Railway Assistant TRD job || রেলওয়ে Assistant TRD Job || রেলওয়ে গ্রুপ ডি Job profile
Railway Assistant TRD job Profile:
OHE inspection Car Indian Railway |
রেলওয়ে গ্রুপ সি Level 1 পদের ট্রাকশন বিভাগের TRD department এ Traction Department এর ইলেকট্রিক বিভাগের কাজ। বিশেষ করে রেলের ট্রাকের উপর হেড ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই এর মেন্টেনেন্স এর কাজ করতে হয়।
TRD এর পুরো অর্থ ট্রাকশন ডিপার্টমেন্ট। এ ডিপার্টমেন্টে রেলওয়ে গ্রুপ সি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়। নিয়োগ হয় আরআরসির মাধ্যমে। এটি রেলওয়ে ডিপার্টমেন্ট এর লেভেল ওয়ান পদ। এই ডিপার্টমেন্টের লেভেল ওয়ান এ কাজ করার পর তিন থেকে চার বছর পর প্রমোশন হয় level 2 technician-3 পদে এবং পরপর technician 2, technical 1 এবং senior technician এ প্রোমোশন হয়। এবং টেকনিক্যাল ডিগ্রী থাকলে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা থাকে।
Assistant TRD পোদে ঢোকার জন্য নূন্যতম যোগ্যতা লাগে মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই পাস থাকলে ভালো হয়। এই পদে কি কি কাজ করতে হয় নিচে সব বর্ণনা দেয়া হলো।
Assistant TRD তে কি কি কাজ করতে হয় ?
OHE Maintenance: রেলের উপরে যে ইলেকট্রিক তার থাকে তার পুরোপুরি মেনটেন্সের দায়িত্ব এই TRD ডিপার্টমেন্টের হয়। যারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোকে তাদের শুধুমাত্র হেল্পার হিসাবে কাজ করতে হয়।
Night time job |
এই পদে কাজের মধ্যে shift wise কাজ করতে হয়। কারণ 24 ঘন্টা এই কাজের মেনটেনেন্স রাখা দরকার।
Morning shift - 6:00am to 2:00pm
Evening shift - 2:00 pm to 10:00 pm
Night shift - 10:00 pm to 6:00 am
Shift এর কাজে Inspection Car এ কাজ করতে হয়। কোন জায়গায় কোন অসুবিধা হলে সেখানে গিয়ে সে কাজটি করতে হয়।
Inside the car insulator |
এছাড়া একটি জেনারেল Shift থাকে সেটা 9:00am to 5:00 pm পর্যন্ত থাকে।
জেনারেল শিফটে বিভিন্ন কাজ থাকে যেমন Foot Pretolling যেখানে একটা স্টেশন থেকে অন্য স্টেশন হেঁটে কোন কি খারাপ বা missing আছে কি না সেটা দেখতে হয় এবং section এ এসে তার report দিতে হয়। এছাড়া Bonding এর কাজ করতে হয়। গাছ কাটা, mast এর জঙ্গল পরিষ্কার করতে হয়।
Termination of Regulated OHE |
Assistant TRD job এর সুবিধা : এ যবের মেইন সুবিধা সারাক্ষণ কাজ করতে হয় না। দিনে দুই ঘন্টা থেকে তিন ঘন্টা কাজ করার পর বসে থাকতে হয়। অন্যান্য ডিপার্টমেন্ট থেকে এই কাজের স্যালারি বেশি হয়। কাজের কোন প্রেসার থাকেনা। কাজ থাকলে তবেই বেরোতে হয়।
Assistant TRD job salary: After joining 35k to 40k per month.
Some Equipment of TRD department:
Barrel Fuse |
Gymper |
PG |
Cantilever of OHE |
For more information visit our YouTube channel