অসহযোগ আন্দোলনের লক্ষ্য কী ছিল ? Non-cooperation movement Program of the movement.




⏩ অসহযোগ আন্দোলনের সূচনা কবে হয়? 



সূচনা ১৯২০ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের সূচনা হয়।


এই আন্দোলনের লক্ষ্য কী ছিল? 



🔶 অসহযোগ আন্দোলনের চারটি লক্ষ্য স্থির করা হয় --


(১) খিলাফৎ সমস্যার সুষ্ঠু মীমাংসা, 

(২) পাঞ্জাবে অন্যায়ের প্রতিকার,

(৩) দেশের সমাজব্যবস্থাকে সাম্প্রদায়িকতা, অস্পৃশ্যতা ও জাতিভেদ থেকে মুক্ত করা এবং

(৪) স্বরাজ অর্জন।



 ⏩ আন্দোলনের কর্মসূচি উল্লেখ করো।


কর্মসূচি 


🔶 অসহযোগ আন্দোলনের মূলকথা ছিল বিদেশি সরকারের সঙ্গে কোনোরকম সহযোগিতা করা পাপ। অসহযোগ আন্দোলনের কর্মসূচির দুটি দিক ছিল – 

ইতিবাচক বা গঠনমূলক কর্মসূচি এবং নেতিবাচক কর্মসূচি



🔸ইতিবাচক কর্মসূচি


(ক) চরকা ও তাঁতের ব্যাপক প্রচলন 


(খ) দেশীয় শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন


(গ) অস্পৃশ্যতা দূরীকরণ


(ঘ) হিন্দু-মুসলমান ঐক্য প্রতিষ্ঠা করা


(ঙ) এক কোটি টাকার চাঁদার তিলক স্মৃতি তহবিল গঠন করা


(চ) মাদক দ্রব্য বর্জন


(ছ) সালিশি বোর্ড গঠন


(জ) কুড়ি লক্ষ চরকা বিতরণ ইত্যাদি।

 গান্ধিজি জনগণকে সতর্ক করে দেন, তারা যেন পূর্ণ অহিংসা ও সত্যের পথে অবিচল থাকে।



নেতিবাচক কর্মসূচি


(ক) সমস্ত ক্ষেত্রে বিদেশি সরকারের সঙ্গে অসহযোগিতা করা


(খ) সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বর্জন করা


(গ) সরকারি চাকরি ও আইন-আদালত বর্জন করা


(ঘ) সরকারি অনুষ্ঠান বর্জন করা


(ঙ) বিদেশি পণ্য ব্যবহার বর্জন করা


(চ) সরকারি পদবি ও উপাধি ত্যাগ করা


(ছ) কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভাগুলির নির্বাচন বয়কট প্রভৃতি। সুসংবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমে গান্ধিজি লক্ষ্যে পৌঁছাতে চেয়েছিলেন।

Tags
ইতিহাস GK

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad