Railway general science GK


 Railway general science GK


🖋️কর্মদিশারী 📚

🔸নমস্কার বন্ধুরা,

      🔸 আজকাল রেলের পরীক্ষায় বেশিরভাগ জেনারেল সাইন্স কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন থাকছে। তাই আমাদের এই ওয়েবসাইট থেকে জেনারেল সাইন্স এবং জেনারেল নলেজ নিয়ে প্রায় 3000+প্রশ্ন উত্তর থাকছে। আশা করি তোমাদের রেলের পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায় কাজে লাগবে।

   বন্ধুরা তোমরা দেরী না করে নিচে দেওয়া মক টেস্ট অংশগ্রহণ করো এবং তোমরা কি রকম প্রিপারেশন করেছ তার কমেন্ট আমাদের মেসেজ করে জানাও। এবং কোন কিছু জানার থাকলে বা প্রশ্ন সম্বন্ধে কিছু বলার থাকলে আমাদের মেসেজ করতে পারো।

সম্পূর্ণ ফ্রিতে মক টেস্ট পেপার ব্যবস্থা আছে তোমরা ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করো এবং দৈনিক মক টেস্ট দাও। এতে তোমার যেকোনো পরীক্ষায় অতি সহজেই উত্তর করে আসতে পারবে।


1➤ উদ্ভিদের কোন কলার মাধ্যমে রসের উৎস্রোত প্রক্রিয়াটি ঘটে

=> জাইলেম কলা

2➤ মারকিউরাস নাইট্রাইট কে আবিষ্কার করেন

=> আচার্য প্রফুল্ল চন্দ্র রায়

3➤ ইউগ্লিনা গমন অঙ্গের নাম কি

=> ফ্লাজেলা

4➤ পেট্রোল চালিত গাড়ি কে আবিস্কার করেন

=> কার্ল ফ্রেড্রিচ বেঞ্জ

5➤ বায়ো গ্যাসের মুখ্য উপাদান কি

=> মিথেন

6➤ ডাল্টনের তত্ত্ব অনুসারে পদার্থের ক্ষুদ্রতম কণা কি

=> পরমাণু

7➤ বেলচা কোন শ্রেণীর লিভার

=> প্রথম শ্রেণীর

8➤ তাপ বিকিরণ মাপার যন্ত্র কে কি বলে

=> রেডিও মাইক্রোমিটার

9➤ বেকারি শিল্পে কেক ও রুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহার হয়

=> ইস্ট

10➤ দেহ পরিপোষক খাদ্য কোনটি

=> প্রোটিন

11➤ উদ্ভিদ দেহে কোন খনিজের অভাবে ক্লোরোসিস রোগ দেখা যায়

=> ম্যাগনেসিয়াম

12➤ কোন উদ্ভিদ সালোকসংশ্লেষে অক্ষম

=> ইস্ট

13➤ ফণীমনসার কিরকম অভিযোজন দেখা যায়

=> জাঙ্গল

14➤ কোন উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায় না

=> নারিকেল গাছ

15➤ বায়োজেনেটিক তত্ত্বের প্রবক্তা কে

=> আর্নেস্ট হেকেল

Post a Comment

0 Comments

");
");