিত্তল)।

Tags
Current affairs

Top Post Ad

Below Post Ad