🖍️অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
🖍️সময়কাল : ১৯৯২-১৯৯৭ সাল পর্যন্ত।
🖍️অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিকল্পনার লক্ষ্যসমূহ-
🔸এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষির উন্নয়ন ও উৎপাদন কাঠামোর বৈচিত্রসাধন।
🔸এই পরিকল্পনাকালে Employees' Assistant Scheme (1993). MPLADS (1993). NSE প্রতিষ্ঠা (1992), বেসরকারিকরণ, অর্থনীতির বিশ্বায়ন (1991), New Exim Policy (1992), বাছাই করা সরকারী ক্ষেত্রের শেয়ার বিক্রি শুরু (1992), প্রধানমন্ত্রী রোজগার যোজনা (1993) ইত্যাদি প্রকল্প নেওয়া হয়।
🔸অষ্টম পরিকল্পনায় জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল বার্ষিক ৫.৬ শতাংশ হারে কিন্তু জাতীয় আয় বৃদ্ধির হার দাড়ায় বার্ষিক ৬.৮ শতাংশ।