Ads Area






রাজ্যের গ্রুপ ডি নিয়োগ 2023 | WB group d recruitment 2023 | 10000+ পশ্চিমবঙ্গ সরকার গ্রুপ ডি নিয়োগ

 


রাজ্যের গ্রুপ ডি নিয়োগ 2023 | WB group d recruitment 2023 | 10000+ পশ্চিমবঙ্গ সরকার গ্রুপ ডি নিয়োগ

রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন দপ্তরে গ্রুপটি পদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে। আধিকারিক তথ্য না পাওয়া গেলেও অনুমান করা হচ্ছে ১০ হাজারেরও বেশি পদে নিয়োগ করা হবে। অনেকদিন থেকে কল্পনা জল্পনার মাঝে এখনো কোনো অফিসিয়াল নোটিশ বের করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে এই বছরের মধ্যে এই নিয়োগ সম্পন্ন হতে পারে।

কারা কারা এই পদের জন্য যোগ্য এবং কিভাবে আবেদন করতে পারবেন সব তথ্য নিজে দেওয়া হচ্ছে।

রাজ্যের গ্রুপ ডি নিয়োগ ২০২৩ এ রাজ্যের বিভিন্ন দপ্তরে গ্রুপটি কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম কোয়ালিফিকেশন হবে মাধ্যমিক পাস।

🔘West Bengal Group d recruitment 2023 :


পদের নাম :  রাজ্যের গ্রুপ ডি

বিজ্ঞপ্তি বেরোনোর তারিখ : আনুমানিক জুন মাস

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস

পদের সংখ্যা : আনুমানিক ১০ হাজারেরও বেশি

পরীক্ষার তারিখ : নভেম্বর থেকে ডিসেম্বর ২০২৩

অফিসিয়াল নোটিশ : WB PSC official link


🔘আবেদন পদ্ধতি  : 

রাজ্যের গ্রুপ ডি নিয়োগ ২০২৩ আবেদন পদ্ধতি - অনলাইন ফরম বেরোনোর পর সকল ডকুমেন্টস নিয়ে অনলাইনে ফরম ফিলাপ করতে হবে। ফরম ফিলাপ করার সময় মাধ্যমিকের সব ডকুমেন্টস আধার কার্ড, ফটো, এবং নিজের স্বাক্ষর সাবমিট করতে হবে। এছাড়াও sc, st এজন্য সার্টিফিকেট ও আপলোড করতে হবে। নোটিশনের সঙ্গে সঙ্গে সব রকম তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।


অফিসের নোটিসের জন্য ভিজিট করুন নিচের দেওয়া অফিশিয়াল লিংকে : WB PSC official link

Tags
Recent Jobs রাজ্যের গ্রুপ ডি নিয়োগ
  • Newer

  • Older

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below post ads