Ads Area






Indian Navy Recruitment |১৩৬৫ মোট শূন্যপদ |Agniveer Requirement | Karmadishari

Indian Navy Recruitment |১৩৬৫ মোট শূন্যপদ |Agniveer Requirement |



ভারতীয় নৌ সেনা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।নৌ সেনার বিভিন্ন শূন্যপদে নিয়োগের সূচনা দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে।ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শূন্যপদগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও বেতন কাঠামো সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।



Employment No. - 02/2023


পদের নাম – Agniveer (SSR)

মোট শূন্যপদ – ১৩৬৫ টি।(২৭৩ মহিলা সহ ) শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে পদার্থবিদ্যা, গণিত আবশ্যক বিষয় সহ রসায়ন/ বায়োলজি অথবা কম্পিউটার সাইন্স ঐচ্ছিক বিষয় সহ দ্বাদশ শ্রেণী পাশ চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।


মাসিক বেতন – প্রথম বর্ষে ৩০, ০০০ টাকা থেকে চতুর্থ বর্ষে ৪০,০০০ টাকা পর্যন্ত।


বয়সসীমা – আবেদনকারী প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে ০১ নভেম্বর - ২০০২ থেকে ৩০ এপ্রিল ২০০৬ তারিখের মধ্যে।

How to apply Agniveer Requirement 

আবেদন পদ্ধতি — ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পুর্ন অনলাইনের মাধ্যমে এই - পদের জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের নৌ সেনার নির্দিষ্ট ওয়েবসাইট agniveernavy.cdac.in এ গিয়ে রেজিস্ট্রেশান প্রক্রিয়া সম্পন্ন করার পর আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রাপ্ত শংসাপত্রটি নিজেদের কাছে রেখে দিতে হবে আবেদনকারীদের।


আবেদন ফি – প্রার্থীদের এককালীন ৫৫০/- টাকা + ১৮% GST হিসেবে আবেদন ফি জমা দিতে হবে।


নিয়োগ পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করে নৌ সেনায় নিয়োগ করা হবে।


আবেদনের শেষ তারিখ - উক্ত পদগুলির জন্য আবেদন শুরু হচ্ছে আগামী ২৯ মে ২০২৩ তারিখ থেকে, আবেদন চলবে ১৫ জুন ২০২৩ পর্যন্ত ।

Apply Agniveer Requirement--- Click Here 

Tags
Recent Jobs

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below post ads