আইনোসিটলের রাসায়নিক গঠন (Chemical structure of Inositol )

 


• আইনোসিটল (Inositol) •


আইনোসিটলের রাসায়নিক গঠন (Chemical structure of Inositol )

🔶 আইনোসিটল হেক্সাহাইড্রক্সি সাইক্লোহেক্সেল যৌগ। এর স্থূল সংকেত (CH2O)6 


আইনোসিটলের উৎস (Sources of Inositol ) : 

🔶 পেশি আইনোসিটল-এর উৎকৃষ্ট উৎস। তা ছাড়া যকৃৎ, বৃক্ক, মস্তিষ্ক ইত্যাদিতেও এই ভিটামিন পাওয়া যায়। খাদ্যশস্যে এই ভিটামিন ফাইটিক অ্যাসিড হিসেবে থাকে।


• শারীরবৃত্তীয় কার্যাবলি (Physiological functions of Inositol ) :


(1) ইঁদুরে কোলিন-এর মতো এই ভিটামিনের লাইপোট্রপিক ক্রিয়া আছে এবং সম্ভবত এটি ফ্যাট বিপাকে অংশগ্রহণ করে।


(2) হ্যামস্টার-এর স্বাভাবিক প্রজননে আইনোসিটল আবশ্যক। 


(3) মুরগির ছানা এবং ইঁদুরের স্বাভাবিক বৃদ্ধিতে এই ভিটামিন সহায়তা করে। 


(4) মানুষের ক্ষেত্রে এই ভিটামিনের ক্রিয়া সঠিকভাবে জানা যায়নি।



আইনোসিটলের অভাবজনিত লক্ষণ (Deficiency symptoms of Inositol ) :


(1) ইঁদুরের অ্যালোপেসিয়া হয়।


(2) আইনোসিটলের এর অভাবে ইঁদুরের চোখের বিশেষ অবস্থার সৃষ্টি হয় যাকে বলা হয় চশমা চক্ষু (spectacle eye)। 


দৈনিক চাহিদা (Daily requirement) : 

🔶 মানুষের চাহিদা সঠিকভাবে জানা যায়নি। তবে প্রাত্যহিক খাদ্যে প্রায় গ্রাম আইনোসিটল থাকে যা চাহিদা পূরণে সক্ষম।

Post a Comment

0 Comments