Ads Area

26th July Current Affairs In Bengali 2022।। 26শে জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স - Karmadishari

 


26th July Bengali Current Affairs 2022


✍️ভারতের প্রথম যাত্রীবাহী ড্রোন “বরুণা” এর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, (এই দেশীয় পাইলটবিহীন 'বরুণা' ড্রোন তৈরি করেছে স্টার্টআপ সাগর ডিফেন্স ইঞ্জিনিয়ারিং)।


✍️জওহরলাল নেহরু প্ল্যানেটোরিয়ামে 'হিউম্যান স্পেসফ্লাইট এক্সপো' উদ্বোধন করলো ISRO, (ISRO চেয়ারম্যান - এস সোমনাথ)।


✍️Flipkart এবং বিহার রাজ্য দক্ষতা উন্নয়ন মিশনের মধ্যে মউ স্বাক্ষর করলো, (এটি দেশের ক্রমবর্ধমান সাপ্লাই চেইন সেক্টরে কর্মসংস্থানের সুযোগ উন্মুক্ত করতে অবদান রাখবে)।


✍️কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হলেন শেখ মোহাম্মদ সাবাহ আল সালেম, (কুয়েত রাজধানী - কুয়েত সিটি, মুদ্রা - কুয়েতি দিনার)।


✍️কার্গিল যুদ্ধে বিজয় স্মরণে মোটরসাইকেল অভিযান লঞ্চ করলো ভারতীয় সেনাবাহিনী।


✍️Viva Engage অ্যাপ্লিকেশন লঞ্চ করতে চলেছে মাইক্রোসফট, (মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা - বিল গেটস, পল অ্যালেন, মাইক্রোসফট সিইও - সত্য নাদেলা)।


✍️ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন (FIH) এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিযুক্ত হলেন মিশরের সেফ আহমেদ, (আন্তর্জাতিক হকি ফেডারেশনের সদর দপ্তর - লসান, সুইজারল্যান্ড)।


✍️আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ‘স্বনির্ভর নারী’ প্রকল্প চালু করলেন, (রাজ্য সরকার একটি বিশেষভাবে বিকশিত স্বনির্ভর নারী ওয়েব পোর্টালের মাধ্যমে কোনও মধ্যস্বত্বভোগীকে জড়িত না করে সরাসরি আদিবাসী তাঁতিদের কাছ থেকে তাঁতের জিনিসপত্র সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে)।


✍️2030 সালের মধ্যে ভারতের জৈব অর্থনীতি $300 বিলিয়ন হতে পারে ।


✍️প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনার পাঁচ বছর পূর্ণ হল, (প্রোগ্রামটি বয়স্কদের জন্য একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি যার লক্ষ্য গ্যারান্টিযুক্ত ন্যূনতম পেনশন প্রদান করা)

আরো পড়ুন:
 
24th July Bengali Current Affairs 
Tags
Current affairs

Top Post Ad

Below Post Ad