⏩ শিশির জমার শর্তগুলি লেখো। মেঘাচ্ছন্ন আকাশ শিশির জমার পক্ষে সহায়ক নয় কেন?
✴️ শিশির জমার শর্ত :
(i) আকাশ মেঘমুক্ত হলে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে দ্রুত ঠাণ্ডা হয়। ফলে বেশি শিশির জমে।
(ii) বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে উষ্মতা সামান্য কমলে বায়ু ওর জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়। ফলে শিশির জমতে সুবিধে হয়।
(iii) তাপের ভাল বিকিরক ও কুপরিবাহী বস্তুর সংস্পর্শে বায়ু দ্রুত ঠাণ্ডা হয়, ফলে তাড়াতাড়ি শিশির জমে।
(iv) এছাড়া বায়ুপ্রবাহ কম হলে শীতল বস্তু সংলগ্ন বায়ুস্তর বেশি সময় ধরে ঠান্ডা হবার সুযোগ পায়৷ তাই শিশির বেশি জমে।
✴️ মেঘাচ্ছন্ন আকাশ শিশির জমার পক্ষে সহায়ক নয় কারণ-----
আকাশ মেঘ মুক্ত থাকলে ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ মহাশূন্যে চলে যায়। কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হলে ওই বিকীর্ণ তাপ মেঘ থেকে প্রতিফলিত হয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে।
ফলে, ভূপৃষ্ঠ ঠাণ্ডা হতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে। তাই মেঘলা রাত্রে খুব কম শিশির পড়ে বা একেবারেই পড়ে না।
nice
ReplyDelete