বিঃদ্রঃ:- সমস্ত প্রশ্নের উত্তর নিচে দেওয়া আছে।
1.বিশুদ্ধ জলে লবণ যোগ করিলে ইহার স্ফুটনাঙ্ক হয়—
(A) বৃদ্ধি
(B) হ্রাস
(C) অপরিবর্তিত
(D) উপরের কোনটাই নয়
2. বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয়—
(A) ক্লোরিন
(B) সিলিকন
(C) সালফার
(D) কোনটিই নয়
3. নীচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল?
(A) ক্যাডমিয়াম
(B) পারদ
(C) আর্সেনিক
(D) ইউরেনিয়াম
4. নিউট্রনের আবিস্কর্তা হলেন—
(A) জে. স্যাডউইক
(B) জে. জে. থমসন
(C) রাদারফোর্ড
(D) নীলসবোর
5. সবচেয়ে নমনীয় ধাতুটি হল—
(A) প্লাটিনাম
(B) রূপো
(C) লোহা
(D) সোনা
6. মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হল
(A) 12 জোড়া
(B) 31 জোড়া
(C) 31 টি
(D) 12 টি
7. পরিবর্তিত মাটির তলার কান্ডের উদাহরণ
(A) গাজর
(B) আলু
(C) চীনাবাদাম
(D) শালগম
8. নিম্নের কোন্টি ভাইরাসঘটিত রোগ নয়—
(A) টিটেনাস
(B) ইনফ্লুয়েঞ্জা
(C) চিকেন পক্স
(D) হাম
9. ছত্রাকের কোষ প্রাচীর অন্যান্য উদ্ভিদের তুলনায় পৃথক হয় কি থাকার জন্য
(A) সেলুলোজ
(B) কাইটিন
(C) কোলেস্টেরল
(D) গ্লাইকোজেন
10. নিম্নের কোন ভিটামিনের অভাবে জেরপথ্যালামিয়া রোগটি হয়?
(A) ভিটামিন-E
(B) ভিটামিন-C
(C) ভিটামিন-B
(D) ভিটামিন-A
11.হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ সাধারণত কোথায় জন্মায়?
(A) শুষ্ক মাটিতে
(B) বেলে মাটিতে
(C) লবণাক্ত মাটিতে
(D) দোঁয়াশ মাটিতে
12. ক্লোরোফিলে কোন ধাতু উপস্থিত ?
(A) লোহা
(B) দস্তা
(C) অ্যালুমিনিয়াম
(D) ম্যাগনেশিয়াম
13. কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে?
(A) ভৌত পরিবর্তন
(B) রাসায়নিক পরিবর্তন
(C) ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয়ই
(D) উপরের কোনটিই নয়
14. নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে?
(A) নেফ্রিডিয়া
(B) নেফ্রন
(C) যকৃৎ
(D) অগ্ন্যাশয়
15. আইসোটোপ নেই এরূপ একটি মৌল হল—
(A) সোডিয়াম
(B) ইউরেনিয়াম
(C) কার্বন
(D) ক্লোরিন
16.অঙ্কোজিন কিসের জন্য দায়ী ?
(A) এইডস
(B) টাইফয়েড
(C) ম্যালেরিয়া
(D) ক্যান্সার
17. কোন স্তন্যপায়ী ডিম পাড়ে?
(A) তল্লা
(B) একিডনা
(C) টেরোপাস
(D) লেমুর
18. মানুষের দশম করোটিয় স্নায়ু কোনটি?
(A) অপটিক স্নায়ু
(B) অডিটর স্নায়ু
(C) ভেগাস স্নায়ু
(D) কোনোটিই নয়
19. কৃত্রিম উপগ্রহে বৈদ্যুতিক শক্তির উৎস কি?
(A) সৌর কোষ
(B) ডায়নামো
(C) থার্মোপাইল
(D) অতিক্ষুদ্র পারমানবিক
20. ব্যারোমিটার যন্ত্রের আবিষ্কর্তা হলেন—
(A) ফোর্টিন
(B) পাস্কাল
(C) গ্যালিলিও
(D) টরিসেলি
21.নিম্নোক্ত কোন রোগটি মশার কামড়ে হয় না?
(A) এনকেফেলাইটিস
(B) ডেঙ্গু
(C) ম্যালেরিয়া
(D) বার্ডস ফ্লু
22.বৃক্ক থেকে নিঃসৃত প্রধান হরমোনটি হল—
(A) সিক্রেটিন
(B) রেনিন
(C) গ্যাসট্রিন
(D) ভিলিকাইনিন
23.যে যন্ত্রে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম প্রযোজ্য, সেটি হল
(A) ডায়নামো
(B) জেনারেটর
(C) মোটর
(D) কোনোটিই নয়
24. কোন প্রাণীটির ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়—
(A) মশা
(B) প্রজাপতি
(C) আরশোলা
(D) মৌমাছি
25.মেসোজোয়িক যুগকে বলা হয়—
(A) স্তন্যপায়ীর যুগ
(B) উভচরের যুগ
(C) সরীসৃপের যুগ
(D) পক্ষীর যুগ