14 to 21 August Bengali Current Affairs
👉15 ই আগস্ট 2022-এ 76 তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো।
👉অপারেশন যাত্রী সুরক্ষা লঞ্চ করল ভারতীয় রেলওয়ে, (রেলমন্ত্রী - অশ্বিনী বৈষ্ণব)।
👉 টাটা স্টিল চেস ইন্ডিয়া টুর্নামেন্ট 2022: প্রথমবারের মতো মহিলাদের বিভাগ চালু করা হলো, (টাটা স্টিল চেস ইন্ডিয়া টুর্নামেন্টের চতুর্থ সংস্করণ কলকাতায় অনুষ্ঠিত হবে)
👉ভারতীয় বায়ু সেনা মালয়েশিয়ার সাথে সামরিক মহড়া ‘উদারাশক্তি’-এ অংশগ্রহণ করবে, ( ভারতীয় বিমানবাহিনী প্রধান : বিবেক রাম চৌধুরী)
👉আর্জেন্টিনার রিয়ার অ্যাডমিরাল গুইলারমো পাবলো রিওসকে UNMOGIP-এর প্রধান হিসেবে মনোনীত করা হলো, United Nations Military Observer Group in India and Pakistan (UNMOGIP)
👉সামাজিক বিচার মন্ত্রণালয় SMILE-75 উদ্যোগ চালু করলো, (SMILE: Support for Marginalised Individuals for Livelihood and Enterprise)
👉অগস্থ্যমালাই ল্যান্ডস্কেপে 5ম হাতি সংরক্ষণের ঘোষণা করল তামিলনাড়ু সরকার, (কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী, ভারত সরকার - ভুপেন্দর যাদব)।
👉SBI বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্র (IVAC) চালু করলো, (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চেয়ারম্যান - দীনেশ কুমার খারা)
👉 IMD-UNDP এবং জাপান 10টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের জন্য সহযোগিতা করবে, (India Meteorological Department (IMD), United Nations Development Programme (UNDP)
👉 নরেন্দ্র মোদি সহ 3 নেতার নেতৃত্বে শান্তি কমিশনের প্রস্তাব করলেন মেক্সিকোর প্রেসিডেন্ট, (পোপ ফ্রান্সিস, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অন্তর্ভুক্ত)
👉 2023 সালের মার্চে অনুষ্ঠিত হবে মহিলাদের আইপিএলের 1ম সংস্করণ, (বিসিসিআই সভাপতি - সৌরভ গাঙ্গুলী এবং সেক্রেটারি - জয় শাহ)
👉Partition Horrors Remembrance Day পালন করা হলো 14 আগস্ট ।
👉IAS পীযূষ গোয়েলকে NATGRID CEO নিযুক্ত করেছে কেন্দ্রীয় সরকার, (NATGRID - National Intelligence Grid)
👉Indian Film Festival of Melbourne (IFFM) সেরা চলচ্চিত্র 83, (সেরা অভিনেতা রণবীর কাপুর, সেরা অভিনেত্রী শেফালী শাহ)
👉 Utsav fixed deposit scheme লঞ্চ করলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
👉 FIFA সাসপেন্ড করলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) কে, (ফিফা সভাপতি - জিয়ান্নি ইনফান্তিনো, হেডকোয়ার্টার - জুরিখ)
👉 সশস্ত্র বাহিনী এবং CAPF কর্মীদের জন্য 107টি বীরত্ব পুরস্কার ঘোষণা করা হলো।
👉আরও 11 টি ভারতীয় জলাভূমি রামসার স্বীকৃতি পেল, (বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা দাঁড়ালো 75)
👉প্রবীণ শেয়ার বাজার বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেলেন।
👉দাদাভাই নওরোজির লন্ডনের বাড়ি একটি ‘ব্লু প্ল্যাক’ পাবে, (এটি একটি সম্মান যা উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের জন্য সংরক্ষিত যারা লন্ডনে বসবাস করেছেন এবং কাজ করেছেন)
👉ভারত সরকার পাঞ্জাব ও হরিয়ানায় 11 জন নতুন হাইকোর্টের বিচারপতি নিয়োগ করলো।
👉 UNFCCC এর এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন Simon Stiell, (UN Framework Convention on Climate Change (UNFCCC)
👉কেনিয়ার পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন উইলিয়াম রুটো, (কেনিয়ার রাজধানী - নাইরোবি, মুদ্রা - শিলিং)
👉 ভারতের প্রথম 3D-প্রিন্টেড হিউম্যান কর্নিয়া তৈরি করল CCMB, IIT হায়দ্রাবাদ এবং LVPEI.
👉 স্বরাষ্ট্র মন্ত্রক 2022 সালে 1082টি পুলিশ পদক প্রদান করলো।
👉 KBL অমৃত সমৃদ্ধি স্কিম লঞ্চ করলে কর্ণাটক ব্যাংক, (কর্ণাটক ব্যাঙ্কের সিইও - মহাবলেশ্বরা এম. এস)
👉প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজস্থানের যোধপুরে মারোয়ারি যোদ্ধা বীর দুর্গাদাস রাঠোরের মূর্তি উন্মোচন করলেন
👉 পাইকারি মূল্য সূচক (WPI) জুলাই মাসে 13.93% এ নেমে এসেছে।
👉কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ভারতের প্রথম লবণাক্ত জলের লণ্ঠন উন্মোচন করলেন, (এটির নাম রোশিনি, যা আলো পাওয়ার জন্য সমুদ্রের জল ব্যবহার করবে)
👉আজলান শাহ কাপ 2022 অনুষ্ঠিত হবে নভেম্বরে মালয়েশিয়ার ইপোহে
👉 স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে মহাকাশে ভারতের পতাকা উত্তোলন করা হয়েছে, (স্পেস কিডজ ইন্ডিয়ার দ্বারা একটি বেলুনে মহাকাশের প্রান্তে ত্রিবর্ণটি পাঠানো হয়েছিল)
👉State Bank of India (SBI) কোরমঙ্গলা, বেঙ্গালুরুতে স্টার্ট-আপদের জন্য নিবেদিত তার প্রথম শাখা চালু করলো।
👉NaBFID-এর নতুন এমডি হিসাবে নিযুক্ত হলেন রাজকিরণ রাই, (National Bank for Financing Infrastructure and Development (NaBFID)
👉 বিসিসিআইয়ের প্রাক্তন সচিব অমিতাভ চৌধুরী মারা গেলেন
👉মরগান স্ট্যানলির রিপোর্ট অনুযায়ী ভারতের জিডিপি বৃদ্ধি FY23-এ এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত হবে, (মরগান স্ট্যানলির প্রধান এশিয়া অর্থনীতিবিদ - চেতন সাহা)
👉বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন নীতিশ কুমার, বিজেপির সঙ্গে জোট ভেঙে দিলেন, (রাজ্যপাল - ফাগু চৌহান)
👉রিয়াল মাদ্রিদ এন্ট্রাচ্ট ফ্রাঙ্কফুর্টকে 2-0 গোলে হারিয়ে 2022 সালের উয়েফা সুপার কাপ জিতলো।
👉সম্প্রতি রুপি কো-অপারেটিভ ব্যাঙ্ক, পুনের লাইসেন্স বাতিল করলো RBI।
👉সম্প্রতি জম্মু-কাশ্মীরে 'UMEED মার্কেট প্লেস” চালু করলেন মনোজ সিনহা।
👉ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক কাইরন পোলার্ড প্রথম ক্রিকেটার যিনি 600 টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, (দ্বিতীয় স্থানে ডোয়াইন ব্রাভো (৫৪৩ ম্যাচ)
👉কেরালা সরকার GST ফাঁকি রোধে মোবাইল অ্যাপ চালু করলো, (অ্যাপটির নাম - Lucky Bill App, মুখ্যমন্ত্রী - পিনারাই বিজয়ন)
👉স্পার্ক নামে নতুন ভার্চুয়াল স্পেস মিউজিয়াম চালু করলো ISRO, (ইসরোর চেয়ারম্যান - এস. সোমনাথ)
👉ডাবরের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন অমিত বর্মণ, (এখন ডাবর বিশ্বের বৃহত্তম আয়ুর্বেদ কোম্পানি)
👉Lumpi-ProVac নামে ভ্যাকসিন তৈরি করলো ICAR, (গবাদি পশুর গলদা চর্মরোগের(Lumpy skin disease) বিস্তার বন্ধ করার জন্য)
👉ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পাচ্ছেন কংগ্রেস নেতা শশী থারুর, (ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার শেভালিয়ার দে লা লিজিওন ডি অনার)।
👉বর্ষসেরা পুরুষ ও মহিলা ফুটবলার নির্বাচিত হয়েছেন সুনীল ছেত্রী, মনীষা কল্যাণ।
👉তামারা ওয়ালকট 737.5 কেজি ওজন তুলে পাওয়ার লিফটিংয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন, (তামারা ওয়ালকট, মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের একজন মহিলা পাওয়ারলিফটার)।
👉আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় 12 আগস্ট, (এই বছরের থিম - Intergenerational solidarity: creating a world for all ages)
👉বিশ্ব হাতি দিবস পালন করা হয় 12 আগস্ট।
👉 মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম খেলো ইন্ডিয়া মহিলা হকি লিগ (অনূর্ধ্ব-16), (16 থেকে 23 আগস্ট, 2022 পর্যন্ত নিউ দিল্লিতে)।
👉আন্তর্জাতিক বামহাতি দিবস পালন করা হয় 13 আগস্ট ।
👉 উত্তরাখণ্ড সরকার 'স্টেট ব্র্যান্ড অ্যাম্বাসাডর' হিসেবে উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্তকে নিযুক্ত করলেন, (উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী - পুষ্কর সিং ধামি)।
👉বিশ্ব অঙ্গ দান দিবস পালন করা হয় 13 আগস্ট, (এই বছরের থিম let’s pledge to donate organs and save lives)