Breaking






Aug 5, 2022

গতিশক্তি কাকে বলে/গতিশক্তির পরিমাপ /What is kinetic energy/ Karmadishari




গতিশক্তি কাকে বলে ( What is kinetic energy)

গতীয় অবস্থায় থাকার জন্য কোনো বস্তু কার্য করার যে সামর্থ্য বা শক্তি লাভ করে, তাকে ঐ বস্তুর গতিশক্তি বলে।


গতিশক্তির উদাহরণ : 

(a) হাতুড়ি দিয়ে পেরেকের উপর জোরে আঘাত করলে, হাতুড়ির গতি-শক্তির জন্য পেরেকটি কাঠ বা দেওয়ালের বাধা অতিক্রম করে তার মধ্যে ঢুকে যায়।। অর্থাৎ হাতুড়ি তার গতির জন্যই কার্য করার সামর্থ্য লাভ করে।


(b) প্রাকৃতিক গতিশক্তি : জল, বায়ু, অভিকর্ষ ইত্যাদি প্রাকৃতিক গতিশক্তির উৎস। 

যেমন : 

(i) নদীর জলস্রোতের গতিশক্তি নৌকা চালায়। 

(ii) খরস্রোতা পাহাড়ী নদীর তীব্র জলস্রোতের গতিশক্তির সাহায্যে ডায়নামো চালিয়ে বিদ্যুৎশক্তি উৎপাদন করা হয়। 

(iii) বায়ুপ্রবাহ নৌকার পালে লেগে নৌকাকে গতিযুক্ত করে। বায়ুচালিত যন্ত্রে (windmill) রায়ুর গতিশক্তিকে ব্যবহার করে শষ্য পেষাই করা হয়।

গতিশক্তির পরিমাপ (Measurement of Kintic energy) : 

বাইরে থেকে বলপ্রয়োগ করে কোনো গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনার আগের মুহূর্ত পর্যন্ত বস্তুটি প্রযুক্ত বলের বিরুদ্ধে মোট যে পরিমাণ কার্য করে, সেই পরিমাণ কার্যই বস্তুটির গতি শক্তির পরিমাপ হল। 


যদি কোনো বস্তুর ভর m এবং বেগ v হয়, 

তবে ঐ বস্তুর গতিশক্তি = 1/2 × বস্তুর ভর × (বস্তুর বেগ)^2 = 1/2m^2.



No comments:

Post a Comment