⏩ একখণ্ড লোহার ভর 760 গ্রাম ও আয়তন 100 সিসি হলে লোহার ঘনত্ব কত?
Ans.
লোহার ঘনত্ব = ভর / আয়তন
= 760 গ্রাম /100 সিসি
= 7.6 গ্রাম / সিসি
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
⏩ এস. আই. এককে 4°C তাপমাত্রায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত?
Ans.
C.G.S এককে 4°C তাপমাত্রা বিশুদ্ধ জলের ঘনত্ব =1 গ্রাম/ ঘন সেমি।।
সুতরাং,
S.I এককে বিশুদ্ধ জলের ঘনত্ব = 1 × 1000 কিগ্রা / ঘন মিটার।
=1000 কিগ্রা / ঘন মিটার।
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
⏩ তরলের ঘনত্ব 1.2 একক হলে, 100 সিসি তরলের ভর কত?
Ans.
তরলের ঘনত্ব = 1.2 গ্রাম / সিসি এবং
আয়তন 100 সিসি।
সুতরাং,
তরলের ভর = আয়তন × ঘনত্ব
= 100 × 1.2
= 120 গ্রাম
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
⏩ 15 ঘন ডেসিমিটার লোহার ভর 117 । C.G.S পদ্ধতিতে লোহার ঘনত্ব নির্ণয় করো।
1 ঘন ডেসিমিটার = 1000 ঘন সেন্টিমিটার
15 ঘন ডেসিমিটার = 15000 ঘন সেন্টিমিটার
এখন,
15000 ঘন সেন্টিমিটার লোহার ভর= 117 কিগ্রা
= 117000 গ্রাম
লোহার ঘনত্ব = লোহার ভর / লোহার আয়তন
= 117000 গ্রাম/ 15000 ঘন সেমি
= 7.8 গ্রাম / ঘন সেমি
সুতরাং,
লোহার ঘনত্ব = 7.8 গ্রাম/ঘন সেমি।
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
⏩ C.G.S পদ্ধতিতে কোনো পদার্থের ঘনত্ব 8.4 গ্রাম/ঘন সেমি। এস. আই. পদ্ধতিতে এই মান কত হবে?
Ans. .
C.G.S পদ্ধতিতে পদার্থের ঘনত্ব = 8.4 গ্রাম/ ঘন সেমিি
সুতরাং,
1 ঘন সেমি পদার্থের ভর= 8.4 গ্রাম
1 ঘনমিটার পদার্থের ভর = 8.4 × 10^6 গ্রাম = 8400 কিলোগ্রাম
অতএব এসআই পদ্ধতিতে পদার্থের ঘনত্ব = 8400 কিলোগ্রাম / ঘনমিটার ।
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
⏩ তামার ঘনত্ব 8.9 গ্রাম / সিসি হলে S.I পদ্ধতিতে তামার ঘনত্ব কত?
Ans.
S.I পদ্ধতিতে তামার ঘনত্ব = C.G.S পদ্ধতিতে তামার ঘনত্ব × 1000 কিলোগ্রাম / ঘনমিটার
= 8.9 × 1000 কেজি / ঘন মিটার
= 8900 কেজি / ঘন মিটার
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
⏩ S.I পদ্ধতিতে কোনো পদার্থের ঘনত্ব 8400 কেজি / ঘনমিটার হলে. সি. জি. এস. পদ্ধতিতে ওই পদার্থের ঘনত্ব নির্ণয় করো।
Ans.
S.I পদ্ধতিতে কোনো পদার্থের ঘনত্ব 8400 কেজি / ঘনমিটার হলে,
C.G.S পদ্ধতিতে এই পদার্থের ঘনত্ব = 8400 × 1/1000 গ্রাম/ঘন সেমি
= 8.4 গ্রাম/ঘন সেমি।
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸