KARMADISHARI

It is a Educational blog website. daily current affairs, Mock Test, jobs news,

Breaking






Aug 5, 2022

পশ্চিমবঙ্গ মন্ত্রী তালিকা 2022/West Bengal minister list 2022- Karmadishari


Karmadishari,

আজ পশ্চিমবঙ্গের মন্ত্রী তালিকা 2022 প্রকাশ করছি, যেটিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনিযুক্ত মন্ত্রীদের নামের তালিকা দেওয়া হয়েছে বাংলায়। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি এই যন্ত্রীদের তালিকাটি প্রকাশ করেছে। আগত চাকরীর পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসতে পারে।


পশ্চিমবঙ্গ মন্ত্রী তালিকা ২০২২ (পূর্ণ মন্ত্রী)

মন্ত্রীর নাম বিভাগ
মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার, তথ্য ও সংস্কৃতি, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পরিকল্পনা ও পরিসংখ্যান, কর্মসূচি রূপায়ন, রাষ্ট্রায়ত্ত উদ্যোগ ও শিল্প পুনর্গঠন, পরিষদ বিষয়ক
ফিরহাদ হাকিম নগর উন্নয়ন ও পৌর বিষয়ক, পরিবহন
মানস রঞ্জন ভূঁইয়া পরিবেশ ও জল সম্পদ
উজ্জ্বল বিশ্বাস বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি
বাবুল সুপ্রিয় তথ্য প্রযুক্তি, ইলেক্ট্রনিক্স ও পর্যটন
ডাক্তার শশী পাঁজা শিল্প ও বাণিজ্য, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ
পুলক রায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, জনস্বাস্থ্য কারিগরী
উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন
বিপ্লব মিত্র উপভক্ত বিষয়ক
জ্যোতিপ্রিয় মল্লিক বন ও অচিরাচরিত শক্তি
বঙ্কিমচন্দ্র হাজরা সুন্দরবন বিষয়ক
পার্থ ভৌমিক সেচ ও জলপথ
মলয় ঘটক বিচার বিভাগ
অরূপ বিশ্বাস বিদ্যুৎ, যুব কল্যাণ ও ক্রিয়া, আবাসন
অরূপ রায় সমবায়
রথীন ঘোষ খাদ্য সরবরাহ
চন্দ্রনাথ সিনহা ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প
শোভন দেব চট্টোপাধ্যায় কৃষি
ব্রাত্য বসু উচ্চশিক্ষা ,বিদ্যালয়
মোহাম্মদ গুলাম রব্বানী সংখ্যালঘু বিষয়ক
সিদ্দিকুল্লা চৌধুরী জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার
জাভেদ আহমেদ খান বিপর্যয় ও অসামরিক
স্বপন দেবনাথ প্রাণিসম্পদ উন্নয়ন

No comments:

Post a Comment