19th March Bengali Current Affairs 2022 - Karmadishari / 19 ই মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২


19th March Bengali current affairs


🔸Mahatma Gandhi Green Triangle উন্মোচন করা হলো মাদাগাস্কারে, (মাদাগাস্কার রাজধানী - আন্তানানারিভো, মুদ্রা - মালাগাসি এরিয়ারি)।


🔸ISRO সফলভাবে SSLV-এর কঠিন জ্বালানি-ভিত্তিক বুস্টার পর্যায় পরীক্ষা করলো, (ISRO-এর চেয়ারম্যান - ডাঃ এস সোমানাথ, সদর দপ্তর – বেঙ্গালুরু, কর্ণাটক)। 


🔸ভারতের অর্ডন্যান্স ফ্যাক্টরি দিবস পালন করা হয় 18 মার্চ, (OFB 1775 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কলকাতার আয়ুধ ভবন)।


🔸মুম্বাই প্রথম দক্ষিণ এশিয়ার শহর 2050 সালের মধ্যে নেট-জিরো কার্বন নিঃসরণ করবে এমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, (লক্ষ্যগুলির মধ্যে 2030 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস (GHG) নির্গমনে 30% হ্রাস এবং 2040 সালের মধ্যে 44% হ্রাস করবে)।


🔸জেনারেল বিপিন রাওয়াতের স্মরণে, ভারতীয় সেনাবাহিনী Chair of Excellence উৎসর্গ করলো, (সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে)।


🔸মিস ওয়ার্ল্ড 2021 হলেন পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা, (ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2020 মনসা বারাণসী মিস ওয়ার্ল্ড 2021-এ ভারতের প্রতিনিধিত্ব করেছেন)।


🔸Deloitte's গ্লোবাল পাওয়ার্স অফ রিটেলিং 2022: Reliance Retail 56 তম স্থানে রয়েছে, (শীর্ষে রয়েছে Walmart Inc.)।


🔸Flipkart Health+ এর নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন প্রশান্ত ঝাভেরি।


🔸World Sleep Day পালন করা হয় 18 মার্চ, (এই বছরের থিম Quality Sleep, Sound Mind, Happy World)।


🔸গ্লোবাল রিসাইক্লিং ডে পালন করা হয় 18 মাৰ্চ, (এই বছরের থিম “recycling fraternity")।

Tags
Current affairs

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

multiplex ads