Ads Area

2nd July Bengali Current Affairs / 2 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স 2022- Karmadishari



2nd July Bengali Current Affairs


🖍️BRICS club এ যুক্ত হতে চলেছে ইরান ও আর্জেন্টিনা (আর্জেন্টিনার প্রেসিডেন্ট - আলবার্তো ফার্নান্দেজ) ।


🖍️NASA গবেষকরা নিউজিল্যান্ড থেকে চাঁদে CAPSTONE মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করলেন ।

(নাসার প্রশাসক - বিল নেলসন, সদর দপ্তর – ওয়াশিংটন ডিসি, প্রতিষ্ঠিত হয় 1958 সালে) ।


🖍️National Doctor's Day পালন করা হয় 1 জুলাই, (ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়) ।


🖍️মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব (মহারাষ্ট্রের রাজ্যপাল - ভগত সিং কোশিয়ারি) ।


🖍️পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলের অগভীর জলে বিশ্বের বৃহত্তম জীবন্ত উদ্ভিদ সনাক্ত করা হলো, (অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী - অ্যান্টনি আলবানিজ, রাজধানী- ক্যানবেরা) ।


🖍️Partners in the Blue Pacific নামে নতুন প্রোগ্রাম চালু করল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেশ - অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান এবং যুক্তরাজ্য


🖍️মুকেশ আম্বানির পদত্যাগের পর জিওর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন আকাশ আম্বানি, (Reliance Industries Ltd (RIL) চেয়ারম্যান মুকেশ আম্বানি) ।


🖍️India's Booming Gig and Platform Economy রিপোর্ট লঞ্চ করেছে নীতি আয়োগ, (নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি)।


🖍️International Asteroid Day পালন করা হয় 30 জুন, (এই বছরের থিম small is beautiful) ।


🖍️সম্প্রতি ভারত সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে 30% ভূমি এবং জল রক্ষা করার প্রতিশ্রুতি দিল, (ভূ-বিজ্ঞান মন্ত্রী - ডঃ জিতেন্দ্র সিং


1st July Bengali Current Affairs Click here>>

Tags
Current affairs

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad