গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য (Characteristics of Gases) :
পদার্থ সাধারণত তিন রকম অবস্থায় থাকতে পারে :
(i) কঠিন,
(ii) তরল এবং
(ii) গ্যাসীয়।
এই তিন অবস্থার মধ্যে গ্যাসীয় অবস্থায় পদার্থের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ করা যায়, যা অন্য দুটি অবস্থার মধ্যে দেখা যায় না ।
গ্যাসীয় পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলি হল।
(1) প্রসারণশীলতা :
গ্যাসের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। গ্যাসকে যে পাত্রে রাখা যায়, গ্যাস সেই পাত্রের আকার ও আয়তন ধারণ করে। গ্যাসীয় পদার্থের অনুগুলির পারস্পরিক আকর্ষণ নগণ্য। তাই গ্যাসের অণুগুলি পাত্রের চারদিকে ছড়িয়ে পড়ে। গ্যাসের এই ধর্মকে প্রসারণশীলতা বলে।
অর্থাৎ, প্রসারণশীলতা গ্যাসের একটি সাধারণ বৈশিষ্ট্য।
(2) সঙ্কোচনশীলতা
চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতা কমিয়ে, কিংবা উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ বাড়িয়ে গ্যাসের আয়তন কমানো যায়। গ্যাসের এরূপ আয়তন হ্রাসের ধর্মকে সঙ্কোচনশীলতা বলে।
এ থেকে বোঝা যায় যে, স্থির চাপে উষ্ণতা কমালে অথবা স্থির উষ্ণতায় চাপ বাড়ালে গ্যাসের অণুগুলি পরস্পরের কাছে সরে আসে, ফলে গ্যাসটির আয়তন কমে যায়। তাই সঙ্কোচনশীলতা গ্যাসের একটি বিশেষ বৈশিষ্ট্য।
(3) গ্যাসীয় চাপ:
গ্যাসের অণুগুলির পারস্পরিক আকর্ষণ না থাকায় অনুগুলি দ্রুত বেগে সঞ্চারণশীল হয়ে পরস্পরকে এবং আধারের দেওয়ালে থাকা দেয়। আবার দেওয়ালে ধাক্কা খেয়ে সমবেশে ফিরে আসে। দেওয়ালের একক ক্ষেত্রফলে উপর গ্যাসের অনুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাকে গ্যাসীয় চাপ বলে।
এই চাপের মান অণুগুলির গতিশক্তির উপর নির্ভর করে।
(4) গ্যাসের ওপর চাপের প্রভাব :
স্থির উষ্ণতায় কোনো গ্যাসের উপর চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে এবং চাপ কমালে গ্যাসের আয়তন বাড়ে। অর্থাৎ, নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন গ্যাসের চাপের উপর নির্ভর করে।
(5) গ্যাসের ওপর উষ্ণতার প্রভাব :
চাপ স্থির রেখে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে এবং উষ্ণতা কমালে গ্যাসের আয়তন কমে। অর্থাৎ, নির্দিষ্ট চাপে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির উষ্ণতার উপর নির্ভরশীল।
(6) ব্যাপন ধর্ম :
পরস্পর বিক্রিয়া করে না, এমন কয়েকটি গ্যাসকে কোনো বদ্ধ পাত্রে রাখলে গ্যাসগুলি পরস্পরের সঙ্গে মিশে একটি সমসত্ত্ব মিশ্রণ উৎপন্ন করে। গ্যাসের এই ধর্মকে ব্যাপন (Diffusion) বলে।
ব্যাপনের জন্যই ঘরের মধ্যে উদ্বায়ী সুগন্ধী কোনো পদার্থকে খোলা অবস্থায় রাখলে কিছুক্ষণের মধ্যেই ঐ পদার্থের গন্ধে ঘর ভরে যায়।
No comments:
Post a Comment