আল-বিরুনী কে ছিলেন/তাহার লেখা দুটি বইয়ের নাম/ভারতে কবে আসেন /Who was Al-Biruni/name of two books written/when did he come to India- Karmadishari

 



৯৭৩ খ্রিস্টাব্দের ১৫ সেপ্টেম্বর মধ্য এশিয়ার খিবা অঞ্চলে সে যুগের অন্যতম প্রতিভাশালী ব্যক্তি অলবিরুনি জন্মগ্রহণ করেন। তিনি গজনির সুলতান মামুদের সভাসদ ছিলেন।


অলবিরুনির ভারত আগমন : 

সুলতান মামুদের অভিযানের সময় তাঁর সঙ্গেই তিনি ভারতে আসেন। ১০১৭-৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতে অবস্থান করেন।


পন্ডিত অলবিরুনি


অলবিরুনির পাণ্ডিত্যের পরিচয় : 

বিভিন্ন বিষয়ে তিনি পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। তিনি পরীক্ষামূলক জ্যোতির্বিদ্যার জনক ছিলেন। ভারতে এসে তিনি ভারতীয় ধর্ম, সমাজ, সভ্যতা ও সংস্কৃতি সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞানলাভ করেন এবং সেই জ্ঞানের ভিত্তিতে রচনা করেন দু-খানি মূল্যবান গ্রন্থ --- তহকিক্-ই-হিন্দকিতাব-উল্‌-হিন্দ

সংস্কৃত ভাষায় রচিত যেসব গ্রন্থ তিনি আরবি ভাষায় অনুবাদ করেন সেগুলির মধ্যে অন্যতম হল বৃহৎ সংহিতা, যোগসূত্র এবং খণ্ডখাদ্যক। গ্রন্থগুলির মূল রচয়িতা ছিলেন যথাক্রমে বরাহমিহির, পতঞ্জলি ও ব্রহ্মগুপ্ত। 


অলবিরুনির গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব : 

সমসাময়িক ভারত ও ভারতবাসী সম্পর্কে তাঁর গ্রন্থ থেকে অনেক তথ্য পাওয়া যায়। বহুমুখী প্রতিভার অধিকারী এই মুসলমান পন্ডিতের মৃত্যু হয় ১০৪৮ খ্রিস্টাব্দের ১৩ ডিসেম্বর।




Tags
ইতিহাস GK

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad