Ads Area






DRDO- তে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ, আবেদন চলবে ১৩ ই মার্চ পর্যন্ত - Karmadishari


DRDO তে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ, আবেদন চলবে ১৩ ই মার্চ পর্যন্ত।


ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) -এর মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন৷


Employment No- GTRE/HRD/026/2023-24 


পদের নাম- Graduate Apprentice Traineers মোট শূন্যপদ- ৭৫ টি।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ সহ B.E/ B.Tech করা থাকলে আবেদন করতে পারবেন।



পদের নাম - Diploma Apprentice

মোট শূন্যপদ- ২০ টি। 

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Engineering -এ Diploma করে থাকলে আবেদন করতে পারবেন৷ 


পদের নাম- ITI Apprentice Traineers 

মোট শূন্যপদ- ২৫ টি

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI Pass করে থাকলে আবেদন করতে পারবেন৷


পদের নাম- Non Engineering (B.com-10, B.Sc- 5, B.A-5, BCA-5, BBA-5) 

মোট শূন্যপদ - ৩০ টি।

বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে| সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷


আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।


আবেদনের শেষ তারিখ- ১৩ মার্চ, ২০২৩


Apply for Online Click Here>>

Tags
Recent Jobs

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below post ads