KARMADISHARI

It is a Educational blog website. daily current affairs, Mock Test, jobs news,

Breaking






Aug 7, 2022

ITBP কনস্টেবল নিয়োগ/ITBB constable recruitment, আইটিবিতে ভর্তি, ITBP apply online Karmadishari

 


ITBP requirment 2022


👉দেশের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স বা ITBP -এ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশে আবেদন করা যাবে। 

যেকোনো ভারতীয় নাগরিক এই কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

 পদের নাম- কনস্টেবল 

মোট শূন্যপদ- ১০৮ টি। (কার্পেন্টার-৫৬ টি, মেসন- ৩১ টি, প্লাম্বার- ২১ টি)।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। সঙ্গে (কার্পেন্টার, মেসন, প্লাম্বার) সংশ্লিষ্ট দপ্তরে এক বছরের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।

বয়স- ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন- পে লেভেল ৩ অনুযায়ী বেতন ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত।


🖍️আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ

১৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত।


নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট ও মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।


অনলাইনে আবেদন করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন:
 
Apply online 

No comments:

Post a Comment