Current Affairs September 2022
✍️জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় 5 সেপ্টেম্বর, (দিনটি পালন করা হয় দেশের প্রথম উপরাষ্ট্রপতি (1952-1962), ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন (1962-1967), একজন পণ্ডিত, দার্শনিক, ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষে)।
✍️International Day of Charity পালন করা হয় 5 সেপ্টেম্বর, (মাদার তেরেসার মৃত্যুবার্ষিকী উপলক্ষে)।
✍️VentuRISE Global Startup Challenge লঞ্চ করল কর্ণাটক সরকার, (কর্ণাটকের মুখ্যমন্ত্রী - বাসভরাজ বোমাই, রাজধানী - ব্যাঙ্গালোর)
✍️ওডিশা সরকার কালিয়া প্রকল্পের অধীনে কৃষকদের জন্য 869 কোটি টাকা বিতরণ করলো, (₹2000 সরাসরি 41 লক্ষ কৃষক এবং 85,000 ভূমিহীন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে)।
✍️যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্বের 5তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হলো ভারত, (প্রথম স্থানে আমেরিকা ও দ্বিতীয় স্থানে চীন)।
✍️Quad Senior Officials মিটিং অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে, (অংশগ্রহণকারী দেশ আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া)।
✍️লোকসভার মহাসচিব উৎপল কুমার সিং সংসদ টিভির দায়িত্ব পেলেন, (রবি কাপুর সংসদ টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে তার দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন)।
✍️টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি মারা গেলেন।
✍️প্রথম হোমিওপ্যাথি আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন আয়োজন করলো দুবাই।
✍️শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে বি. কে. ত্যাগী, (শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সদর দপ্তর - মুম্বাই, প্রতিষ্ঠিত - 2 অক্টোবর 1961, মুম্বাই)।
✍️Adobe এবং AICTE ভারতে ডিজিটাল সাক্ষরতার প্রচারের জন্য মউ স্বাক্ষর করলো, (AICTE-এর চেয়ারম্যান অনিল সহস্রবুধে)।
✍️NHPC-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন যমুনা কুমার চৌবে, (NHPC - National Hydro Electric Power Corporation)।
✍️Moody's রিপোর্ট অনুযায়ী 2022-23 সালে ভারতের জিডিপি গ্রোথ হতে চলেছে 7.7%।
✍️2022 র্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্তরা হলেন সোথেরা ছিম (কম্বোডিয়া), বার্নাডেট মাদ্রিদ (ফিলিপাইন), তাদাশি হাট্রোরি (জাপান) এবং গ্যারি বেনচেগিব (ইন্দোনেশিয়া), (যেটিকে “এশিয়ার নোবেল শান্তি পুরস্কার” হিসেবে ব্যাপকভাবে গণ্য করা হয়)।
✍️মিউজিক কম্পোজার এ আর রহমানের নামে একটি রাস্তার নামকরণ করেছে কানাডার মারহাম সিটি, (রহমানের পুরস্কারের মধ্যে রয়েছে অস্কার, ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুটি একাডেমি পুরস্কার, দুটি গ্র্যামি পুরস্কার, একটি বাফটা পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার ।
✍️স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে “CAPE eAwas” ওয়েব পোর্টাল উন্মোচন করলেন, (ওয়েব পরিষেবাটি যোগ্য CAPE এবং আসাম রাইফেলস সৈন্যদের অনলাইন নিবন্ধন করতে এবং আবাসন বরাদ্দ পেতে অনুমতি দেবে)
✍️প্রাক্তন গোলরক্ষক কল্যাণ চৌবে নতুন AIFF প্রধান নির্বাচিত হলেন, (সর্বভারতীয় ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠিত - 23 জুন 1937, সদর দপ্তর - নিউ দিল্লি)।
✍️স্টারবাকস এর সিইও হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত নির্বাহী লক্ষ্মণ নরসিমহান।
✍️2022-2023 সালের প্রথম সারিতে অল-ইন্ডিয়া হাউস প্রাইস সূচক 3.5% বাড়লো, (প্রথম স্থানে আহমেদাবাদ, দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু ও তৃতীয় স্থানে চেন্নাই)।
✍️আরবান অ্যাফেয়ার্স এবং পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি ‘স্মার্ট সলিউশন চ্যালেঞ্জ এবং ইনক্লুসিভ সিটিস অ্যাওয়ার্ডস' 2022 উপস্থাপন করলেন।
✍️অল ইন্ডিয়া রেডিওর নিউজ সার্ভিস ডিভিশনের ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন বাসুধা গুপ্তা, (অল ইন্ডিয়া রেডিও সদর দপ্তর - সংসদ মার্গ, নিউ দিল্লি, মালিক - প্রসার ভারতী)।
✍️আগস্ট মাসে UPI লেনদেন রেকর্ড 657 কোটিতে পৌঁছেছে, (জুলাই মাসে UPI লেনদেন ছিল 629 কোটি)।
✍️‘Science Behind Surya Namaskar' নামে বইটি রিলিজ করলেন আয়ুষ প্রতিমন্ত্রী, ডাঃ মুঞ্জপাড়া মহেন্দ্ৰভাই কালুভাই ।
✍️তেজাস মার্ক-২ প্রকল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS) থেকে অনুমোদন পেল, (যা দেশীয় এয়ারক্রাফটের জন্য ভারতকে এগিয়ে নিয়ে যাবে) ।
✍️আইএনএস বিক্রান্ত, একটি দেশীয় বিমানবাহী বাহক যা প্রধানমন্ত্রী মোদী দ্বারা কমিশন করা হলো, (262 মিটার দীর্ঘ এবং 62 চওড়া আইএনএস বিক্রান্ত, ভারতে নির্মিত সবচেয়ে বড় যুদ্ধজাহাজ) ।
✍️Forbes Asia-100 to Watch 2022 তালিকায় স্থান করে নিল ভারতের 11 টি কোম্পানি
✍️সাইবার সিকিউরিটি এক্সারসাইজ "সিনার্জি" অনুশীলনের পরিচালনা করলো CERT-In, (Indian Computer Emergency Response Team (CERT - In ) ।
✍️কার্তিক আরিয়ান-অভিনীত 'ভুল ভুলাইয়া 2' একটি কমিক বই রূপান্তর পাচ্ছে ।
✍️FIFA U-17 মহিলা বিশ্বকাপে VAR প্রযুক্তি ভারতে আত্মপ্রকাশ করবে, (Video Assistant Referee (VAR)।
✍️অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী GST সংগ্রহ আগস্টে 28% বেড়ে 1.43 ট্রিলিয়ন রুপি হলো, (অর্থমন্ত্রী - নির্মলা সীতারামণ)।
✍️World coconut Day পালন করা হয় 2 সেপ্টেম্বর।
✍️"টাইগার হিলের হিরো" শিরোনামের আত্মজীবনী লিখলেন সুবেদার মেজর যাদব।
✍️চেন্নাইয়ে SAREX-2022 নামে 10 তম জাতীয় সামুদ্রিক অনুসন্ধান চালু করলো ভারতের নৌসেনা ।
✍️ ঝাঁসির বিজেপি সাংসদ অনুরাগ শর্মা ওয়ার্ল্ড বডি সিপিএ কোষাধ্যক্ষ (World Body CPA Treasurer) নির্বাচিত হয়েছেন।
✍️ Clear Skies for Tomorrow ক্যাম্পেইন লঞ্চ করল বিশ্বের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো।
✍️ IFS নাগেশ সিংকে থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হলো, (থাইল্যান্ডের রাজধানী - ব্যাংকক, মুদ্রা - থাই বাট, প্রধানমন্ত্রী - দ্রুত চান-ও-চা)।
✍️দিল্লি মডেল ভার্চুয়াল স্কুল চালু করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
✍️ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অভিযোগের সমাধানের জন্য ‘ই-সমাধান' পোর্টাল চালু করলো, (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত - 1956, সদর দপ্তর - নিউ দিল্লি, চেয়ারম্যান - মমিদালা জগদেশ কুমার)।
✍️ভারতীয় রেল মুম্বাই স্টেশনে ‘মেঘদূত ’ মেশিন বসিয়েছে, (‘মেঘদূত' মেশিনগুলি উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে বাতাসের জলীয় বাষ্পকে পানীয় জলে রূপান্তর করে)।
✍️ টাটা স্টিল এবং পাঞ্জাব সরকার লুধিয়ানায় ইস্পাত সুবিধা স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করলো, (টাটা স্টিলের প্রধান নির্বাহী পরিচালক - টি.ভি. নরেন্দ্রন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী - ভগবন্ত মান)।
✍️ন্যাশনাল নিউট্রিশন উইক পালন করা হয় 1 থেকে 7 সেপ্টেম্বর, (এই বছরের থিম Celebrate a World of Flavours)।
✍️বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ বৈদিক প্ল্যানেটেরিয়ামের মন্দির তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মায়াপুরে, (যেটি তৈরি করেছে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসায়নেস (ইসকন)।
✍️67তম ফিল্মফেয়ার পুরস্কার সেরা চলচ্চিত্র শেরশাহ, (শ্রেষ্ঠ পরিচালক - বিষ্ণুবর্ধন (শেরশাহ), সেরা অভিনেতা - রণবীর সিং-কপিল দেবের চরিত্র, সেরা অভিনেত্রী - কৃতি স্যানন, রাঠোর চরিত্রে মিমি)।
✍️ নৌবাহিনীর নতুন পতাকা উন্মোচন করবেন প্রধানমন্ত্রী মোদী, (চালু হবে সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি দেশের প্রথম বিমানবাহী রণতরী, আইএনএস বিক্রান্ত)।
✍️প্রখ্যাত অর্থনীতিবিদ অভিজিৎ সেন মারা গেলেন, (তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মেয়াদে 2004 থেকে 2014 পর্যন্ত পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। 2010 সালে নসেবার জন্য তিনি পদ্মভূষণে ভূষিত হন)।
✍️ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স: গৌতম আদানি বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হলেন।
✍️ শুমাং লীলা উৎসব 2021 2022 অনুষ্ঠিত হলো মনিপুরে।
✍️Indian Banking in Retrospect - 75 years of Independence নামে বইটি লিখলেন আশুতোষ রারাভিকর।
✍️রাজস্থানে গ্রামীণ অলিম্পিক গেমস শুরু করলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
✍️ International Day for People of African Descent পালন করা হয় 31 আগস্ট।