কেন্দ্রে কয়েক হাজার মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ 2022
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ বা, অফিসে কাজের জন্য ‘মাল্টি টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ' পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়ার জন্য নতুন করে দরখাস্ত নেওয়া হবে ২২ মার্চ থেকে।
চাকরি হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস 'গ্রুপ-সি' নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পড়ে। মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ১-১-২০২২'র হিসাবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। ও.বি.সি. সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, তপশিলীরা ৫ বছর, দৈহিক প্রতিবন্ধীরা ১০ (তপশিলী হলে ১৫, ও.বি.সি. হলে ১৩) বছর, বিধবা বিবাহ-বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে ১০ (তপশিলী হলে১৫, ও.বি.সি. হলে ১৩) বছর ও কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
মূল মাইনে পে ম্যাট্রিক্স সপ্তম পে কমিশন অনুযায়ী।
প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। 'Recruitment to the post of Multi Tasking (Non-Technical) Staff Examination 2021 পরীক্ষার মাধ্যমে। প্রথমে সর্বভারতীয় পর্যায়ের অনলাইন পরীক্ষা হবে জুন মাসে। পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে : www.ssc.nic.in
সরকারিভাবে বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করবেন অনলাইনে, ২২ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.ssc.nic.in বিজ্ঞপ্তি বেরোলে বিস্তারিত তথ্য পরবর্তী পোস্টে জানানো হবে।